দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Weather: সপ্তমীর সকালে ফের ভাসবে কলকাতা? কলকাতা-দিঘায় ধেয়ে আসবে বৃষ্টি? আলিপুরের আপডেট Gallery October 9, 2024 Bangla Digital Desk *বাংলার আকাশ বাতাস সেজেছে উৎসবের রঙে। উৎসবমুখর বাংলায় বৃষ্টি কি ভিলেন? ৯ অক্টোবর ষষ্ঠীর দিন দেবীর বোধনে আবারও কি বৃষ্টিতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ! এ প্রশ্ন বর্তমানে বঙ্গবাসীর মনে মনে দোলা দিচ্ছে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। *তবে হাওয়া অফিসের রিপোর্টে স্বস্তির বাণী। চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কমেছে। আর ষষ্ঠীর দিন দেবীর বোধনে বৃষ্টির সম্ভাবনা আরও কমলো বলে জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি। *হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রাজ্যজুড়ে উৎসবের দিনগুলিতে নিম্নচাপ বা ঘূর্ণবাতের দুর্যোগের আশঙ্কা নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে মূলত মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকবে। ফাইল ছবি। *রোদের তাপে বাড়বে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। ফাইল ছবি। *উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বভাস নেই। ফাইল ছবি। *কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বুধবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৯ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। ফাইল ছবি। *বিক্ষিপ্তভাবে বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ঘাম ও প্যাচপ্যাচ আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৯ অক্টোবর বুধবার থেকে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও কমল। ফাইল ছবি। *চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণবাত অক্ষরেখা সক্রিয় থাকলেও তার প্রভাব পড়ছে না। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি। *এদিন দিঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ শতাংশ। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিচ্ছে বাংলা থেকে। ফাইল ছবি।