*দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়া জেলার কিছু অংশের ওপর দিয়ে এই অক্ষরেখা গিয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। কোথাও কোথাও বর্ষার বৃষ্টি আবার কোনকোন জেলায় প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি। 

পাল্টে যাবে দিঘা! বড় উদ‍্যোগ প্রশাসনের

ছুটির দিন বা উইকেন্ডে মানেই ব্যাগ কাঁধে সবাই মিলে কাছেপিঠে কোথাও বেরিয়ে পড়া। বন্ধু-বান্ধব,পরিবার নিয়ে হই হুল্লোড়। কাজের ব্যস্ততায় একটা উইকএণ্ড কাটাতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল।

আর বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা হল দিঘা। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দ দিঘা। বর্তমান সময়ে দিঘায় শুধু মাত্র রাজ্যের বিভিন্ন জেলার পর্যটকেরা নয়, রাজ্য ছাড়িয়ে দেশ, ছাড়িয়ে বিদেশের পর্যটকেরাও দিঘায় আসছে। ফলে দিঘায় পর্যটকদের স্বাচ্ছন্দ দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। ছুটিতে বা পর্যটন মরশুমে দিঘায় আসা পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।