রীতিকা হুডা

Reliance Foundation: রীতিকার লক্ষ্য অলিম্পিক পদক, স্বপ্নপূরণে সবরকম সাহায্য করছে রিলায়েন্স ফাউন্ডেশন

মুম্বই: শুরু হয় গিয়েছে প্যারিস অলিম্পিক্সের কাউন্টডাউন। প্রতিযোগিতার শুরুর বাকি এক মাসেরও কম সময়। অন্যান্যবারের মত এবারও ভারতের মহিলা কুস্তিগীরদের থেকে প্রত্যাশা অনেক বেশি দেশবাসীর। ৬টি বিভাগের মধ্যে ৫ জন ভারতীয় মহিলা কুস্তিগীর অলিম্পিক কোটা অর্জন করেছেন। যার মধ্যে একজন হলেন রীতিকা হুডা। রোহতকের বাসিন্দা রীতিকা ৭৬ কেজি ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

মাত্র আট বছর আগে কুস্তি শুরু করা রীতিকা খুব অল্প সময়ে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। যা যে কোনও খেলোয়াড়ের স্বপ্ন। রীতিকার পরিবার এবং কোচ এই কৃতিত্বে খুব খুশি এবং তারা বলে যে ঋতিকা যেভাবে কঠোর পরিশ্রম করেছে তা সত্যিই প্রশংসার। অলিম্পিক্সের মত প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা স্বপ্নপূরণের সমান বলে জানিয়েছেন রীতিকা।

বর্তমানে রিলায়েন্স ফাউন্ডেশন রীতিকাকে তাঁর স্বপ্নপূরণে সবরকমভাবে সাহায্য করছে। যা পেয়ে খুব খুশি তিনি। রীতিকা বলেছেন,”এই খেলার জন্য সমর্থন যে কোনও খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজ তার সাফল্যে রিলায়েন্স ফাউন্ডেশনের বিশাল অবদান রয়েছে।” এছাড়াও রীতিকা হুডার মা ও কোচ মনদীপ বলেছেন, রীতিকা তাঁর খেলার বিষয়ে খুবই সিরিয়াস। কঠোর পরিশ্রম করতে কখনই দ্বিধাবোধ করেন না।”

রিলায়েন্স ফাউন্ডেশন রীতিকা হুডাকে খাদ্য, পুষ্টি এবং ফিজিওথেরাপি ছাড়াও আর্থিক সহায়তা প্রদান করছে। রিলায়েন্স ফাউন্ডেশনের কর্মকর্তারাও খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর নজর রাখছেন এবং তাদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা দিচ্ছেন। রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিনিধি শ্রুতি বলেছেন, তিনি রোহতকে থেকে রীতিকাকে সবরকম সাহায্য করছেন অলিম্পিক্সের প্রস্তুতি ও সাফল্যের জন্য। রীতিকা অলিম্পিক্সে পদক জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তাঁকে নিয়ে আশাবাদী রিলায়েন্স ফাউন্ডেশনও।