ভারত-চিন দ্বি পাক্ষিক সম্পর্ক নিয়ে টোকিওতে বক্তব্য রাখলেন জয়শঙ্কর (Image: Reuters)

Relationship With China Not Good: চিনের সঙ্গে সম্পর্ক ভাল নেই, টোকিওর বৈঠকে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য এস জয়শঙ্করের

টোকিও: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ টোকিওতে চতুর্দশ বিদেশ মন্ত্রীদের বৈঠকে তিনি দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলার সময় এই বক্তব্য রাখেন৷

কোভিডের পর থেকেই চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছে৷ সীমান্ত সমস্যা নিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা জারি থাকলেও তা খুব একটা ফলপ্রসু হয়নি৷

গালওয়ান উপত্যকার সংঘর্ষের কথা উল্লেখ করে বলেছেন, ‘‘চিনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভাল চলছে না৷ ২০২০ সালের পর থেকেই এই সমস্যা বৃদ্ধি পায়৷ সেই সময় চিনের একটা বড় বাহিনী সীমান্ত এলাকায় চলে এসেছিল৷ সেই সময় দু’দেশের মধ্যে সং সেনাবাহিনীর মধ্যে একটা সংঘর্ষ হয়, তাতে উভয়পক্ষেরই সেনা মারা যায়৷’’

তিনি বলেছেন তার পর থেকে বারবার সমস্যার মেটানোর চেষ্টা করলেও, সমস্যা এখনও মেটেনি৷ তিনি মন্তব্য করেছেন, ‘‘চীনের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ভাল নয়৷ স্বাভাবিক তো একেবারেই নয়৷’

তবে তিনি বলেছেন ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার জন্য তৃতীয় কোনও দেশের সাহায্যের কোনও দরকার নেই৷ তাঁর বক্তব্য উভয়দেশকেই আলোচনা ও কুটনীতির মাধ্যমে সমাধানের রাস্তায় আসা উচিত৷