ENG vs USA: হতশ্রী ইংল্যান্ড, মার্কিনদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারল না সাউথগেটের ছেলেরা

#আল খোর: ইংল্যান্ডের সুযোগ নষ্ট৷ আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ০-০ ড্র করল গ্যারেথ সাউথগেটের ছেলেরা৷ এদিনের খেলা থেকে পুরো পয়েন্ট না পাওয়ায় তারা দ্বিতীয় ম্যাচেই শেষ ষোলয় যাওয়ার সুযোগও হারাল৷ এদিন গ্রুপ বি-র ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সেভাবে প্রভাব বিস্তার করতে ব্যর্থ ইংল্যান্ড৷ সোমবারই তারা ইরানকে হারিয়েছিল ৬-২  গোলে৷ কিন্তু সেদিনের মতো এদিন ম্যাচ জয়ের প্রবল খিদে দেখা যায়নি ইংল্যান্ডের খেলায়৷

অন্যদিকে গোল না পেলেও আল বায়াৎ স্টেডিয়ামে এদিন অনেকটা অংশ ইউএএসে ম্যাচ কন্ট্রোল করলেও গোলমুখ খুলতে পারেনি৷ ফলে এদিন তারাও তিন পয়েন্ট পেতে পারল না৷ এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বার আমেরিকার বিরুদ্ধে ম্যাচে জানদার পারফরম্যান্স দিতে ব্যর্থ হল ইংল্যান্ড৷

 

 

১৯৫০ সালে আমেরিকার কাছে অবিশ্বাস্য হার, তারপর ২০১০- ১-১ ড্রয়ের পর এবার আমেরিকার প্রবল প্রচেষ্টার কাছে ফিকে দেখাল ইংল্যান্ডকে৷ এবারের বিশ্বকাপে ইরানকে উড়িয়ে দিয়ে শুরু করেছিলে ইংল্যান্ড এদিন থ্রি লায়ন্সের সেই উতপ্ত পারফরম্যান্সের পর হঠাৎই জল পড়ে গেল৷

 

আরও পড়ুন –  Anti Aging Tips: ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছে! সাবধান, এই ভুলগুলি ডেকে আনবে মারাত্মক বিপদ!

 

যদিও এদিন ড্রয়ের পরেও নিজেদের পরিস্থিতিকে এতটাও খারাপ পরিস্থিতি করে ফেলেনি যাতে তারা আর টুর্নামেন্টেই এগোতে পারবে না এমনটা নয়৷ এখনও পরস্থিতি তাদের নিয়ন্ত্রণে৷

গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে একটি ড্র হলেও তারা নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে নিতে পারবে৷ আর যদি তারা ওয়েলসকে হারিয়ে যায় তাহলে তারা নিজেদের গ্রুপে এক নম্বরে থেকে শেষ ১৬ তে যেতে পারবে৷

এদিকে আমেরিকা যারা দুটি ম্যাচই ড্র করেছে তারা যদি ইরানের বিরুদ্ধেও ড্র করে তাহলে তারাও শেষ ষোলয় পৌঁছে যেতে পারবে৷

গ্রেগ ব্রি হল্টারের গ্রুপ দ্বিতীয় কনিষ্ঠতম দল এবারের বিশ্বকাপের৷ আমেরিকার থ্যাঙ্কস গিভিংয়ের পর ইংল্যান্ড সেই মুড থেকে বেরোতে পারেনি তারাই খুব বেশি টার্কিতে ডুবে ছিল৷

 

হ্যারি কেন এবং হ্যারি ম্যাগুয়ের নিজের চোট ও অসুস্থতা থেকে সেরে উঠেছেন৷ ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর এদিনই প্রথম ইংল্যান্ড কোনও পরিবর্তন ছাড়া দল মাঠে নামিয়েছিল৷

ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে দাপট দেখিয়ে শুরু থেকে খেললেও এদিন আমেরিকার বিরুদ্ধে সেই লক্ষণ দেখায়নি এবং খেলা শেষ হয় ০-০ গোলে৷