Tag Archives: Recipes

Green Mango Stick Ice Cream: এই গরমে স্বস্তি দিতে বাড়িতে সস্তায় বানিয়ে নিন কাঁচা আমের স্টিক আইসক্রিম, রইল রেসিপি

উত্তর দিনাজপুর: তীব্র তাপদাহে প্রাণ ওষ্ঠাগত। গরম থেকে বাঁচতে বারবার রাস্তায় আইসক্রিম খাচ্ছেন? রাস্তায় কেনা আইসক্রিম নয় বরং এই গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের আইসক্রিম। বাড়ির বাগান থেকে কাঁচা আম তুলে সেই আম দিয়ে বানিয়ে ফেলতে পারবেন কাঁচা আমের আইসক্রিম।

এই আইসক্রিম কিভাবে বানাবেন রইল রেসিপি- প্রথমে আইসক্রিম বানাতে প্রয়োজন কাঁচা আম, চিনি, ব্ল্যাক সল্ট , পুদিনা পাতা কিংবা সবুজ ফুড কালার , সঙ্গে  জল।

প্রথমেই কাঁচা আম পরিমাণ মতো টুকরো টুকরো করে সাইজ করে কেটে নিন। এরপর কাঁচা আমটি পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। তারপর একটি কড়াইয়ে জল গরম করে প্রথমেই সেই জলে কাঁচা আম গুলো ভালভাবে সিদ্ধ করে নিন। কাঁচা আম সেদ্ধ করলেই হলুদ একটা কালার ধারণ করবে। এরপর সেদ্ধ হয়ে গেলে সেই আমটি ভালোভাবে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে কিংবা হাত দিয়ে সামান্য জল দিয়ে চটকে নিন।

আরও পড়ুন – KKR vs MI: মুম্বইয়ের মাঠে মুম্বই বধ শাহরুখের দলের, স্টার্কের আগুনে স্পেলে ছারখার হার্দিকরা

এরপর সেই আমে পরিমাণ মতো পুদিনা পাতা, চিনি, ব্ল্যাক সল্ট দিয়ে ফের একবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। পরে সবুজ ফুড কালার দিয়ে মিশিয়ে নিন। এরপর আইসক্রিম বসানোর ছাঁচে ঢেলে নিন। যখন সেট হয়ে যাবে তখন ফ্রিজ থেকে আইসক্রিমটি বাইরে বের করুন ও পরিবেশন করুন।

এভাবেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন টক-মিষ্টি এই আইসক্রিম। কাঁচা আমে ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণ করে। তাই বাজারজাত আইসক্রিম না কিনে এই গরমে শরীর ঠান্ডা রাখতে বাড়িতেই তৈরি করে নিন কাঁচা আমের আইসক্রিম।

Piya Gupta

Malpua Recipe: হোলির সন্ধ‍্যায় মালপোয়া খেতে ইচ্ছে? বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে, উপকরণ আছে হাতের কাছেই

মালদহ: কথায় আছে খাদ্য রসিক বাঙালি। যেকোনও বাঙালি অনুষ্ঠান পার্বণেই থাকে নানা ধরমের খাবারের সম্ভার। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন খাবারের চল রয়েছে বাংলায়। তেমনি দোল বা হোলি উৎসব উপলক্ষে বাঙালির ঘরে ঘরে মালপোয়া পিঠে খাওয়ারও রেওয়াজ রয়েছে। চিনি গুড় আটা দিয়ে তৈরি মিষ্টি এই পিঠে খেতে একেবারেই ভিন্ন স্বাদের।

হোলি উৎসব উপলক্ষে সাধারণত এই পিঠে  খাওয়া হয়। একসময় বাড়িতে বাড়িতে তৈরি হতো এই মালপোয়া পিঠে। সময়ের সঙ্গে বদলেছে আঙ্গিক। এখন কর্মব্যস্ততায় মানুষের হাতে সময় খুব কম। তাই এখন ঘরে ঘরে মালপোয়া পিঠে খুব কম তৈরি হচ্ছে।

আরও পড়ুন: এক ফোঁটাও তেল লাগবে না! এইভাবে বানিয়ে ফেলুন চিকেন, কোলেস্টেরলের ভয় ছাড়াই জমে উঠুক দোলের খাওয়া দাওয়া

অধিকাংশ মানুষই দোকান থেকে কিনে খাচ্ছেন এই মালপোয়া পিঠে। দোল উৎসব আসলেই দেখা যায় মালদহ শহরের বিভিন্ন মিষ্টি দোকানগুলিতে মালপোয়া তৈরি করে বিক্রি করা হচ্ছে।

বর্তমানে মালদহের বাজারে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পিঠে। বিক্রেতা বাপন কর্মকার বলেন, গত ৫-৬ বছর ধরে বিক্রি করছি। মানুষের হাতে এখন সময় খুব কম তাই দোকান থেকে কিনেই অনেকেই মালপোয়া খাচ্ছেন। দোল বা হলি উৎসব এই মালপোয়া বিক্রি হয়।

তবে আপনি কি জানেন এই মালপোয়া পিঠা তৈরীর পদ্ধতি খুবই সহজ। বাড়িতে সামান্য একটু সময় দিলে আপনিও তৈরি করতে পারবেন এই মালপোয়া।কিভাবে তৈরি হয় এই মালপোয়া পিঠে জেনে নিন। আটা, চিনি, গুড়, সুজি ও কলা এই সমস্ত উপকরণ গুলি প্রয়োজন হয় এই মালপোয়া পিঠা তৈরি করতে। প্রথমে আটার সঙ্গে চিনি গুড় সুজি ও কলা ভাল ভাবে দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। জল দিয়ে পাতলা করতে হবে এই মিশ্রণ।

বেশ কিছুক্ষণ সময় ধরে জলের সঙ্গে সমস্ত উপকরণ গুলিকে একত্রিত করে মেশাতে হবে। কোন উপকরণের দানা অংশ যেন মিশ্রণে না থাকে। তারপর কড়াইয়ে ছাকা তেলে ভাজতে হবে এই পিঠে। গোল গোল করে তেলের মধ্যে দিতে হবে। এই ভাবেই সাধারণত ভাজা হয় মালপোয়া পিঠে। বিক্রেতা বাপন কর্মকার বলেন, প্রথমে আটা চিনি গুড় সুজি ও কলার মিশন তৈরি করে রাখা হয়। একদিন পরে সেটি থেকে মালপোয়া ভাজা হয়।

চিনি ও গুড় দুটোই থাকায় এই পিঠে খেতে একেবারে ভিন্ন স্বাদের হয়। মালপোয়ার মধ্যে পাকা কলা দেওয়ায় স্বাদ একেবারে অন্যর কমের হয়। তাই বাজার থেকে কিনে না খেয়ে আপনিও নিজের বাড়িতে বসে অল্প একটু সময় দিলে এই পিঠে তৈরি করতে পারবেন।

হরষিত সিংহ

Jelly Recipe: দোকানের স্বাদের জেলি বানিয়ে নিন বাড়িতে! রইল সহজ সেরা পদ্ধতি

কমলালেবু আর চিনি দিয়ে তৈরি ঘরোয়া উপায় অরেঞ্জ জেলি যা শিশুদের প্রতিদিনের খাবারের তালিকায় রাখা যেতে পারে নির্ভয়ে…

Dhonepatar Chop Recipe: আর দোকান থেকে কিনতে হবেনা! বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ধনেপাতার চপ! রইল রেসিপি

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: শীত মানেই সুগন্ধি ধনেপাতা। যদিও এখন সব ঋতুতেই এই ধনেপাতা পাওয়া যায়। তবে শীতকালে এই ধনেপাতার টেস্টই যেন আলাদা। যেকোনও রান্না হোক বা ফুচকা বা চাটনির মতো মুখরোচক পদ হোক-তাতে অল্প একটু ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিলেই খাবারে স্বাদ ও সৌন্দর্য বেড়ে যায়। ধনেপাতা দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তবে শুধু চাটনি কিংবা খাবারে নয়, এই শীতে এই ধনেপাতার চপ বানিয়ে বিক্রি করে বিভিন্ন তেলে ভাজার দোকানগুলি।

শীতের সন্ধ্যায় বাজার থেকে ধনেপাতার চপ কিনে না নিয়ে এসে বাড়িতেই সন্ধ্যার টিফিন হোক কিংবা দুপুরের লাঞ্চে বানিয়ে ফেলতে পারবেন ধনে পাতার এই চপ। এই ধনেপাতার চপ বানতে লাগবে ধনেপাতার আঁটি, বেসন, ময়দা, চালের গুঁড়ো, কর্ণফ্লাওয়ার, বেকিং সোডা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালোজিরে,স্বাদমতো নুন ও ভাজার জন্য প্রয়োজনমতো সাদা তেল।

প্রথমে সব উপকরণগুলি এক জায়গায় করে নিতে হবে। তারপর ধনেপাতা বাদে বাকি সব উপকরণ একটি বাটিতে ঢেলে  মিশিয়ে নিতে হবে। বেসন এবং ময়দা ছাঁকনিতে ছেঁকে নিলে ভাল হয় । ধনেপাতাগুলিকে  ধুয়ে জল ঝরিয়ে তারপর লম্বা আকারে কেটে রাখতে হবে। এর পর অল্প অল্প ঠান্ডা জল মিশিয়ে ভাল করে গুলতে হবে। ব্যাটারটি খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। চার – পাঁচটা করে ধনেপাতা নিয়ে ব্যাটারে ভাল করে কোট করে নিতে হবে।

আরও পড়ুন : ভূগোলে স্নাতক হয়েও ফুচকা বিক্রি! সন্ধ্যা নামলেই ভিড় উপচে পড়ছে কোচবিহারের যুবকের দোকানে

এ বার কড়াইতে তেল গরম হলে ডুবন্ত তেলে ধনেপাতার চপ দু’ পিঠ ভাল করে ভেজে তুলে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে কয়েক সেকেন্ডের মাথায় প্রথম পিঠটা যেন ওল্টানো হয়। নইলে পুড়ে যেতে পারে। পরিবেশন করার আগে পেপার ন্যাপকিনের উপর তুলে আলগা তেলটা শুষিয়ে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল মচমচে ধনেপাতার চপ। এ বার পছন্দমতো সস, মুড়ি, চা ইত্যাদির সঙ্গে বা যেভাবে আপনার পছন্দ সেভাবে পরিবেশন করে দিন।