English bazar

West Bengal news: মালদহ শহরে রাস্তা দখলমুক্ত করতে অভিযানে পুরসভা, কড়া ব্যবস্থা অবৈধ পার্কিং নিয়েও

মালদহ: মালদহ শহরে জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইংরেজবাজার পুরসভা। রবিবার সকালে মালদহ শহরের মকদমপুর বাজার সংলগ্ন এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযান চালানো হয় ইংরেজবাজার পুরসভার তরফে। পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে চলে উচ্ছেদ অভিযান।

রাস্তার দুই ধারে বেআইনি পার্কিং এবং সব্জি-সহ অন্যান্য সামগ্রীর  বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। শহরের ব্যস্ততম এই এলাকায় রাস্তার ওপর যানবাহন পার্কিং এবং বাজারের একাংশ চলে আসায় প্রতিদিনই নাজেহাল হচ্ছিলেন শহরবাসী। যানজট পরিস্থিতি তৈরি হয়েছিল। গতি কমেছিল যানবাহনের। মালদহ শহরে জবরদখল সমস্যা দীর্ঘদিনের। প্রশাসন বা পুরসভার নজরদারি একটু আলগা হলেই এর সুযোগ নিয়ে রাস্তায় গড়ে উঠছে অস্থায়ী দোকানপাট। শহরের বহু এলাকায় ব্যবসায়ীদের একাংশের দোকানের জিনিসপত্র সামনে রাস্তা পর্যন্ত চলে আসছে। অনেকে আবার দখল করে ফেলেছেন ফুটপাত। ফলে সাধারণ পথচারীদের চলাফেরাতেও সমস্যায় পড়তে হচ্ছে। শহরের একাধিক ব্যস্ততম রাস্তা এভাবে দিনের পর দিন হয়ে পড়ছে সঙ্কীর্ণ।

আরও পড়ুন: ক্যানের দুধ কিনলে এবার দিতে হবে জিএসটি! কিসের খরচ কমল, কিসেরই বা বাড়ল, শোনালেন অর্থমন্ত্রী

এই পরিস্থিতিতে জবরদখল সরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও পুরসভা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা চওড়া করার পরিকল্পনাও রয়েছে পুরসভার। তারই প্রথম পদক্ষেপ হিসেবে রাস্তা জবরদখল মুক্ত করতে চাইছে পুরসভা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সাফ জানিয়ে দেন, যানজট মুক্ত ও জবরদখল  উচ্ছেদ করার লক্ষ্যে লাগাতার অভিযান চালাবে ইংরেজবাজার পুরসভা। রাস্তা দখল করে অবৈধ পার্কিং বা ব্যবসা বরদাস্ত করা হবে না। মকদমপুর এলাকায় জবরদখল নিয়ে মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল। এই কারণেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , জবরদখল উচ্ছেদ অভিযানের পাশাপাশি মালদা শহরে টোটো নিয়ন্ত্রণেও এবার পদক্ষেপ নেবে প্রশাসন। আগামী বুধবার মালদহ শহরে পুরসভা, প্রশাসন এবং পরিবহন দপ্তর একযোগে সমীক্ষা চালাবে। শহরে ঢোকার কোন কোন রাস্তায় বাইরের টোটো নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।