‘ওরাই জিতবে…’! গাভাসকারের ভবিষ্যদ্বাণী, কেকেআর জিতবে না এবার আইপিএল!

কলকাতা: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার আইপিএল ২০২৪ সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর কথা মেনে নিলে এবার কেকেআরের চ্যাম্পিয়ন হওয়া হচ্ছে না।

আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও আরসিবি। তবে তার আগেই গাভাসকার এবার আইপিএল চ্যাম্পিয়ন দলের নাম বলে দিলেন।

এবার আইপিএল শিরোপা জিততে পারে আরসিবি। জানিয়েছেন সানি গাভাসকার। আইপিএল ২০২৪-এর প্রথম কোয়ালিফায়ারে কেকেআর হারিয়েছে হায়দরাবাদকে। ফাইনালে উঠেছে নাইটরা।

আরও পড়ুন- নবাগত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের আগে চাপে বাংলাদেশ

আজ যে দল এলিমিনেটর ম্যাচ জিতবে তারা কোয়ালিফায়ার ২-এ হায়দরাবাদের সাথে খেলবে। এর পর ওই ম্যাচে যে দল জিতবে তারা ২৬ মে কেকেআরের সাথে ফাইনাল ম্যাচ খেলবে।

এই ম্যাচগুলোর আগেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার গাভাসকার ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। স্টার স্পোর্টসে কথা বলার সময়, গাভাসকার স্বীকার করেছেন, এবার আরসিবি দল ফাইনালে পৌঁছবে। ওরা শিরোপাও জিতবে।

এক অনুষ্ঠানে গাভাসকারকে জিজ্ঞাসা করা হয়েছিল, এসআরএইচ, কেকেআর, আরআর এবং আরসিবি-র মধ্যে কোন দল শিরোপা জিতবে বলে আপনি কী মনে করেন? গাভাসকার জানান, এবার চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ফাইনালে পৌঁছতে আরসিবিকে প্রথমে রাজস্থানকে এলিমিনেটর ম্যাচে হারাতে হবে। এর পর কোয়ালিফায়ার ২-এ হায়দরাবাদকে হারাতে হবে। অর্থাৎ শিরোপা জিততে হলে আরসিবিকে অন্তত আরও তিনটি ম্যাচ জিততে হবে।

আরও পড়ুন- আইপিএল ২০২৪ ফাইনালে কেকেআর,২ আইয়ারের ব্যাটিং ঝড়ে খড়কুটোর মত উড়ে গেল হায়দরাবাদ

একই সঙ্গে এলিমিনেটর ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন গাভাসকার। তিনি বলেন, “রাজস্থান এখন চার-পাঁচটি ম্যাচ হেরেছে। ওরা শেষ ম্যাচেও খেলতে পারেনি। অনুশীলনের বাইরে। এলিমিনেটর ম্যাচ একতরফা হতে পারে, আরসিবি জিততে পারে।”