কলকাতা ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল! লাল হলুদে নতুন নায়ক কুশ

কলকাতা: আইএসএলের এই মরসুমে দু’টি ডার্বিতেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আরও পরিষ্কার করে বলতে গেলে আইএসএল শুরু হওয়ার পর থেকেই কলকাতা ডার্বিতে সব সময় জিতেছে মোহনবাগান। সিনিয়র ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে না পারলেও সেটা করে দেখাল জুনিয়র ইস্টবেঙ্গল। হকি লিগের প্রথম ডার্বি জিতেছে মোহনবাগান। সেই ম্যাচে তুমুল গন্ডগোল হয়। মাঠে ইট পড়ে।

প্রথম দিন ম্যাচ ভেস্তে যাওয়ার পরে আবার খেলা হয়। সেই ম্যাচে জেতে মোহনবাগান। কিন্তু সবুজ-মেরুনের বিরুদ্ধে ম্যাচে প্রভাব খাটানোর অভিযোগ তুলে ফিরতি ডার্বিতে আর নামেনি ইস্টবেঙ্গল। তাতে অবশ্য মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি।শুক্রবার রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে লাল-হলুদ ২-০ ব্যবধানে হারাল মোহনবাগানকে। দু’টি গোলই করেছেন কুশ ছেত্রী।

যুব লিগে এর আগেও দু’বার মোহনবাগানের বিরুদ্ধে খেলেছে তারা। কোনও বারই জিততে পারেনি। দু’বারই ম্যাচ ড্র হয়েছে। কিন্তু এ দিন প্রাধান্য নিয়ে খেলার সুফল পেল তারা। ৩৪ মিনিটে প্রথম গোল করেন কুশ। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। ইস্টবেঙ্গলের হিমাংশু, অতুল, অর্পণ, তুহিন দাসরা বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ রাখেন বলের।

এর আগে মোহনবাগানের বিরুদ্ধে কোনও ম্যাচে এতটা বলে দখল রাখতে পারেনি ইস্টবেঙ্গল। তারা বেঁচে গিয়েছিল গোলরক্ষক আদিত্য পাত্রের অসাধারণ খেলার কারণে। এটিকে মোহনবাগানের ফারদিন, কিয়ান, অভিষেক, রবি রানাদের মতো ফুটবলাররা ভাল খেললেও ইস্টবেঙ্গল ডিফেন্স এদিন দুরন্ত ফুটবল খেলেছে।

মোহনবাগানের আক্রমণ তারা সেভাবে মাথা তুলতে দেয়নি। সিনিয়র ডার্বিতে না হলেও জুনিয়র ডার্বিতে এই জয় কিছুটা হলেও অক্সিজেন দেবে ইস্টবেঙ্গল সমর্থকদের। মোহনবাগানের কাছে হারের জালা কিছুটা হলেও কমবে এই কারণে।