লোকসভা নির্বাচনের তিন দফার ভোটে মোট ২৮৩টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।

Lok Sabha Election 2024: ঝড়ে ভোটার বা আধার কার্ড খুইয়েছেন? চিন্তা নেই, কমিশনের এই নিয়মে দিতে পারবেন ভোট

 শীত কাটিয়ে গ্রীস্ম শুরু হতেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে রাজ্যজুড়ে৷ গরম তো থাকছেই, আর তার মধ্যেই কোথাও কালবৈশাখী, কোথাও আবার হঠাৎ ওঠা ঝড়ের দাপটে সব হচ্ছে লণ্ডভণ্ড৷
শীত কাটিয়ে গ্রীস্ম শুরু হতেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে রাজ্যজুড়ে৷ গরম তো থাকছেই, আর তার মধ্যেই কোথাও কালবৈশাখী, কোথাও আবার হঠাৎ ওঠা ঝড়ের দাপটে সব হচ্ছে লণ্ডভণ্ড৷
তার মধ্যেই এসে পড়েছে লোকসভা নির্বাচন৷ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে৷ হাতে আর মাত্র ১০-১১ দিন৷ আর সেই সময়েই একের পর দুর্যোগের ঘটনা ঘটছে৷
তার মধ্যেই এসে পড়েছে লোকসভা নির্বাচন৷ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে৷ হাতে আর মাত্র ১০-১১ দিন৷ আর সেই সময়েই একের পর দুর্যোগের ঘটনা ঘটছে৷
কয়েকদিন আগেই জলপাইগুড়ির বিভিন্ন অংশে টর্নেডোর দাপট দেখা দিয়েছে৷ সেখানে সেই প্রবল ঝড়ের দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিভিন্ন গ্রাম৷ সব হারিয়ে পথে বসতে হয়েছে সাধারণ মানুষকে৷
কয়েকদিন আগেই জলপাইগুড়ির বিভিন্ন অংশে টর্নেডোর দাপট দেখা দিয়েছে৷ সেখানে সেই প্রবল ঝড়ের দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিভিন্ন গ্রাম৷ সব হারিয়ে পথে বসতে হয়েছে সাধারণ মানুষকে৷
ভোটার কার্ড কিম্বা আধার কার্ডও অনেকের খোয়া গিয়েছে৷ এই পরিস্থিতিতে গণতন্ত্রের উৎসবে তাঁরা অংশ নেবেন কী করে? তারই এক সমাধান সূত্র বার করেছে নির্বাচন কমিশন৷ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।
ভোটার কার্ড কিম্বা আধার কার্ডও অনেকের খোয়া গিয়েছে৷ এই পরিস্থিতিতে গণতন্ত্রের উৎসবে তাঁরা অংশ নেবেন কী করে? তারই এক সমাধান সূত্র বার করেছে নির্বাচন কমিশন৷ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।
ভোটার, আধার-সহ ১০টি পরিচয়পত্রের মধ্যে ১টিও না-থাকলে BLO-দের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা।বর্তমানে জলপাইগুড়ির ঘটনায় প্রেক্ষিতে নতুন করে বিষয়টা কার্যকর করতে চলেছে কমিশন, কমিশন সূত্রে খবর।
ভোটার, আধার-সহ ১০টি পরিচয়পত্রের মধ্যে ১টিও না-থাকলে BLO-দের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা।বর্তমানে জলপাইগুড়ির ঘটনায় প্রেক্ষিতে নতুন করে বিষয়টা কার্যকর করতে চলেছে কমিশন, কমিশন সূত্রে খবর।