পঁচেটগড় শিব মন্দির

East Medinipur News: মাঠের ফসল শুকনো, অনাবৃষ্টিতে ১০৮ বেলপাতা-কলসির জল! ৫০০ বছরের প্রাচীন এই শিব মন্দিরের কাহিনি অবাক করার মত!

পটাশপুর: পূর্ব মেদিনীপুর জেলার ইতিহাসের নিদর্শন বহু বইতে পাওয়া যায়। এই জেলায় নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ধরনের ইতিহাস। এই জেলায় যে ক’টি রাজবংশ রয়েছে তাদের মধ্যে অন্যতম হল পঁচেটগড় রাজবাড়ি। রাজ্য হেরিটেজ কমিশন স্বীকৃতি লাভ করেছে এই রাজবাড়ি। এই রাজবাড়ির অদূরেই রয়েছে প্রাচীন শিব মন্দির। যার আনুমানিক বয়স প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো। এই মন্দির নির্মাণ করেছিলেন পঁচেট গড় রাজবাড়ির রাজা কালা মুরারিমোহন দাস। এই মন্দিরের কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস ও লৌকিক কাহিনি।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেটগড় রাজবাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন ওড়িশার আটঘর এলাকার বাসিন্দা আদি পুরুষ কালা মুরারিমোহন দাস। তিনি ওড়িশার জগন্নাথ দেবের সামনে নিত্যদিন সঙ্গীত পরিবেশন করতেন তিনি। সেই সঙ্গীতেই মুগ্ধ হয়ে রাজা তাকে মন্দির পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। মন্দিরের পাশে পেয়েছিলেন জমি সেই জমিতে জগন্নাথ দেবের নিত্য সেবার জন্য তুলসি চাষ করতেন। পরবর্তী সময় ঔরঙ্গজেবের এর নজরে পড়ে যান। তাকে বাংলা, বিহার ও তাম্রলিপ্ত বন্দর পরিচালনার দায়িত্ব দেন মুঘল সম্রাট। কাজটি তিনি সূচারুভাবে করায় পটাশপুর এই এলাকার জায়গীর দান করেন সম্রাট ঔরঙ্গজেব।

এলাকার জায়গীর পাওয়ার পর বসবাস শুরু করেন তিনি। রাজা কালা মুরারির মোহন তার রাজকর্মচারীদের থেকে জানতে পারেন ওই এলাকার এক গভীর জঙ্গলের নির্জন যায়গায় উঁচু মাটির ঢিপির ওপর প্রতিদিন কিছু গরু গিয়ে দাড়ায়। তারপর গরু গুলির বাট থেকে দুধ ঝরে পড়ে মাটির ঢিপির ওপর। অলৌকিক এই ঘটনা শুনে তিনি নির্দেশ দেন ওই জঙ্গল কেটে পরিস্কার করতে। তারপর রাজা নিজে দাড়িয়ে থেকে ওই মাটির ঢিপি খনন করেন।

খনন করার সময় মাটির নিচে পরবর্তী সময়ে উদ্ধার হয় শিবলিঙ্গ। খনন কার্যের সময় শিবলিঙ্গটি আঘাত লেগে ভেঙ্গে যায়। এই ঘটনায় চিন্তায় পড়েন রাজা। রাজপুরোহিতের নির্দেশে শিবলিঙ্গের চারপাশে বেনারস থেকে এনে আরও চারটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়। কালামুরারি দাস মহাপাত্র তৈরি করেন পঞ্চেশ্বর মন্দির।

আরও পড়ুন: Ketu Lucky Rashifal: কেতুর বিশাল খেলা শুরু! শয়নে স্বপনে বিশাল অঙ্কের টাকা জাতক-জাতিকাদের হাতে, মার্চ থেকেই আচ্ছে দিন

আরও পড়ুন: Hooghly News: চাষের আলু খুঁড়ে পাতা হচ্ছিল গ্যাসের পাইপ লাইন! বিক্ষোভে গ্রামবাসীরা তারপর…

পঁচেট গড় রাজবাড়ির এই শিব মন্দির নিয়ে আরও একটি কথিত কাহিনি রয়েছে। কথিত আছে এই এলাকায় অনাবৃষ্টি দেখা দিলে। মাঠের ফসল শুকিয়ে যায়। বৃষ্টির জন্য এই শিব মন্দিরে ১০৮ টি বেলপাতা সহকারে পুজো এবং ১০৮ কলসী জল ঢালা হয়। পুজো দেওয়ার পরেই বৃষ্টি নেমে আসে। বর্তমানে রাজবাড়ির এই শিব মন্দিরে শিব চতুর্দশী তিথিতে বহু ভক্তের সমাগম হয়। এই মন্দিরে জল ঢালতে এলাকার অসংখ্য মানুষ। প্রতিবছর শিবরাত্রি থেকে এই মন্দিরে পূজা উপলক্ষে বসে মেলা। বহু ভক্তের সমাগম হয় এই মেলায়।

সৈকত শী