পুজোয় ভোর পর্যন্ত চলবে মেট্রো!

Durga Puja 2024 Metro Service: আর চিন্তা নেই! পুজোয় ভোর পর্যন্ত চলবে মেট্রো! কোন রুটে কতগুলি মেট্রো, দেখে নিন তালিকা

পুজোর বাদ‍্যি বেজেই গিয়েছে ইতিমধ‍্যে। সেজে উঠছে পুরো বাংলা। তার মধ‍্যেই সুখবর দিল কলকাতা মেট্রো। পুজোর চারদিন প্রতি বছরই মধ্যরাত পর্যন্ত চলে মেট্রো। সময়সূচিতেও আসে কিছু বদল।
পুজোর বাদ‍্যি বেজেই গিয়েছে ইতিমধ‍্যে। সেজে উঠছে পুরো বাংলা। তার মধ‍্যেই সুখবর দিল কলকাতা মেট্রো। পুজোর চারদিন প্রতি বছরই মধ্যরাত পর্যন্ত চলে মেট্রো। সময়সূচিতেও আসে কিছু বদল।
চতুর্থী (০৭.১০.২৪), পঞ্চমী (০৮.১০.২৪), এবং ষষ্ঠী (০৯.১০.২৪)-তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। সকাল ৬:৫০ মিনিটে চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো চলবে রাত ১০:৪০ মিনিটে।
চতুর্থী (০৭.১০.২৪), পঞ্চমী (০৮.১০.২৪), এবং ষষ্ঠী (০৯.১০.২৪)-তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। সকাল ৬:৫০ মিনিটে চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো চলবে রাত ১০:৪০ মিনিটে।
সপ্তমী (১০.১০.২৪) এবং অষ্টমী - নবমী (১১.১০.২৪)-তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ২৪৮টি রেক চলবে। দুপুর ১টা থেকে ভোর ৪ টে পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় মেনেই চলবে মেট্রো।
সপ্তমী (১০.১০.২৪) এবং অষ্টমী – নবমী (১১.১০.২৪)-তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ২৪৮টি রেক চলবে। দুপুর ১টা থেকে ভোর ৪ টে পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় মেনেই চলবে মেট্রো।
দশমীর (১২.১০.২৪) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ১৭৪টি রেক চলবে। দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় চলবে মেট্রো।
দশমীর (১২.১০.২৪) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ১৭৪টি রেক চলবে। দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় চলবে মেট্রো।
একাদশীতে  (১৩.১০.২৪) ১৩০টি পরিষেবা চলবে। অপরদিকে, দ্বাদশী (১৪.১০.২৪) এবং ট্রয়দশী (১৫.১০.২৪) তে ২৩৬টি রেক পরিষেবা দেবে।
একাদশীতে (১৩.১০.২৪) ১৩০টি পরিষেবা চলবে। অপরদিকে, দ্বাদশী (১৪.১০.২৪) এবং ট্রয়দশী (১৫.১০.২৪) তে ২৩৬টি রেক পরিষেবা দেবে।