Tag Archives: Foreign Affairs

Relationship With China Not Good: চিনের সঙ্গে সম্পর্ক ভাল নেই, টোকিওর বৈঠকে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য এস জয়শঙ্করের

টোকিও: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ টোকিওতে চতুর্দশ বিদেশ মন্ত্রীদের বৈঠকে তিনি দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলার সময় এই বক্তব্য রাখেন৷

কোভিডের পর থেকেই চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছে৷ সীমান্ত সমস্যা নিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা জারি থাকলেও তা খুব একটা ফলপ্রসু হয়নি৷

গালওয়ান উপত্যকার সংঘর্ষের কথা উল্লেখ করে বলেছেন, ‘‘চিনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভাল চলছে না৷ ২০২০ সালের পর থেকেই এই সমস্যা বৃদ্ধি পায়৷ সেই সময় চিনের একটা বড় বাহিনী সীমান্ত এলাকায় চলে এসেছিল৷ সেই সময় দু’দেশের মধ্যে সং সেনাবাহিনীর মধ্যে একটা সংঘর্ষ হয়, তাতে উভয়পক্ষেরই সেনা মারা যায়৷’’

তিনি বলেছেন তার পর থেকে বারবার সমস্যার মেটানোর চেষ্টা করলেও, সমস্যা এখনও মেটেনি৷ তিনি মন্তব্য করেছেন, ‘‘চীনের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ভাল নয়৷ স্বাভাবিক তো একেবারেই নয়৷’

তবে তিনি বলেছেন ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার জন্য তৃতীয় কোনও দেশের সাহায্যের কোনও দরকার নেই৷ তাঁর বক্তব্য উভয়দেশকেই আলোচনা ও কুটনীতির মাধ্যমে সমাধানের রাস্তায় আসা উচিত৷

East Asia Summit: যুদ্ধ নয়, কুটনীতি ও আলোচনাই একমাত্র শান্তি স্থাপন করতে পারে, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এস জয়শঙ্কর

লাওস: ২৭ জুলাই, ভারতের বিদেশমন্ত্রী লাওসের ভিয়েনতিয়েন ন্যাশানাল কনভেনশন সেন্টারে ৫৭ তম আসিয়ান বিদেশদের মন্ত্রীদের বৈঠকে যোগ দেন৷

বৈঠকে এস জয়শঙ্কর ১৪ তম পূর্ব এশিয়া সম্মেলনে ভারতের অবস্থান নিয়ে কথা বলার সময়, পৃথিবীর দুই প্রান্তের যুদ্ধরত দেশের বিষয় নিয়ে মুখ খোলেন৷ তিনি সেখানে কুটনীতির মাধ্যমেই সমস্যা সমাধান করা উচিত বলে মন্তব্য করেন৷

আরও পড়ুন:‘সেফ জোন’ খান ইউনিসেও ইজরায়েলের হামলা, গাজায় ফের আশ্রয়চ্যুত ১ লক্ষ ৮০ হাজার জন

গাজা ভূখণ্ডে ক্রমাগত ইজরায়েলের আগ্রাসনের সময় তিনি যুদ্ধের বদলে আলোচনা ও কুটনীতিকেই অগ্রাধিকার দিয়েছেন৷ ভারতীয় বিদেশ মন্ত্রী এই প্রসঙ্গে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গও তুলেছেন৷

আরও পড়ুন: গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস

সোভিয়েত-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মোদি ইউক্রেন সফরে যাবেন৷ এই পরিস্থিতিতে জয়শঙ্কর সমস্যা মেটানোর জন্য কুটনীতিকেই প্রধান্য দিয়েছেন৷

তাঁর মতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সংঘর্ষের আবহে শান্তি স্থাপনের চেষ্টা করা দরকার৷ তবে তিনি ‘রেড সি’তে পণ্যবাহী জাহাজের উপর হামলার ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছে৷

গাজার উদ্বাস্তুদের জন্য ১৫ জুলাই জাতিসংঘের ত্রাণ কার্যে ভারত ২.৫ মিলিয়ন অর্থ সাহায্য করেছে৷ গাজার উদ্বাস্তুদের জন্য ভারত মোট ৫ মিলিয়ন অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন৷

যদিও ২০২২ সালে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের কোনও নিন্দা ভারতসরকার করেনি৷ বরং বারবার আলোচনা আর কুটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন৷ মোদির ইউক্রেন সফরের প্রাককালে জয়শঙ্করের এই উক্তি ইউক্রেন কী চোখে দেখবে তাই দেখার

Narendra Modi: তৃতীয় মেয়াদে জয়ের পর প্রথম বিদেশ সফর, G7 সামিটে যোগ দিতে ইতালি যাচ্ছেন মোদি, বৈঠক করবেন বাইডেনের সঙ্গে

নয়াদিল্লি: ১৩ এবং ১৪ জুন ইতালিতে শুরু হচ্ছে G7 শীর্ষ সম্মেলন। সেখানে যোগ দিতে আজ বৃহস্পতিবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মোদির এটাই প্রথম বিদেশ সফর হতে চলেছে।

সামিটে আউটরিচ কান্ট্রি হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান এবং ফ্রান্সের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।

শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ G7 নেতাদের সঙ্গে মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন বলে জানা গিয়েছে। বুধবার মার্কিন মুলুকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইতালিতে G7 শীর্ষ সম্মেলনের পর বাইডেন ও মোদি “একে অপরের মুখোমুখি হতে পারেন”।

আরও পড়ুনNarendra Modi: ‘পরিবার হিসাবে আমরা অটুট ছিলাম, অটুট থাকব’,নেতা-সমর্থকদের নামের পাশ থেকে ‘মোদি কি পরিবার’ সরানোর অনুরোদ প্রধানমন্ত্রীর

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সুলিভান বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর (বাইডেন) দেখা হবে বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে গোটাটাই ভারতীয়দের উপর নির্ভর করছে। তবে আমাদের প্রত্যাশা হল, দুজন একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ সময় খুব কম”।

অন্য দিকে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা নয়াদিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, মোদি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম বিদেশ সফরে ইতালি যাবেন। প্রধানমন্ত্রীর সফরের আগে ইতালিতে খালিস্তানি দলগুলো গান্ধী মূর্তি ভাংচুর করেছে। মূর্তির গায়ে হরদীপ সিং নিজ্জরের নাম বিতর্কিত স্লোগানও লেখা হয়। বিষয়টা ইতালি সরকারকে জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বিনয় বলেন, “মহাত্মা গান্ধীর মূর্তি ভাংচুর নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে আমাদের। পুরো রিপোর্ট আমরা দেখেছি। ইতালি কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হয়েছে। এই বিষয়ে ইতালি সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে”। মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দেখা করবেন বলে নিশ্চিত করেছেন বিনয়। তবে দ্বিপাক্ষিক এবং অন্য নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। এয়ার ফোর্স ওয়ান-এ সুলিভান সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের ফলাফল এবং তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য প্যারিসে থাকাকালীন বাইডেন ফোনে মোদির সঙ্গে কথা বলেছেন এবং অভিনন্দন জানিয়েছেন।

 

Kuwait: প্রবাসীদের জন্য অ্যামনেস্টি স্কিম ঘোষণা কুয়েত সরকারের; তারপর থেকেই তুঙ্গে উঠেছে ভারতীয় দূতাবাসের ব্যস্ততা

কুয়েত সিটি: সম্প্রতি অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা স্কিমের কথা ঘোষণা করেছে কুয়েত সরকার। এরপর থেকেই অসংখ্য অনুসন্ধান সংক্রান্ত আবেদন জমা পড়তে থাকে কুয়েতের ভারতীয় দূতাবাসে। সোমবারই দূতাবাসের তরফে বলা হয়েছে যে, অন্যান্য কনস্যুলার পরিষেবাগুলি বজায় রাখার পাশাপাশি জরুরি শংসাপত্র এবং পাসপোর্ট ইস্যু করার বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট করে দূতাবাস জানিয়েছে যে, “অন্যান্য কনস্যুলার পরিষেবাগুলি পরিচালনা করার পাশাপাশি জরুরিকালীন সার্টিফিকেট এবং পাসপোর্ট ইস্যু করার বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে। ভ্রমণ নথি প্রদানের প্রক্রিয়ায় পরিবর্তনের ক্ষেত্রে পরামর্শ জারি করা হবে। এখানেই শেষ নয়, দু’টো নম্বরও দেওয়া হয়েছে, যার মাধ্যমে সাহায্য চাইতে পারবেন ভারতীয়রা। আর সেই নম্বর দু’টি হল +965 65501767 এবং +965 65501769।

আরও পড়ুন– গলির সরু দোকান থেকে মশলা জগতের সম্রাট; বছরে ৩৭০ কোটি প্যাকেট বিক্রি, বিজ্ঞাপন করেন অমিতাভ-শাহরুখ

আসলে কুয়েতে বসবাসকারী আইন লঙ্ঘনকারীদের জন্য তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রক। সেই অ্যামনেস্টি স্কিমের আওতায় দেশে বেআইনি ভাবে বসবাসকারী প্রবাসীরা এখন জরিমানা প্রদান করে এবং নতুন বাসস্থান গ্রহণ করে কিংবা জরিমানা ছাড়াই দেশ ছেড়ে চলে যাওয়ার মাধ্যমে নিজেদের অবস্থা সংশোধন করতে পারবেন।

আরও পড়ুন– গমের ক্ষেতে রাতারাতি গজিয়ে উঠল পাহাড় ! বিশ্বের কাছে গোপন করেছিল জাপান, কীভাবে সামনে এল?

এই স্কিম কার্যকর হয়েছে গত ১৭ মার্চ থেকে। আর তা জারি থাকবে আগামী ১৭ জুন পর্যন্ত। যাঁরা বেআইনি ভাবে কুয়েতে বসবাস করছেন, তাঁরা প্রতিদিন ২ কেডি (কুয়েতি দিনার) সর্বাধিক ৬০০ কেডি জরিমানা দিয়ে নিজেদের স্টেটাস রেগুলারাইজ করতে পারেন।

তবে যাঁরা এই জরিমানা প্রদান করতে পারবেন না, তাঁরা কোনও জরিমানা ছাড়াই যে কোনও একজিট পয়েন্ট দিয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। তবে ফের ওই দেশে ফেরার ক্ষেত্রে তাঁদের নতুন কিছু নিয়ম মানতে হবে। কুয়েত সরকার জানিয়েছে যে, এই সমস্ত নির্দেশ না মানলে আইনি শাস্তি এবং নির্বাসনের মুখে পড়তে হবে। যেসব বাসিন্দারা প্রশাসনিক বাধা-বিপত্তি অথবা আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তাঁরা পর্যালোচনার জন্য রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে আবেদন জানাতে পারেন।