লক্ষীপুজোর থিম

Laxmi Puja 2024: লক্ষ্মীপুজোতেও লাখ লাখ টাকার থিম! এখানে দুর্গাপুজো প্রধান উৎসব নয়

পূর্ব বর্ধমান : কোজাগরি লক্ষ্মীপুজো উপলক্ষে পূর্বস্থলী ২ ব্লকের সরডাঙ্গা গ্রামের মানুষেরা মেতে উঠেছেন। এলাকায় দুর্গাপুজো নয় লক্ষ্মী পুজোয় প্রধান উৎসব। এই গ্রামে ছোট বড় মিলিয়ে মোট পাঁচটি পুজো কমিটি রয়েছে। তারা সকলেই বিভিন্ন থিমের পুজো করে থাকেন এলাকায়। পুজোকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলাও। প্রত্যেকেই চেষ্টা করেন জাঁকজমক ভাবে এই পুজো উদযাপন করতে। এবছর সরডাঙ্গা সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে, আমরা কজন পরিচালনায় তাদের লক্ষ্মীপুজো ৪৪ তম বর্ষে পদার্পণ করেছে।

এবার তাদের ঠাকুরের উচ্চতা 16 ফুট। কাল্পনিক মন্দিরের আদলে ফুটে উঠেছে এখানকার মন্ডপ। এই বিষয়ে ক্লাবের কোষাধ্যক্ষ অসীম দাস জানিয়েছেন, “বাবা কাকারা বহু বছর আগে এই পুজো শুরু করেছিলেন। এখন আমরা এই পুজো করছি। এই কয়েকটা দিন আমরা খুবই আনন্দের সঙ্গে দিন কাটায়। পুজোর বাজেট এ বছর বেরেছে।” অন্যদিকে সরডাঙ্গা স্বামী বিবেকানন্দ যুব সংঘ ক্লাবের পুজো এ বছর ১৭ তম বর্ষে পদার্পণ করেছে। তারা থিমের ভাবনায় ফুটিয়ে তুলেছে শ্রীবিষ্ণুর দশটি অবতার।

আরও পড়ুন : বিদেশে পাড়ি দিচ্ছে বর্ধমানের নাড়ু, লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ বর্ধমানের যুবতীর

সরডাঙ্গার এই পুজো প্যান্ডেলে প্রবেশ করলেই দেখা মিলবে শ্রীবিষ্ণুর দশটি অবতারের। লক্ষ্মীপুজোয় শ্রীবষ্ণুর দশটি অবতার তুলে ধরার এই ছবি একটু ভিন্ন ধরনের। লক্ষাধিক টাকা খরচে এই পুজো প্যান্ডেল তৈরি হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন সরডাঙ্গা গ্রামের এই থিম দেখার জন্য। এই ক্লাবের সেক্রেটারি অসীম দাস বলেন, “প্রত্যেক বছর আমরা এই পুজোর জন্য অপেক্ষায় থাকি। দুর্গাপুজো শেষ হলেই আমরা দিন গুনতে থাকি। আমরাও কখনো ভাবতে পারিনি আমাদের গ্রামের পুজো এত জনপ্রিয় হয়ে উঠবে।”

আরও পড়ুন : এই জায়গাতেই রয়েছে মহাকবি কাশীরাম দাসের জন্মভিটে, একবেলা সময় থাকলে ঘুরে আসুন

পূর্ব বর্ধমানের এই গ্রামে কয়েক দশক ধরে জাঁকজমক ভাবে লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয় আসছে। এটাই গ্রামবাসীদের প্রধান উৎসব। কর্মসূত্রে অনেকে বাইরে থাকলেও। এই পুজোর সময় প্রায় সকলেই গ্রামে ফিরে আসেন। কয়েকটা দিন লক্ষ্মীপুজোকে কেন্দ্র করেই আনন্দে মেতে ওঠেন সকল গ্রামবাসী।

বনোয়ারীলাল চৌধুরী