ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে কবে-কখন-কোন দলের খেলা?

ইউরো কাপের শেষ ১৬-য় কোন কোন দেশ? জমজমাট লড়াই, রইল পুরো সূচি

বার্লিন: জমজমাট ইউরো কাপের লড়াই। একদিকে যেমন রোনাল্ডোর পর্তুগাল অখ্যাত জর্জিয়ার কাছে হারল, আরেকদিকে তেমনই ২৪ বছর পর ইউরো কাপের শেষ-১৬-য় উঠল রোমানিয়া।

ইউরোর নক আউটে কোন কোন দেশ খেলবে, তা পরিষ্কার। রাউন্ড অব সিক্সটিন-এর লড়াই হবে আরও জমজমাট। এবার ৬টি গ্রুপে ছিল ২৪টি দল। ২৯ জুন থেকে শুরু হবে ইউরো কাপের শেষ-১৬-র ম্যাচগুলি।

আরও পড়ুন- India vs England: বদলার সেমিফাইনালে দুই অধিনায়কের এত মিল! এই তথ্য অবাক করার মত

ইউরো কাপে এবার সব থেকে বড় চমক রোমানিয়া। গ্রুপ-ই-র শীর্ষে রয়েছে তারা। ২৪ বছর পর ইউরো কাপের শেষ-১৬তে উঠল তারা। রাউন্ড অব সিক্সটিনে তারা খেলবে ডাচদের বিরুদ্ধে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সূচি-

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সৌরভের! কী জানালেন দাদা

ইতালি বনাম সুইজারল্যান্ড ২৯ জুন রাত ৯.৩০
জার্মানি বনাম ডেনমার্ক ২৯ জুন রাত ১২.৩০
ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া ৩০ জুন রাত ৯.৩০
স্পেন বনাম জর্জিয়া ৩০ জুন রাত ১২.৩০
ফ্রান্স বনাম বেলজিয়াম ১ জুলাই রাত ৯.৩০
পর্তুগাল বনাম স্লোভেনিয়া ১ জুলাই রাত ১২.৩০
রোমানিয়া বনাম নেদারল্যান্ডস ২ জুলাই রাত ৯.৩০
অস্ট্রিয়া বনাম তুরস্ক ২ জুলাই রাত ১২.৩০।