এই বছর অষ্টমী এবং নবমী তিথি খুবই শুভ সময়ে পড়েছে। এই প্রসঙ্গে, জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানিয়েছেন, এই দুর্গাপুজোতে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ তৈরি হতে চলেছে। এই রাজযোগ বুধ এবং শুক্রের মিলনে তৈরি হবে। এই বিরল রাজযোগে ভাগ্য খুলবে বেশ কিছু রাশির। দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য খুলবে এই বিরল রাজ যোগে। প্রতীকী ছবি

Durga Sashthi Tithi 2024 Timing: আজ দুর্গাষষ্ঠীর উপবাস করেছেন? আজ কত ক্ষণ আছে এই তিথি? জানুন পঞ্জিকা কী বলছে

আজ অর্থাৎ বুধবার শারদোৎসবের প্রথম দিন৷ শুভ ষষ্ঠীতে বোধন হবে দেবী দুর্গার৷
আজ অর্থাৎ বুধবার শারদোৎসবের প্রথম দিন৷ শুভ ষষ্ঠীতে বোধন হবে দেবী দুর্গার৷
আশ্বিনমাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে বোধন হয় দেবীর৷ তাই একে বোধনষষ্ঠী৷
আশ্বিনমাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে বোধন হয় দেবীর৷ তাই একে বোধনষষ্ঠী৷
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বুধবার দুপুর ১২.১৫ পর্যন্ত ষষ্ঠী তিথি রয়েছে৷
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বুধবার দুপুর ১২.১৫ পর্যন্ত ষষ্ঠী তিথি রয়েছে৷
অন্য পঞ্জিকা মতে বুধবার সকাল ৭.৩১ পর্যন্ত রয়েছে ষষ্ঠী তিথি৷
অন্য পঞ্জিকা মতে বুধবার সকাল ৭.৩১ পর্যন্ত রয়েছে ষষ্ঠী তিথি৷
অনেকেই সন্তানের মঙ্গলকামনায় দুর্গাষষ্ঠী ব্রত পালন করেন৷ তাঁরা উপবাস করেন৷
অনেকেই সন্তানের মঙ্গলকামনায় দুর্গাষষ্ঠী ব্রত পালন করেন৷ তাঁরা উপবাস করেন৷
যাঁরা উপবাস করেন, তাঁরা এই তিথিতে সাত্ত্বিক আহার গ্রহণ করেন৷ ভাত বা রুটি গ্রহণ না করাই বিধেয় দুর্গাষষ্ঠীতে৷
যাঁরা উপবাস করেন, তাঁরা এই তিথিতে সাত্ত্বিক আহার গ্রহণ করেন৷ ভাত বা রুটি গ্রহণ না করাই বিধেয় দুর্গাষষ্ঠীতে৷