কাল রাজ‍্যে পঞ্চম দফার ভোট!

Heatwave Alert: তৃতীয় দফা নির্বাচনে আরও কড়া কমিশন! তাপপ্রবাহ নিয়ে বিশেষ গাইডলাইন…

কলকাতা: প্রথম ও দ্বিতীয় দফায় তাপপ্রবাহ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের একাধিক গাইডলাইন মানা হয়নি, এবার  তা নিয়ে  ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্কবার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। অষ্টাদশ লোকসভার সাত দফা ভোটের দ্বিতীয় পর্ব ছিল শুক্রবার। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হয় ৮৮টি আসনে। এই তালিকায় ছিল পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটও। তৃতীয় দফা থেকে গরম তথা তাপপ্রবাহ নিয়ে বিশেষ নির্দেশ কমিশনের।

এপ্রিল মাসের তুলনায় মে মাস জুড়ে আরও তাপপ্রবাহ হবে। তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ, আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখতে হবে। বুথগুলোতে সেক্টর অফিসারদের আরও পর্যালোচনা করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে ভোটকর্মীদের সংখ্যা বাড়াতে হবে। ওআরএস, মেডিক্যাল কিটের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। বয়স্কদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন:  ৮০ দিনের মাথায় মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট, কেমন হল ফলাফল? দেখুন এখানে

তৃতীয় দফার ভোটে থাকবে ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মে তৃতীয় দফায় বাংলার ৪ কেন্দ্রে ভোট। ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে।