IPL 2025: মুম্বইয়ের হয়ে আর আইপিএল খেলবেন না রোহিত শর্মা? অনুমান ভারতের প্রাক্তন ক্রিকেটারের

মুম্বই: আইপিএলের এই মরসুমটা একদমই ভাল যায়নি রোহিত শর্মার। মরসুমের শুরুতেই গুজরাত থেকে মুম্বইতে ফিরিয়ে আনা হয় হার্দিক পান্ডিয়াকে। পরে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হয়। ফল কিছুই হয়নি, সবার শেষে মরসুম শেষ করেছে মুম্বই।

পাশাপাশি কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচে রোহিত শর্মার ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরেও হইচই পড়ে যায়। জল্পনা ছড়ায়, রোহিত নাকি আগামী মরসুমে মুম্বই ছেড়ে কলকাতায় ফিরতে পারেন। এ বার আইপিএল শেষ হওয়ার পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন রোহিত শর্মা আগামী বছর আর মুম্বইতে ফিরবেন না। সামনের বছর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম, তখন রোহিত কি মুম্বইতে থাকবেন?

আরও পড়ুন: ১৯৯৯ সালে ভারতের ‘বিশ্বাস’ ভেঙেছিল পাকিস্তান, ২৫ বছর পর ভুল স্বীকার নওয়াজ শরিফের

চলতি মরসুমে ৪১৭ রান করেছেন রোহিত শর্মা, গড় ছিল ৩২.০৭, স্ট্রাইক রেট ছিল ১৫০। এ বার দেশের জার্সিতে অধিনায়ক রোহিত এবং সহ অধিনায়ক পান্ডিয়া। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলকে বলেন, “আমার মনে হয় রোহিত মুম্বইয়ের জার্সিতে ওর শেষ ম্যাচ খেলে ফেলেছে। ও হয়তো নিজে থেকেই মুম্বই ছাড়বে বা ওর দল ওকে রাখবে না”।

আকাশ চোপড়া আরও বলেন, “কোনও না কোনও ভাবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের বিচ্ছেদ হবেই। আমার মনে হয় না রোহিতকে আর মুম্বইয়ের জার্সিতে দেখা যাবে। এটা আমার ধারণা, আমি ভুলও হতে পারি কিন্তু রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে আর পরের মরসুমে খেলবে না”।