নৃশংস! রক্তে মাখা শরীর, ক্ষত-বিক্ষত সারা দেহ, মহিলার এই অবস্থা কে করল? হাড়হিম ঘটনায় চাঞ্চল্য

Crime news: ভাইকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে! মুর্শিদাবাদের ঘটনায় চাঞ্চল্য

মুর্শিদাবাদ: দাদাদের হাতে খুন হলেন ভাই! মুর্শিদাবাদের সুতির ঘটনায় অভিযোগ অন্তত এমনই। শনিবার রাতে শাবল দিয়ে পিটিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল তাঁরই জেঠু ও জেঠতুতো দাদাদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সুতিতে।

আরও পড়ুন: দুর্গাপুজো পর্যন্ত রাখা হোক কেন্দ্রীয় বাহিনীকে, ‘আক্রান্তদের’ সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে আর্জি শুভেন্দুর

জানা গিয়েছে, সুতি থানা এলাকার লোকাইপুরের বাসিন্দা বাদাম মণ্ডল। তাঁর বাবা স্বপন মণ্ডল এবং জেঠু রমেন মণ্ডলের ১৮ কাঠা জমি রয়েছে। এই জমির  ভাগাভাগি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই ছিল। অভিযোগ, সেই জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে শনিবার রাতে বাদাম মণ্ডলের উপর হামলা চালায় তাঁর জেঠতুতো দাদারা। শাবল এবং ধারালো অস্ত্র দিয়ে খুন করা  হয় তাঁকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন বাদাম। তা নজরে আসতেই বাদামের পরিবারের লোকজন তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রবিবার দুপুরে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।

পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পারে, বাদামের বাবা এবং জেঠুর ১৮ কাঠা জমিকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। শনিবার লোকাইপুর বটতলার মোড়ে রমেন মণ্ডলের ছেলেরা স্বপন মণ্ডলের ছেলে বাদামকে শাবল এবং ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে, তাতেই মৃত্যু হয় বাদামের বলে অভিযোগ। মৃত বাদাম মণ্ডলের মা গায়ত্রী মণ্ডল বলেন, “জমি নিয়ে বিবাদ শুরু হলে শনিবার তার ছেলে বাদাম মণ্ডলের উপর হামালা চালায় তার জেঠতুতো দাদারা। ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে মারা হয় আমার ছেলেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাদাম মণ্ডলের। খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাই মৃত বাদাম মণ্ডলের  মা।