স্বপ্ন উড়ান থিমের পুজো প্রস্তুতি

Durga Puja 2024: দুর্গাপুজোয় পাঁশকুড়ায় এবার স্বপ্নের উড়ান দেখবেন দর্শনার্থীরা!

পূর্ব মেদিনীপুর: আসন্ন দুর্গাপুজোয় পাঁশকুড়া এবার স্বপ্নের উড়ানে পাড়ি দিতে চলেছে। জেলা তথা পাঁশকুড়ার অন্যতম পুজোর এই বছরের থিম স্বপ্ন উড়ান। আর তা নিয়েই রীতিমত উত্তেজিত জেলার মানুষ

আর মাত্র ৪৩ দিন, তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠবে। পূর্ব মেদিনীপুর জেলার এই প্রান্তিক শহরে বেশ কয়েকটি বিগ বাজেটের দুর্গাপুজো হয়। যাদের মধ্যে অন্যতম প্রতাপপুরের দুর্গাপুজো। এই পুজোতে এবার প্রতিমা, মণ্ডপ, আলোর উপর বিশেষ জোর দিয়েছে পাঁশকুড়ার এই পুজো কমিটি। তাদের এবারের বাজেট প্রায় ৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: হেলমেট না পরে স্কুটি চালানোর মাশুল, কাজ থেকে বাড়ি ফেরা হল না কিশন খড়িয়ার

বেশ কয়েক বছর ধরে প্রতাপপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্যোক্তারা আশাবাদী, এবারেও মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুজোর উদ্বোধন করানোর ব্যাপারে। এই বিষয়ে পুজো কমিটির সভাপতি নন্দকুমার মিশ্র জানান, জেলার প্রান্তিক শহরের এই দুর্গাপুজো শুধু পাঁশকুড়া বা পূর্ব মেদিনীপুর জেলার নয়, গোটা রাজ্যের মধ্যে অন্যতম একটি দুর্গাপুজো। এলাকাবাসীরাও এই পুজো ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।

সৈকত শী