শোলা শিল্প 

East Bardhaman News: এই গ্রামের ঘরে ঘরে তৈরি হয় দেব-দেবীর অলঙ্কার, শিল্পের নামেই পরিচিতি আজ

পূর্ব বর্ধমান: এই গ্রামের সকলেই যুক্ত শোলা শিল্পের সঙ্গে। শোলা শিল্পের উপরে নির্ভর করেই জীবন জীবিকা অতিবাহিত করেন এই গ্রামের বেশিরভাগ মানুষ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাশি গ্রাম শোলাশিল্পের জন্য দেশজুড়ে বিখ্যাত। প্রতিবছর গ্রামের শোলাশিল্পীরা দেশের বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্গা প্রতিমা বা মণ্ডপ সাজাতে যান। শুধু দূর্গা পুজো নয়, জগদ্ধাত্রী এবং কালীপুজোর জন্যও রমরমা বাজার থাকে এখানকার শিল্পীদের। এখানকার শিল্পীরা শোলার বিভিন্ন ধরনের চাঁদমালা, শোলার উপর চুমকি বা জড়ি বসিয়ে প্রতিমার সাজ নিয়ে পাড়ি দেন ভিন রাজ্যে। আবার ভিনরাজ্যে শোলার সাজের প্যান্ডেলের জন্যও বরাত পান এখানকার শিল্পীরা। প্যান্ডেল অথবা শোলার সাজের জন্য পুজোর অনেক আগে থেকে শিল্পীদের অগ্রিম বায়না দিয়ে দিয়ে রাখে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ।

এই প্রসঙ্গে শোলা শিল্পী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, “এই গ্রামের প্রায় ৬০০ পরিবারেরও বেশি পরিবার শোলা শিল্পের সঙ্গে যুক্ত। এই শিল্পের উপর নির্ভর করেই আমাদের জীবন জীবিকা অতিবাহিত হয়। চার পুরুষ ধরে আমরা এই কাজের সঙ্গে যুক্ত। “পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের অন্তর্গত বনকাপাসি গ্রামের আরেক নাম শোলাগ্রাম। প্রায় আড়াই হাজার মানুষের বেশিরভাগই শোলা শিল্পী। ছোট থেকে বড় সকলেই যুক্ত এই কাজের সঙ্গে । আবার কিছু কিছু পরিবারে মহিলারাও এই কাজে সাহায্য করেন পুরুষদের। জানা গিয়েছে এই শোলার কাজ করতে শিল্পীদের দীর্ঘ পরিশ্রম করতে হয়।

আরও পড়ুন : মাল্টিন্যাশনালের চাকরি ছেড়ে ফল চাষ! মোটা টাকা কামাচ্ছেন এই যুবক

এই প্রসঙ্গে ননীচূড়া ভট্টাচার্য নামের আরওএক শোলা শিল্পী বলেন , “এই কাজে আমাদের খুব পরিশ্রম করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পরিশ্রম করতে হয়। প্রথমে কাঁচা শোলা রোদে শুকিয়ে , তারপর কেটে নিয়ে, সেই শোলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। আমাদের তৈরি কাজ রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও গিয়েছে। আমাদের দুর্গাপুজো থেকে শুরু করে , কালীপুজো, জগদ্ধাত্রী পুজোতে সবথেকে ভাল বাজার থাকে। সেইসময় দারুণ কাজের চাপ থাকে।”

আরও পড়ুন : ধানের জেলায় বিকল্প হিসেবে পেয়ারা চাষের কদর বাড়ছে

বর্তমানে শোলা শিল্প এই বনকাপাসি গ্রামের ঐতিহ্য। এখন দেশ ছড়িয়ে বিদেশেও ভাল খ্যাতি রয়েছে এই গ্রামের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বনকাপাসির শোলার সাজ পাড়ি দেয় বিদেশেও।তবে পরিশ্রম যেরকম হয় সেরকম শোলার কাজ করে ভাল টাকা উপার্জনও করে থাকেন শিল্পীরা।

বনোয়ারীলাল চৌধুরী