ভবিষ্যতে ফোন বলে কিছু থাকবে না! আসছে ‘অন্য’ যন্ত্র! বড় দাবি এলন মাস্কের

কলকাতা: চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার সফলভাবে মানুষের মস্তিষ্কে চিপ স্থাপন করে এলন মাস্কের নিউরালিঙ্ক। দুর্ঘটনায় ২৯ বছর বয়সী নোল্যান্ড আরবাঘের শরীরের বাঁ দিক সম্পূর্ণ প্যারালাজড হয়ে যায়। ২৮ জানুয়ারি তাঁর মস্তিষ্কে চিপ বসায় এলনের সংস্থা। অস্ত্রোপচারের দু’দিন পরেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন বলে দাবি করা হয়েছে।

অস্ত্রোপচারের ১০০ দিন পর একটি ব্লগ পোস্ট করে নিউরালিঙ্ক। সেখানেই নোল্যান্ড আরবাঘের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে। এলন মাস্কও বিভিন্ন ট্যুইটে নোল্যান্ডের স্বাস্থ্যের খবর এক্স ইউজারদের সঙ্গে ভাগ করে নিতেন। যাইহোক, এখন মাস্ক বলছেন, ভবিষ্যতে ফোন বলে আর কিছু থাকবে না, নিউরালিঙ্কের মাধ্যমেই মানুষ একে অন্যের সঙ্গে যোগাযোগ করবেন।

আরও পড়ুন- সাবধান! WhatsApp-এর কারণে হ্যাকারের পাল্লায় পড়লেই সর্বনাশ, এই ভুলগুলি করবেন না

এক্স প্ল্যাটফর্মে মাস্কের নামে একাধিক প্যারডি অ্যাকাউন্ট চালু রয়েছে। সেরকমই একটি অ্যাকাউন্ট থেকে এলন মাস্কের ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, ফোন হাতে বসে রয়েছেন মাস্ক। তাঁর কপাল থেকে মাথা পর্যন্ত নিউরনের মতো জটিল শিরা উপশিরা।

পোস্টে লেখা হয়েছে, “মস্তিষ্কে নিউরালিঙ্ক চিপ বসানো থাকলে আর টাইপ করতে হবে না, ভাবলেই পোস্ট হয়ে যাবে এক্সে”। এই পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা মাস্ক লেখেন, “ভবিষ্যতে কোনও ফোন থাকবে না। শুধু নিউরালিঙ্ক”। অনেকটা টেলিপ্যাথির মতো।

কম্পিউটার এবং ফোন নিয়ন্ত্রণ করার জন্য স্বেচ্ছায় মস্তিষ্কে চিপ বসাতে চান, এখন এমন ব্যক্তিকে খুঁজছে নিউরালিঙ্ক।

মাস্ক এই বিষয়ে আগে একটি এক্স পোস্টে লিখেছিলেন, “নিউরালিঙ্ক স্বেচ্ছায় অংশগ্রহণকারীদের জন্য আবেদনপত্র গ্রহণ করছে। টেলিপ্যাথি সাইবারনেটিক ব্রেন ইমপ্ল্যান্ট করা হবে। এর ফলে ব্যক্তি শুধু চিন্তার মাধ্যমে ফোন এবং কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রথম অংশগ্রহণকারীর সম্পর্কে বলার জন্য নোল্যান্ডের চেয়ে ভাল আর কেউ নেই”।

আরও পড়ুন- –টিভি কি দেওয়ালে লাগানো আছে? ভুল করছেন না তো? সাবধান!

নিউরালিঙ্ক এক্স প্ল্যাটফর্মে তাঁদের প্রথম অংশগ্রহণকারী অর্থাৎ নোল্যান্ড আরবাঘের ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দ্বিতীয় অংশগ্রহণকারীর খোঁজ চলছে।

লেখা হয়েছে, “মানুষের ক্ষমতার সীমা নতুনভাবে লেখা প্রয়োজন। আপনার যদি কোয়াড্রিপ্লেজিয়া থাকে এবং আপনি আপনার কম্পিউটার নিয়ন্ত্রণের নতুন উপায়গুলি খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি”।