Tag Archives: Emergency

Emergency Film Cast: ৪৯ বছর আগের ইতিহাস নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, কঠিন চরিত্রে এই অভিনেতা..

কোডারমা: প্রায় ৪৯ বছর আগের ঘটনা। ১৯৭৫ সালের ২৫ জুন দেশে প্রথমবারের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ ঘটনাটি ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা৷ এবার সেই ঘটনা জায়গা করে নিতে চলেছে চলচ্চিত্রের পর্দায়৷

আসন্ন ছবিটিতে কাদের দেখা যাবে? তালিকায় প্রথমেই উঠে আসবে আকাশ সিনহার নাম৷ তাঁর আরও একটি পরিচয় রয়েছে৷ তিনি কোডারমা সিভিল কোর্টের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট অনিল সিনহার ছেলে৷ ছেলের অভিনয় স্কিল দেখে রীতিমতো মুগ্ধ বাবা৷

আরও পড়ুন : জমিতে আসল DAP-টাই দিচ্ছেন তো! সার আসল না নকল চিনবেন কী করে? এখনই জানুন

আরও চমক রয়েছে। কোন ভূমিকায় দেখা যাবে আকাশকে? লোকাল 18-এর সাথে এক বিশেষ কথোপকথনে অনিল সিনহা জানিয়েছেন, ইমার্জেন্সি-এর উপর হতে চলা সিনেমায় প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের ভূমিকায় দেখা যাবে আকাশকে। এই ছবিতে কঙ্গনা রানাউতকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। রয়েছেন বলিউডের আর এক তারকা অভিনেতা অনুপম খেরকেও। তাঁকে দেখা যাবে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায়।

আরও পড়ুন : ১৫ বছরের চাকরি এবং শেষ বেতন ৭৫,০০০ টাকা হলে কত গ্র্যাচুইটি পাবেন? এই ফর্মুলায় চেক করুন

গত ১০ বছরে, কোডারমার মতো একটি ছোট শহর থেকে এসে আকাশ বেশ ভালই খ্যাতি অর্জন করেছেন৷ বেশ কিছু বিখ্যাত বলিউড পরিচালক, প্রযোজক এবং বড় তারকাদের সাথে কাজ করেছেন তিনি৷ শুধু সিনেমা নয়, অনেক জনপ্রিয় ওয়েব সিরিজেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন আকাশ৷ গ্যাংস অফ ওয়াসিপুর, ইনোসেন্ট, ডক্টর জি, ফটোগ্রাফ, শহীদ, লাঞ্চ বক্স, মহারানি-3, বগা বিচের মতো জনপ্রিয় হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে।

আকাশ ক্রাইম পেট্রোল, সাবধান ইন্ডিয়ার মতো জনপ্রিয় টিভি শো-তেও কাজ করেছেন৷ ছেলের সম্পর্কে বলতে গিয়ে অনিল বলছিলেন, সেন্ট জোসেফ স্কুল থেকে প্রাথমিক শিক্ষার পর, আকাশ ডিএভি পাবলিক স্কুল থেকে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে৷ এরপর পাটনা থেকে ইন্টার আর্টস নিয়ে পড়াশোনা শেষ করে সে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দয়াল সিং কলেজ থেকে স্নাতক হওয়ার পরে, আকাশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় সুযোগ পায়৷

অভিনয়ের ইচ্ছা আকাশের ছোট থেকেই ছিল৷ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় তিন বছর অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেরও প্রশিক্ষণ নেয় সে। কোনও রকম ব্যাকিং ছাড়াও শুধু মাত্র প্রতিভার জোড়ে আকাশ আজ এক পরিচিত মুখ৷

২০১৩-তে পাস আউট করার পর, আকাশ সাবধান ইন্ডিয়া, ক্রাইম পেট্রোল-এও কাজ করেছেন। এগুলি ছাড়াও তিনি একাধিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন। এর মধ্যে বেশ কিছু চলচ্চিত্র জাতীয় পুরস্কার জিতেছে।

Fire Fighting Tips: গরমে আগুন লাগার ঘটনা বেড়ে যায়, তেমনটা হলে কী করবেন? রইল টিপস

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরম পড়তে শুরু করেছে। এই সময় কলকারখানায় বাড়িতে নানান কারণে আগুন লেগে যায়। বিশেষ করে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার অস্বাভাবিক গরমে অনেক সময় ফেটে যায়। এই বিপদ শিল্পাঞ্চলগুলিতে সবচেয়ে বেশি। এমন ঘটনা ঘটলে কী করবেন? দমকল আধিকারিকরা কী পরামর্শ দিচ্ছেন দেখুন।

সম্প্রতি মহেশতলা ও বজবজ ফায়ার ওয়াক্স ক্লাস্টারের উদ্যোগে বজবজ ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই বিষয় এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই এলাকায় অনেকেই বাজি তৈরি করেন। অতীতে এখানকার বাজি কারখানাগুলিতে বেশ কয়েকবার আগুন লেগেছে। তাতে মৃত্যু‌ও হয়েছে অনেকের। সেই ঘটনা যাতে আর না ঘটে তাই গরম পড়তেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

আর‌ও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে যা করলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী! দেখে অবাক সকলে

এই প্রশিক্ষণ নিয়ে পুজালি ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রনজিৎ চক্রবর্তী বলেন, এখন প্রত্যেক বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে। সেখান থেকে বেশি আগুন লাগে। এমন ঘটনায় অগ্নি নির্বাপন ‌যন্ত্রব্যবহার করতে হবে। আর না হলে সাহস করে গিয়ে ভেজা কাপড় দিয়ে সিলিন্ডার চাপা দিতে হবে।

এছাড়াও বাজি প্রস্তুতকারকদের একাধিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে আতশবাজি আ্যসোশিয়েসনের সম্পাদক সুখদেব নস্কর সকলের জন্য একটি ভাল খবর দেন তিনি জানান, খুব শিঘ্রই এলাকায় ক্লাস্টার তৈরি হয়ে যাবে। যার মধ্যে কাজ করবেন বাজি প্রস্তুতকারকরা। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকবে। ফলে এলাকায় আর সহজে আগুন লাগবে না।

নবাব মল্লিক