Euro 2020, Netherlands vs Ukraine: অ্যামস্টারডমে লড়াই জমজমাট, ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসল ডাচরাই

ইউক্রেন- (ইয়ারমোলেঙ্কো-৭৫’, ইয়ারেমচুক- ৭৯’)

নেদারল্যান্ডস- (জর্জিনিও উইজনালডাম- ৫২’, ওয়েঘর্স্ট- ৫৮’, ডামফ্রাইস- ৮৫’ )

অ্যামস্টারডম: ঘরের মাঠে ফেভারিট ছিল ডাচরাই ৷ শেষ হাসিও হাসলেন তাঁরাই ৷ তবে হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর ৷ ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করল নেদারল্যান্ডস ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর নেদারল্যান্ডসের হয়ে ম্যাচের ৫২ মিনিটে এদিন প্রথম গোলটি  করেন জর্জিনিও উইজনালডাম ৷ এরপর মিনিট ছয় যেতে না যেতেই দলকে ২-০ গোলে এগিয়ে দেন ওয়েঘর্স্ট ৷

তবে দু’গোল পরপর হজম করেও লড়াই থামাননি ইউক্রেনের ফুটবলাররা ৷ ম্যাচের ৭৫ এবং ৭৯ মিনিটে ইউক্রেনের হয়ে গোলদুটি করেন ইয়ারমোলেঙ্কো এবং ইয়ারেমচুক ৷ তবে সমতায় ফিরলেও এরপর ৮৫ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে জয়সূচক গোলটি করেন ডামফ্রাইস৷ নেটিজেনরা অনেকেই বলছেন, এটাই এখনও পর্যন্ত ইউরো কাপের সেরা ম্যাচ।

২০১৬-র ইউরো এবং ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। প্রায় সাত বছর পর প্রথম সারির কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছিল তারা। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে সবমিলিয়ে হল পাঁচ-পাঁচটি গোল ৷ অন্যদিকে এদিন অন্য একটি ম্যাচে অস্ট্রিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে নর্থ ম্যাসিডোনিয়াকে।