Sukanta Majumdar: বাতিল ডার্বি, স্টেডিয়াম চত্বরে জমায়েত… বড় আবেদন সুকান্ত মজুমদারের

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- বাতিল হয়েছে ডার্বি। তবুও আরজি কর ঘটনার নিন্দায় সল্টলেক স্টেডিয়াম চত্বরে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের জমায়েত ঘিরে বাড়ছে উৎকণ্ঠা। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের কাছে সুকান্ত মজুমদারের বড় আবেদন। সুকান্তর কথায়,’ পুলিশ দিয়ে আরজিকর আন্দোলনকে ঠেকাতে চাইছেন মুখ্যমন্ত্রী ও পুলিশ। দুই দলের সমর্থকদের পক্ষ থেকে আমাকে কেউ যদি ফোন করেন তাহলে আমি স্টেডিয়ামে পৌঁছে তাদের প্রতিবাদ আন্দোলনে পাশে থাকব। একজন ফুটবলপ্রেমী হিসেবে আমি যাব।’

বলাবাহুল্য, আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচ বাতিল করা হয়েছে। যদিও ন্যায় বিচারের দাবিতে অনেকেই জানিয়েছিলেন যে, তারা যুবভারতীর সামনে গিয়ে আরজিকর ঘটনার ন্যায় বিচারের দাবি জানাবেন। যদিও বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ওই এলাকায় ১৬৩ ধারা জারি হয়েছে। কেউ যাতে সেখানে জমায়েত না করে তার আবেদনও জানানো হয়েছে পুলিশের তরফে। যদিও ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একাংশ তারা অনড় স্টেডিয়ামের সামনে জমায়েত হওয়ার বিষয়ে।‌

এই প্রেক্ষাপটে এবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বললেন,’ ছোটবেলা থেকেই আমি ফুটবল কোচিং নিয়েছি। ভেবেছিলাম একজন ফুটবলার হব।‌ কিন্তু তা আর শেষ পর্যন্ত হয়ে ওঠা হয়নি। কিন্তু একজন ফুটবলপ্রেমী হিসেবে কেউ যদি আমাকে ফোন করেন বা আমার অফিসে যোগাযোগ করেন তাহলে আমি স্টেডিয়ামের কাছে যেখানে দুই দলের সমর্থকরা জমায়েত করবেন সেখানে গিয়ে তাদের পাশে থাকবো।’