ছেলের অভিনয়ের প্রশংসা বাবার।

Emergency Film Cast: ৪৯ বছর আগের ইতিহাস নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, কঠিন চরিত্রে এই অভিনেতা..

কোডারমা: প্রায় ৪৯ বছর আগের ঘটনা। ১৯৭৫ সালের ২৫ জুন দেশে প্রথমবারের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ ঘটনাটি ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা৷ এবার সেই ঘটনা জায়গা করে নিতে চলেছে চলচ্চিত্রের পর্দায়৷

আসন্ন ছবিটিতে কাদের দেখা যাবে? তালিকায় প্রথমেই উঠে আসবে আকাশ সিনহার নাম৷ তাঁর আরও একটি পরিচয় রয়েছে৷ তিনি কোডারমা সিভিল কোর্টের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট অনিল সিনহার ছেলে৷ ছেলের অভিনয় স্কিল দেখে রীতিমতো মুগ্ধ বাবা৷

আরও পড়ুন : জমিতে আসল DAP-টাই দিচ্ছেন তো! সার আসল না নকল চিনবেন কী করে? এখনই জানুন

আরও চমক রয়েছে। কোন ভূমিকায় দেখা যাবে আকাশকে? লোকাল 18-এর সাথে এক বিশেষ কথোপকথনে অনিল সিনহা জানিয়েছেন, ইমার্জেন্সি-এর উপর হতে চলা সিনেমায় প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের ভূমিকায় দেখা যাবে আকাশকে। এই ছবিতে কঙ্গনা রানাউতকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। রয়েছেন বলিউডের আর এক তারকা অভিনেতা অনুপম খেরকেও। তাঁকে দেখা যাবে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায়।

আরও পড়ুন : ১৫ বছরের চাকরি এবং শেষ বেতন ৭৫,০০০ টাকা হলে কত গ্র্যাচুইটি পাবেন? এই ফর্মুলায় চেক করুন

গত ১০ বছরে, কোডারমার মতো একটি ছোট শহর থেকে এসে আকাশ বেশ ভালই খ্যাতি অর্জন করেছেন৷ বেশ কিছু বিখ্যাত বলিউড পরিচালক, প্রযোজক এবং বড় তারকাদের সাথে কাজ করেছেন তিনি৷ শুধু সিনেমা নয়, অনেক জনপ্রিয় ওয়েব সিরিজেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন আকাশ৷ গ্যাংস অফ ওয়াসিপুর, ইনোসেন্ট, ডক্টর জি, ফটোগ্রাফ, শহীদ, লাঞ্চ বক্স, মহারানি-3, বগা বিচের মতো জনপ্রিয় হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে।

আকাশ ক্রাইম পেট্রোল, সাবধান ইন্ডিয়ার মতো জনপ্রিয় টিভি শো-তেও কাজ করেছেন৷ ছেলের সম্পর্কে বলতে গিয়ে অনিল বলছিলেন, সেন্ট জোসেফ স্কুল থেকে প্রাথমিক শিক্ষার পর, আকাশ ডিএভি পাবলিক স্কুল থেকে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে৷ এরপর পাটনা থেকে ইন্টার আর্টস নিয়ে পড়াশোনা শেষ করে সে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দয়াল সিং কলেজ থেকে স্নাতক হওয়ার পরে, আকাশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় সুযোগ পায়৷

অভিনয়ের ইচ্ছা আকাশের ছোট থেকেই ছিল৷ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় তিন বছর অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেরও প্রশিক্ষণ নেয় সে। কোনও রকম ব্যাকিং ছাড়াও শুধু মাত্র প্রতিভার জোড়ে আকাশ আজ এক পরিচিত মুখ৷

২০১৩-তে পাস আউট করার পর, আকাশ সাবধান ইন্ডিয়া, ক্রাইম পেট্রোল-এও কাজ করেছেন। এগুলি ছাড়াও তিনি একাধিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন। এর মধ্যে বেশ কিছু চলচ্চিত্র জাতীয় পুরস্কার জিতেছে।