Sergio Lobera: ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন না লোবেরা, চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচ ফেভারিট তালিকায়

কলকাতা: শেষ পর্যন্ত পারল না ইস্টবেঙ্গল। ঘটা করে আগে থেকে সার্জিও লোবেরা কোচ হচ্ছেন এমন খবর ঘোষণা করে দিয়েও এবার মুখ পুড়ল শতাব্দী প্রাচীন ক্লাবের। ভারতীয় ফুটবলেই এলেন লোবেরা। তবে ইস্টবেঙ্গলে নয়, ওড়িশা এফসি দলে। আপাতত তার সঙ্গে এক বছরের চুক্তি করেছে ওড়িশা। তবে টাকার পরিমাণ কত সেটা বলা হয়নি। পরপর ব্যর্থতার পর ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ পরবর্তী মরসুমে ভারতে কোচিং করিয়ে খেতাব জয়ের অভিজ্ঞতা রয়েছে এমন কোচকেই দায়িত্ব দিতে আগ্রহী ছিল।

সার্জিও লোবেরা মুম্বই সিটির হয়ে লিগ শিল্ড ও আইএসএল উভয়ই জিতেছেন, আবার তত্ত্বাবধানেই এফসি গোয়াও লিগ শিল্ড ও সুপার কাপ খেতাব জেতে। লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল লাল হলুদ। ইস্টবেঙ্গলের কোচ হওয়ার জন্য মৌখিক প্রতিশ্রুতি দিয়েই দিয়েছিলেন এফসি গোয়া, মুম্বই সিটি এফসির প্রাক্তন কোচ।

লোবেরার কোচিং স্টাফ সহ পাঁচ বিদেশির জন্য বিরাট অঙ্কের আর্থিক বাজেটও মেনে নিয়েছিল ক্লাব। সমস্ত কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেও লোবেরার সঙ্গে স্রেফ সই হওয়াই বাকি ছিল। চিনা ক্লাবের তরফ থেকে রিলিজ না পাওয়ার কথা বলে ইস্টবেঙ্গলের তরফ থেকে সময় চেয়ে নিয়েছিলেন। উরুগুয়ান লিগের মন্তেভিডিও এফসির সঙ্গেও ভেতর ভেতর কথা চালাচ্ছিলেন এই স্প্যানিশ কোচ।

তবে এখন মনে করা হচ্ছে লোবেরা হাতছাড়া হয়ে যাওয়ার পর বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করা কোচ কার্লোস কুয়াদ্রতকে নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল। হাবাসের নাম উঠলেও তার সম্ভাবনা খুব বেশি এমন নয়। তবে কে কোচ হবে সেটা জানার জন্য ২-৩ দিন অপেক্ষা করতে হবে সমর্থকদের। এবার ইস্টবেঙ্গল ক্লাবের চ্যালেঞ্জ তাড়াতাড়ি নিজেদের কোচের নাম ঘোষণা করে দেওয়া।