নদী বাঁচাতে চলছে প্রতীকি খনন

Nadia News: নদীর উৎসস্থল আটকে গেছে মাটিতে! অঞ্জনা বাঁচাতে প্রতীকি খননে প্রতিবাদ পরিবেশকর্মীদের

কৃষ্ণনগর: নদী বাঁচাতে অঞ্জনার উৎসস্থলে অসৎ উদ্দেশে মাটি দিয়ে আটকানো বাঁধ প্রতীকি খনন করে প্রতিবাদ।কৃষ্ণনগরে জলঙ্গী নদীর তীরে, যেখানে অঞ্জনার শুরু, সেখানে সকালে সমবেত হয়েছিল নদী পরিবেশ আন্দোলনের কর্মীরা। তাদের অভিযোগ কিছু অসাধু ব্যক্তি অঞ্জনার উৎস্যস্থল মাটি দিয়ে বন্ধ করে দিয়ে নদীতে জল ঢোকার পথ আটকে দিয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য নদী কর্মীরা সেই মাটি কোদাল দিয়ে প্রতীকি খনন করেন।

আরও পড়ুন: মাত্র আট বছর বয়সী ম্যাজিশিয়ান প্রয়াগ! স্টেজ-শো তে অ্যাসিস্ট্যান্ট তার বাবা মা

ইতিপূর্বেও এমন খনন করা হয়েছিল। কিন্তু প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বারবারই মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহ্বানে এই উদ্যোগে সামিল ছিল জলঙ্গী নদী সমাজ, কৃষ্ণনগর ঐকতান, দোগাছি মৎস্যজীবি সমবায় সমিতি ও কিশোর বাহিনীর নদী বন্ধুরা। নদী কর্মীদের পক্ষ থেকে ডা. কৌশিক সরকার, আমির চাঁদ সেখ, বিশ্বজিত বিশ্বাস, অরিন্দম দেব, সূজয় ঘোষ, দীপক রায় প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কথা বলতে না পারলেও দুর্দান্ত ফুটবল খেলেন কৌশিক, ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পরিবার

উল্লেখ্য অঞ্জনা জলঙ্গি চূর্ণী ইত্যাদি নদীগুলি নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে পরিবেশকর্মীরা। তার কারণ এই নদীগুলি যথেচ্ছ পরিমাণে অপব্যবহারের ফলে দিনের পর দিন দূষিত হয়ে উঠছে। এবং যার ফল ভোগ করতে হচ্ছে মৎস্যজীবী থেকে শুরু করে নদীর উপর ভরসা করে খেটে খাওয়া মানুষজনদের। কখনও নদীর জল বিষাক্ত কিংবা কখনো কালো জলে মাছ মরে ভেসে ওঠার ঘটনা প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে। আর সেই কারণেই লাগাতার একের পর এক নদী বাঁচানোর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে পরিবেশ কর্মীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath