কড়া নির্দেশ কমিশনের

Lok Sabha Elections 2024: ষষ্ঠ দফায় নির্বাচনের কথা মাথায় রেখে পুলিশের একাধিক আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন

ষষ্ঠ দফায় নির্বাচন নিয়ে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বদলি করা হয়েছে রাজ্য পুলিশের একাধিক আধিকারিককে। রবিবার নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে এই রদবদলের নির্দেশ দেন।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

বদলির তালিকায় থাকা পুলিশ আধিকারিকদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার  অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস। এ ছাড়াও পূর্ব মেদিনীপুরের দুই থানার ওসিও বদল করা হয়েছে, যার মধ্যে রয়েছে পটাশপুর থানার ওসি রাজু কুন্ডু এবং ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক। পূর্ব মেদিনীপুরের এই এলাকাগুলিতে লোকসভার ভোটগ্রহণ হবে ২৫ মে। ঘটনাস্থলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

নির্বাচন কমিশনের ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে বদল করা পুলিশ আধিকারিকদের যেন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন কোন পদে বদলি করা হয়। উপরোক্ত পদগুলির জন্য বিকল্প আধিকারিকদের নাম চেয়েছে নির্বাচন কমিশন। প্রথম এবং দ্বিতীয় পদের জন্য তিন জন আধিকারিকের বিকল্প নাম চেয়ে পাঠিয়েছে কমিশন। প্রসঙ্গত, এর আগেও পুলিশে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন। ২৫ মে কাঁথি, তমলুক, ঘাটাল-সহ রাজ্যের মোট ৮টি লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা, তার আগেই পুলিশে রদবদল করল কমিশন।