Tag Archives: covid

Relationship With China Not Good: চিনের সঙ্গে সম্পর্ক ভাল নেই, টোকিওর বৈঠকে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য এস জয়শঙ্করের

টোকিও: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ টোকিওতে চতুর্দশ বিদেশ মন্ত্রীদের বৈঠকে তিনি দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলার সময় এই বক্তব্য রাখেন৷

কোভিডের পর থেকেই চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছে৷ সীমান্ত সমস্যা নিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা জারি থাকলেও তা খুব একটা ফলপ্রসু হয়নি৷

গালওয়ান উপত্যকার সংঘর্ষের কথা উল্লেখ করে বলেছেন, ‘‘চিনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভাল চলছে না৷ ২০২০ সালের পর থেকেই এই সমস্যা বৃদ্ধি পায়৷ সেই সময় চিনের একটা বড় বাহিনী সীমান্ত এলাকায় চলে এসেছিল৷ সেই সময় দু’দেশের মধ্যে সং সেনাবাহিনীর মধ্যে একটা সংঘর্ষ হয়, তাতে উভয়পক্ষেরই সেনা মারা যায়৷’’

তিনি বলেছেন তার পর থেকে বারবার সমস্যার মেটানোর চেষ্টা করলেও, সমস্যা এখনও মেটেনি৷ তিনি মন্তব্য করেছেন, ‘‘চীনের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ভাল নয়৷ স্বাভাবিক তো একেবারেই নয়৷’

তবে তিনি বলেছেন ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার জন্য তৃতীয় কোনও দেশের সাহায্যের কোনও দরকার নেই৷ তাঁর বক্তব্য উভয়দেশকেই আলোচনা ও কুটনীতির মাধ্যমে সমাধানের রাস্তায় আসা উচিত৷

Akshay Kumar To Miss Marriage: অনন্ত-রাধিকার বিয়েতে নিমন্ত্রণ রাখছেন সবাই, শুধু যে কারণে আসতে পারলেন না অক্ষয়…

মুম্বই: অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে তারাদের হাট। দেশ বিদেশের তারকারা রয়েছেন নিমন্ত্রিতের তালিকায়। বিয়ের দিন ১২ জুলাই সকলেই প্রায় এসে পড়েছেন। শুধু আসতে পারলেন না বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অনন্ত তাঁকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাও কেন আসতে পারলেন না ‘খিলাড়ি’?

সম্প্রতি এক সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন অক্ষয়। তাই তিনি আসতে পারবেন না অনন্ত-রাধিকার বিয়ের আসরে। অক্ষয়ের এক ঘনিষ্ঠ ব্যক্তির কথায়, “শেষ ছবি ‘সরফিরা’র প্রচার চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন অক্ষয়। তাঁর দলের কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন আগেই। তাই অক্ষয় নিজেও স্বাস্থ্যপরীক্ষা করান। তাতে কোভিড পজিটিভ আসে তাঁরও। এর পরই তিনি না আসতে পারার কথা জানিয়ে দেন।” দুঃখ পেলেও অক্ষয়ের এই সিদ্ধান্তকে কুর্নিশ করেন সকলে। তিনি না জেনে চলে এলে নিমন্ত্রিতদের সকলেই এমনকি আম্বানি পরিবারেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা দেখা দিত।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

কয়েক সপ্তাহ আগে,অনন্ত আম্বানিকে অক্ষয়ের বাড়িতে ব্যক্তিগতভাবে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে দেখা গিয়েছিল। মার্চ মাসে অনুষ্ঠিত প্রাক-বিবাহের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অক্ষয়। এবার বিয়ের দিন তারকাদের ভিড়ে তাঁকে চোখে হারাবেন সকলেই। অন্যান্য বলিউড তারকাদের মধ্যে উপস্থিত থাকছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, সলমন খান, আমির খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।

কিমকে দেখে হুড়োহুড়ি মুম্বই বিমানবন্দরে, কী করলেন হলিউড তারকা?

অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১২ জুলাই। বর কনের পোশাকের ধরন ভারতেরই সাবেকি ঐতিহ্য অনুযায়ী। ১৩ জুলাই শুভ আশীর্বাদ। এদিনের পোশাক হবে ফরমাল ইন্ডিয়ান। এর পর ১৪ জুলাই, মঙ্গল উৎসব বা বউভাত। এদিনের পোশাক জাঁকজমকপূর্ণ। বিয়ের সব ক’টি অনুষ্ঠানই আয়োজিত হবে জিও ওয়ার্ল্ড সেন্টার বা বিকেসিতে।

Covid Vaccine: করোনা টীকায় পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, আদালতে স্বীকার করে নিল ‘অ্যাস্ট্রোজেনেকা’

লন্ডন:  করোনা টীকায় পার্শ্বপ্রতিক্রিয়া আছে, আদালতে স্বীকার করে নিল ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ‘অ্যাস্ট্রোজেনেকা’। ভ্যাক্সিন দেওয়ার ফলে মানব শরীরে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত একটি বিরল সমস্যা দেখা দিতে পারে, মেনে নিল সংস্থা। গত ফেব্রুয়ারিতে ইউকে-র আদালতে জমা দেওয়া এক নথিতে ‘অ্যাস্ট্রোজেনেকা’ জানিয়েছিল, তাদের তৈরি করা কোভিড ভ্যাক্সিনের কারণে অতি বিরল রোগ ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ (টিটিএস)-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। এই রোগে আক্রান্ত হলে রক্তে প্লেটলেটস-এর পরিমাণ পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই প্রতিষেধক তৈরি করেছিল সংস্থাটি। কোভিশিল্ড ছাড়াও ভ্যাক্সেজেরিয়া নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল ওই সংস্থা। তবে ভারতে কোভিশিল্ড-ই বেশি ব্যবহৃত। এই প্রথমবার নয়। এর আগেও কোভিশিল্ড ভ্যাক্সিনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া সামনে আসে, ডাক্তারি পরিভাষায় যাকে বলে ভ্যাকসিন-ইনডিউসড ইমিউন থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়া (VITT)।

অসুস্থ মা দরজার বাইরে খাবারের সঙ্গে পেলেন ছেলের লেখা একটি মিষ্টি চিঠি

ইন্টারনেটে মন ছুঁয়ে যাওয়ার মতো অনেক ভিডিও আমাদের সামনে উঠে আসে। শিশুদের বিভিন্ন ধরণের ভিডিও আমাদের হাসির কারণ হয়ে ওঠে। তাদের হাসিকান্না, গান বাজনা এবং পশুপ্রাণীদের প্রতি ভালোবাসার বহু ভিডিও শিশুদের মনের নির্মলতা, নিঃস্বার্থকতা , স্নেহশীলতা এবং যত্নশীলতাকে ফুটিয়ে তোলে।

মায়ের প্রতি শিশুদের ভালোবাসা চিরদিনের। মা যেমন প্রতি ক্ষেত্রে নিজের সন্তানের সঙ্গে কখনও ছাড়েনা, ঠিক একইভাবে মায়ের দুর্দিনে তার সন্তান সবসময় পাশে থাকে। যে কোন কঠিন মুহূর্তে সন্তানের কাছ থেকে পাওয়া ভালোবাসা একজন মায়ের কাছে ম্যাজিকের মতো কাজ করে। এতে দুজনের একে ওপরের প্রতি ভালোবাসা এবং সম্পর্ক আরও বেশি গভীর এবং মজবুত হয়ে ওঠে। এইরকমই একটি ঘটনা সম্প্রতি নেট দুনিয়াতে সকলের মন জয় করে নিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা গেছে , একটি বাচ্চা ছেলে তার কোভিড আক্রান্ত মাকে খাবার দিতে গিয়ে দরজার বাইরে রেখে এসেছিল একটি ছোট্ট মিষ্টি চিঠি যা সমগ্র নেটদুনিয়াকে আবেগপ্রবণ করে তুলেছে। শিশুটির মা সেই খাবারের ছবি সহ তার ছেলের লেখা চিঠিটি টুইটারে শেয়ার করেছেন।

ইরিন রিড নামে একজন টুইটার ব্যবহারকারী দুটি ছবি সহ এই ঘটনাটি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন “আমি কোভিড-এ অসুস্থ , দেখুন আমার ছেলে আমার জন্য কী তৈরি করেছে। আমার বেডরুমের দরজার ঠিক বাইরে টেবিলে একটি খাবারের পাত্রের সঙ্গে একটি ছোট্ট মিষ্টি চিঠি রেখে দিয়েছে । “

একটি ছবিতে পালং শাকের পাতায় ভরা একটি বাটি দেখা যাচ্ছে যা গ্রেট করা পনির দিয়ে সাজানো এবং অন্য একটি ছবিতে তার ছেলের কাছ থেকে পাওয়া নোটটি শেয়ার করেছেন । “আমি তোমার জন্য এই খাবারটা তৈরি করেছি! যদি এটি নিখুঁত না হয় তবে আমি দুঃখিত। খাবারটা দেখ। ”
চিঠিটি পড়লে বোঝা যায় যে ওই শিশুটি তাদের মায়ের প্রতি কতটা যত্নশীল। মায়ের কোভিড হয়েছে দেখে সে নিজেই মায়ের জন্য খাবার বানাতে চেষ্টা করেছে এবং একটি ছোট্ট চিঠি লিখে আগে থাকতেই মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যে যদি তার হাতে বানানো খাবারটি সুস্বাদু না হয় তাহলে যেন মা তাকে ক্ষমা করে দেয়। শিশুটির মনের সরলতা সমস্ত নেটিজেনদের মন উষ্ণ অনুভূতিতে ভরিয়ে দিয়েছে।
পোস্টটি এখানে দেখুন-


দুটি ছবিসহ পোস্টটি শেয়ার হওয়ার পর থেকে ২. ৯ মিলিয়নেরও বেশি ভিউস এবং ৮২. ৩ হাজারের মতো লাইকস অর্জন করেছে। শুধু তাই নয় , সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শিশুটির প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন।

একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন “দারুণ কাজের যুবক! তোমার মা তোমাকে নিয়ে গর্বিত।” হাততালির ইমোজির সঙ্গে অন্য একজন লিখেছেন “বাচ্চারা এতো বেশি মিষ্টি হয় যে আমি ডিল করতে পারি না,” তৃতীয় একজন মন্তব্য করেছেন “এটি সবচেয়ে মিষ্টি জিনিস।”