মুন স্যান্ডউইচ 

Easy Sandwich Recipe:পাউরুটি, আলু, ডিম, মেয়োনিজ…সহজ জিনিসে বাড়িতেই চটজলদি বানান ‘চাঁদমামার স্যান্ডউইচ’

স্যান্ডউইচ তো অনেক খেয়েছেন। কিন্তু মুন স্যান্ডউইচ খেয়েছেন কি। না খেয়ে থাকলে এবার বাড়িতে তৈরি করুন এই মুন স্যান্ডউইচ।
স্যান্ডউইচ তো অনেক খেয়েছেন। কিন্তু মুন স্যান্ডউইচ খেয়েছেন কি। না খেয়ে থাকলে এবার বাড়িতে তৈরি করুন এই মুন স্যান্ডউইচ।
এই স্যান্ডউইচ তৈরি করতে লাগবে পাউরুটি, আলু, ডিম, মেয়নিজ, ধনেপাতা, বাটার, চানাচুর ও সস।
এই স্যান্ডউইচ তৈরি করতে লাগবে পাউরুটি, আলু, ডিম, মেয়নিজ, ধনেপাতা, বাটার, চানাচুর ও সস।
প্রথমে পাউরুটিগুলিকে কেটে গোল করে নিতে হবে। এরপর আলু, ডিম, ধনেপাতা কুচি একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণের সঙ্গে মেয়নিজ মেশাতে হবে।
প্রথমে পাউরুটিগুলিকে কেটে গোল করে নিতে হবে। এরপর আলু, ডিম, ধনেপাতা কুচি একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণের সঙ্গে মেয়নিজ মেশাতে হবে।
গোল পাউরুটির টুকরোগুলি মাঝখান দিয়ে কেটে ২ ভাগ করতে হবে। এরপর তৈরি করা মিশ্রণটি মাঝে দিয়ে চাপতে হবে। এভাবে করে ৩ পিস পাউরুটি একসঙ্গে জোড়া লাগাতে হবে।
গোল পাউরুটির টুকরোগুলি মাঝখান দিয়ে কেটে ২ ভাগ করতে হবে। এরপর তৈরি করা মিশ্রণটি মাঝে দিয়ে চাপতে হবে। এভাবে করে ৩ পিস পাউরুটি একসঙ্গে জোড়া লাগাতে হবে।
মুন স্যান্ডউইচের গোলাকার পাশটিতে সস দিয়ে দিতে হবে। তার উপর ছড়িয়ে দিতে হবে চানাচুর। তাহলেই তৈরি হয়ে যাবে মুন স্যান্ডউইচ।
মুন স্যান্ডউইচের গোলাকার পাশটিতে সস দিয়ে দিতে হবে। তার উপর ছড়িয়ে দিতে হবে চানাচুর। তাহলেই তৈরি হয়ে যাবে মুন স্যান্ডউইচ।
এই মুন স্যান্ডউইচ তৈরি করা খুবই সহজ। বাড়িতেই এই ফুড আইটেমটি তৈরি করতে পারেন আপনি।
এই মুন স্যান্ডউইচ তৈরি করা খুবই সহজ। বাড়িতেই এই ফুড আইটেমটি তৈরি করতে পারেন আপনি।