জল অপচয় নয়

জল অপচয় নয়! এই বার্তায় সেজেছে জলপাইগুড়ির দুর্গাপুজো মণ্ডপ

জলপাইগুড়ি: জলপাইগুড়ি ময়নাগুড়ির নতুন বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটির এ বছরের থিম “পানীয় জল সংরক্ষণ”। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এবছরের থিম গড়ে উঠেছে জলপাইগুড়িতে।

মন্ডপের ভেতরে ঢুকলেই দর্শনার্থীদের চোখে পড়বে এক অসাধারণের শান্তিময় গ্রাম্য পরিবেশ। চারপাশে রয়েছে জল অপচয় না করার পরামর্শ। নানা ছবি সহকারে স্পষ্টভাবে সেরূপ ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত হাতের কারুকার্যে।

আরও পড়ুন- মহাসপ্তমী থেকে বিজয়া দশমীর ভিলেন বৃষ্টি? পুজোর দিনগুলির আবহাওয়ার কাঁপানো আপডেট

যে হারে এখন বর্তমানে জল অপচয় হয়, তেমনটাই চলতে থাকলে ভবিষ্যৎ কতটা রুঢ় হতে পারে সেই ছবি দেখানো হয়েছে মন্ডপ জুড়ে। বর্তমানে সূর্যের তাপ খানিক বাড়লেই জল কষ্টে ভুগতে হয় কৃষকদের।

উত্তরের চা বাগান থেকে শুরু করে, কৃষকদের ফসলের জমিতে ফলন ফলাতে গিয়ে কালঘাম ছোটে কার্যত। সে কারণেই অকারণে জল অপচয় না করার বার্তা দিতেই এমন উদ্যোগ ময়নাগুড়ি নতুন বাজার সর্বজনীন পুজো কমিটির উদ্যোক্তাদের।

আরও পড়ুন- উত্তরপাড়া বলাকার পুজোর থিমে বিরাট চমক..! দূর-দূরান্ত থেকে উপচে পড়ছে মানুষের ঢল

নজরকাড়া এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভীড় উপচে পড়ছে। জল দিয়ে পুরো মণ্ডপসজ্জায় রয়েছে নতুনত্বের ছোঁয়া। পুরো পুজো মন্ডপটি তৈরি হয়েছে বালতি এবং মাটির কলস দিয়ে।

সুরজিৎ দে