দুর্গাপুজার ট্রেন্ডিং পাঞ্জাবি

Trending Punjabi: অষ্টমী হোক বা দশমী, এই দোকানে গেলেই জলের দামে পাবেন পুজোর সেরা ট্রেন্ডিং পাঞ্জাবি, কোথায় জানেন?

পুরুলিয়া : দুর্গাপুজো মানেই বাঙালির কাছে অন্যরকম আবেগ। এইসময় আপামর বঙ্গবাসী মেতে ওঠে উৎসবের আমেজে। দুর্গাপুজোয় নতুন জামা কাপড় কেনার হিড়িক পড়ে যায় সর্বত্র। পুজো আসার আগে থেকেই চলে কেনাকাটির প্রস্তুতি। এমন কি শেষ মুহূর্তেও বাজার , দোকান, শপিং মল গুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপুজোয় অষ্টমী ও দশমীতে পাঞ্জাবি পরা এখন যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তাই এই সময় পাঞ্জাবির দোকানে ভিড় জমান ক্রেতারা। জেলা পুরুলিয়া চকবাজারেরও দেখা গেল সেই একই দৃশ্য। এবছর পুরুলিয়াতে বেশ কিছু পাঞ্জাবি ট্রেন্ডিং-এ চলছে।

এ-বিষয়ে চকবাজারের এক পাঞ্জাবির দোকানের বিক্রেতা মনোজ কুমার গুপ্তা বলেন, বেশ কিছু ট্রেন্ডিং পাঞ্জাবি এ-বছর মার্কেটে চলছে। তার মধ্যে ডিজিটাল প্রিন্ট, হ্যান্ডলুমের কাজ , মা দুর্গার ছবি দেওয়া বিশেষ পাঞ্জাবি এই সময় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। মূলত দুর্গাপুজো উপলক্ষেই এই পাঞ্জাবি গুলির চাহিদা বাড়ে।

আরও পড়ুন-         অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

এ বিষয়ে এক ক্রেতা পুতুল দেওঘরিয়া বলেন, তিনি কমবেশি সারা বছরই এই দোকান থেকে পাঞ্জাবি কিনে থাকেন। পুজোর সময় একেবারে নতুন কালেকশনের পাঞ্জাবি কিনতে তিনি এসেছেন। পাঞ্জাবি কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে। দুর্গাপুজোয় ট্রেন্ডিং পাঞ্জাবির যথেষ্ট ভাল কালেকশন রয়েছে। এই সমস্ত ট্রেন্ডিং পাঞ্জাবি পেয়ে তিনি খুবই খুশি।

আরও পড়ুন-   শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

দুর্গাপুজো মানেই নতুন জামা কাপড়। সেই জামা কাপড়ের তালিকায় অনেকখানি জায়গা করে নেয় পাঞ্জাবি। কারণ বাঙ্গালী পুজোয় বাঙালিয়ানা ছোঁয়া থাকবে না তা কি হয়। তাইতো এই সময় পাঞ্জাবি চাহিদা অনেকখানি বেড়ে যায়। আর বর্তমান প্রজন্মের কাছে এই সমস্ত ট্রেন্ডিং পাঞ্জাবি যথেষ্ঠ জনপ্রিয় হয়ে উঠেছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি