প্রতীকী ছবি

Lok Sabha Elections 2024: কমিশনের কড়া পদক্ষেপ! ২৪ ঘণ্টার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রচারে নিষেধাজ্ঞা

কলকাতা: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নির্বাচনী সভা থেকে কু-কথা বলার অভিযোগ কমিশনে জানিয়েছিল তৃণমূল৷ সেই কারণেই এ বার পদক্ষেপ করল কমিশন৷ মঙ্গলবার থেকে বিকেল পাঁচটা থেকে ২৪ ঘণ্টার জন্য নির্বাচনের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল৷ অর্থাৎ, তিনি ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না৷ পাশাপাশি, কমিশন স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছে, তিনি যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন৷

এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি আবার পাল্টা বলছেন, মুখ্যমন্ত্রী সন্দেশখালি নিয়ে যা বলেছিলেন, তার প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই কথা বলেছিলেন৷ কমিশনের উচিত সমস্ত দিকে নজর রাখা৷ এই নিয়ে অবশ্য তীব্র আক্রমণ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী দেবাংশু ভট্টাচার্য৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিজেপিতে সকলেই শুভেন্দু অধিকারী৷ মুখ খুললেই নর্দমা৷’

এ বারে একাধিকবার একাধিক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি স্মরণ করিয়ে দিয়েছে কমিশন৷ কড়া পদক্ষেপ করেছে একাধিক ক্ষেত্রে৷ শুধু তাই নয়, রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কিছু পুলিশ আধিকারিকদেরও বদল করেছে কমিশন৷ এখনও পর্যন্ত রাজ্যে সামান্য বিক্ষিপ্ত গোলমাল হওয়া ছাড়া বড় কোনও সমস্যা হয়নি৷

উল্লেখ্য, আগামী শনিবার, ২৫ মে-তে রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন৷ সেই দিনই তমলুক, কাঁথি-সহ একাধিক আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে৷ প্রচারের শেষ লগ্নে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করায় আলোচনা শুরু হয়েছে নির্বাচনী প্রচারের কৌশল নিয়ে৷