জীবন্ত দুর্গা

Durga Puja 2024: মাটির দুর্গা নয়, এখানে জীবন্ত দুর্গার পুজো হবে এ বছর… চলছে তারই প্রস্তুতি

জলপাইগুড়ি: মাটির দুর্গা নয়। জলপাইগুড়িতে বাজিমাত করবে জীবন্ত দুর্গা। শেষ মুহূর্তেরপ্রস্তুতি এক্কেবারে তুঙ্গে। বিগ বাজেটের বড় বড় ঝাঁ চকচকে দুর্গার সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত জলপাইগুড়ির প্রতিমা।

কড়া নাড়ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর মাত্র হাতে গোনা তিনদিন। বাঙালির মনে এখন প্যান্ডেল হপিংয়ের উন্মাদনা। এবার জলপাইগুড়ি শহরে তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কারণ, এই শহরে এবার দেখা মিলবে জীবন্ত দুর্গার! জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের উদ্যোগে শিল্পসমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা করা হবে। সপ্তমী থেকে নবমী – এই তিন দিন বিকেল ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই অভূতপূর্ব প্রদর্শনী।

আরও পড়ুন- সব অপেক্ষার অবসান… নতুন বছরে নতুন পথচলা শুরু করবেন দেব-রুক্মিণী জুটি, সামনে এল ‘তারিখ’

প্রতি বছরই ক্লাবগুলি পুজোয় কিছু নতুনত্ব করতে উদ্যোগী হয়। কখনও থিমের দিক থেকে, কখনও আবার প্রতিমায় থাকে নতুনত্বের ছোঁয়া। এবছর অন্যান্য সব পুজোকে টেক্কা দিতে প্রতিমায় বিশেষ চমক আনল জলপাইগুড়ির ব্রহ্মা কুমারী সেন্টার।  অভূতপূর্ব এই প্রদর্শনী দেখার অপেক্ষায় এখন থেকেই জলপাইগুড়িবাসীর মধ্যে আগ্রহ বাড়ছে।

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো