পুজোয় সারারাত থাকছে সরকারি বাস

Durga Puja 2024: পুজোয় সারারাত সরকারি বাস, থাকবে এলাহি পূজা পরিক্রমার আয়োজন, রুট কী? কীভাবে বুকিং? রইল বিস্তারিত

কলকাতা: পুজো এল বলে! হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। মাস ঘুরলেই ঢাকের বাদ্যি। পুজো মানেই সারারাত মণ্ডপে-মণ্ডপে ঠাকুর দেখা। আর সেজন্য, পুজোয় সারারাত থাকছে সরকারি বাস।

প্রত্যেক বারের মতো পুজোয় দর্শনার্থীদের কথা মাথায় রেখে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং বারাসত পর্যন্ত বাস পরিষেবা চালু থাকছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও পুজো পরিক্রমা-র আয়োজন করা হয়েছে। ভলভো বাসে বনেদি বাড়ির পুজো পরিক্রমা, শহরতলী থেকে কলকাতার সেরা কয়েকটি পুজো পরিক্রমা ( নন এসি বাসে), শহর থেকে গ্রামবাংলার পুজো পরিক্রমা, কামারপুকুর জয়রামবাটি পূজা-দর্শন এবং জলপথে উত্তরের এবং দক্ষিণের বিশিষ্ট পুজো দর্শনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:পুজোর আগেই নিয়োগের দাবি! উত্তাল করুণাময়ী, বিক্ষোভে SSC চাকরিপ্রার্থী! ঘেরাওয়ের ডাক

আরও পড়ুন:‘৮৫ হাজারে কী হয়, অন্তত ১০ লক্ষ দিন!’ পুজো অনুদান মামলায় মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির

ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই পরিক্রমাগুলি চালু থাকবে। সব পরিক্রমার জন্য মোট ৪৫ টি বাসের বন্দোবস্ত করা হয়েছে। সরকারি বিভিন্ন বাস স্ট্যান্ড ছাড়াও অনলাইনে বুকিং-এর ব্যবস্থা থাকছে। তবে এবার ট্রামে করে পুজো পরিক্রমা ব্যবস্থা থাকছে না।