কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ 

Exclusive First Look: সকাল সকাল এক্সক্লুসিভ প্যান্ডেল দর্শন, কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের মণ্ডপের প্রথম ছবি!

হাতে গোনা দিন বাকি দুর্গাপুজোর। তার আগেই দেখে নিন বছর সেরা কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এবছরের পুজো মন্ডপের প্রথম লুকস! ইতিমধ্যেই এই মন্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
হাতে গোনা দিন বাকি দুর্গাপুজোর। তার আগেই দেখে নিন বছর সেরা কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এবছরের পুজো মন্ডপের প্রথম লুক! ইতিমধ্যেই এই মন্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা বেশ কয়েক বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব।
তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা বেশ কয়েক বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব।
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এ বছরেও তার অন্যথা হয়নি
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এ বছরেও তার অন্যথা হয়নি
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হয়েছে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হয়েছে, যার উচ্চতা প্রায় ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মত প্রশস্ত।
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হয়েছে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হয়েছে, যার উচ্চতা প্রায় ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মত প্রশস্ত।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
শুধু মণ্ডপের বাইরেও নয়, ভিতরেও রয়েছে নানা রকম কারোকার্য ও শিল্পের ছোঁয়া। মন্ডপ দেখতে ইতিমধ্যেই মন্ডপের বাইরে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
শুধু মণ্ডপের বাইরেও নয়, ভিতরেও রয়েছে নানা রকম কারোকার্য ও শিল্পের ছোঁয়া। মন্ডপ দেখতে ইতিমধ্যেই মন্ডপের বাইরে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।