কেন পরকীয়ায় মজেছে সঙ্গী?

Extra Marital Affair:পরকীয়ায় কেন মজে মন? বিয়ের বাইরে প্রেম মানেই কি দাম্পত্যে ভাঙন? নাকি এতেই মঙ্গল? জানুন

পরকীয়ায় সংসার বানভাসি হওয়ার উদাহরণ ভূরি ভূরি। আবার অনেকে ভারসাম্য রাখার চেষ্টাও করেন। সংসার বা প্রেম কোনওটাকেই ছেড়ে যেতে চান না।
পরকীয়ায় সংসার বানভাসি হওয়ার উদাহরণ ভূরি ভূরি। আবার অনেকে ভারসাম্য রাখার চেষ্টাও করেন। সংসার বা প্রেম কোনওটাকেই ছেড়ে যেতে চান না।

 

বিয়ের পর অন্য সম্পর্ক কেন হয়, তার কারণ নিয়ে বহু দিন ধরেই কাঁটাছেড়া চলছে। কিন্তু পরকীয়ারও রকমফের হয়, তাঁর ইউটিউব চ্যানেলে বলছেন মনোবিদ নেহা মেহতা।
বিয়ের পর অন্য সম্পর্ক কেন হয়, তার কারণ নিয়ে বহু দিন ধরেই কাঁটাছেড়া চলছে। কিন্তু পরকীয়ারও রকমফের হয়, তাঁর ইউটিউব চ্যানেলে বলছেন মনোবিদ নেহা মেহতা।

 

নেহার মতে, সবথেকে প্রচলিত পরকীয়া হল ইমোশনাল এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। সেখানে শারীরিক সম্পর্ক না থাকলেও আবেগগত দিক দিয়ে সঙ্গী ও সঙ্গিনী একে অন্যের উপর নির্ভরশীল হন।
নেহার মতে, সবথেকে প্রচলিত পরকীয়া হল ইমোশনাল এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। সেখানে শারীরিক সম্পর্ক না থাকলেও আবেগগত দিক দিয়ে সঙ্গী ও সঙ্গিনী একে অন্যের উপর নির্ভরশীল হন।

 

স্বামী স্ত্রীর যদি একে অন্যের জন্য সময় না থাকে, যদি কোয়ালিটি টাইম কাটানো না হয়, তাহলে বিয়ের বাইরে কারওর প্রতি আকৃষ্ট হতে পারেন স্বামী স্ত্রী। সঙ্গী বা সঙ্গিনী একে অন্যের মনের দিক থেকে ভরসার জায়গা হয়ে ওঠেন
স্বামী স্ত্রীর যদি একে অন্যের জন্য সময় না থাকে, যদি কোয়ালিটি টাইম কাটানো না হয়, তাহলে বিয়ের বাইরে কারওর প্রতি আকৃষ্ট হতে পারেন স্বামী স্ত্রী। সঙ্গী বা সঙ্গিনী একে অন্যের মনের দিক থেকে ভরসার জায়গা হয়ে ওঠেন

 

মনোবিদ নেহা মনে করেন এই সম্পর্কে বিয়ে ভাঙার বিপদের লাল সতর্কতা নেই। বরং স্বামী বা স্ত্রী যদি একে অন্যকে সময় দেন, নিজের স্বভাবে পরিবর্তন আনেন, তাহলে তাঁরাও হয়ে উঠতে পারেন আবেগের ভরসার ঠাঁই।
মনোবিদ নেহা মনে করেন এই সম্পর্কে বিয়ে ভাঙার বিপদের লাল সতর্কতা নেই। বরং স্বামী বা স্ত্রী যদি একে অন্যকে সময় দেন, নিজের স্বভাবে পরিবর্তন আনেন, তাহলে তাঁরাও হয়ে উঠতে পারেন আবেগের ভরসার ঠাঁই।

 

দেখা যায় ‘ওনলি লাস্ট অ্যাফেয়ার’। সেখানে সাধারণত সম্পর্ক তৈরি হয় যে সঙ্গী সঙ্গিনীর মধ্যে তাঁদের বয়সের ফারাক বিস্তর। লাস্ট বলতে এখানে শরীরী আকর্ষণ এবং অর্থকেও ইঙ্গিত করা হয়েছে। আর্থিক, শারীরিক চাহিদা মেটাতে তৈরি হয় এই সম্পর্ক। এই সম্পর্ক থাকলে দাম্পত্যে দ্বিতীয় সুযোগ দেওয়া কঠিন বলে মনে করেন মনোবিদ।
দেখা যায় ‘ওনলি লাস্ট অ্যাফেয়ার’। সেখানে সাধারণত সম্পর্ক তৈরি হয় যে সঙ্গী সঙ্গিনীর মধ্যে তাঁদের বয়সের ফারাক বিস্তর। লাস্ট বলতে এখানে শরীরী আকর্ষণ এবং অর্থকেও ইঙ্গিত করা হয়েছে। আর্থিক, শারীরিক চাহিদা মেটাতে তৈরি হয় এই সম্পর্ক। এই সম্পর্ক থাকলে দাম্পত্যে দ্বিতীয় সুযোগ দেওয়া কঠিন বলে মনে করেন মনোবিদ।

 

উল্লেখ করা হয়েছে রিভেঞ্জ ওনলি রিলেশনশিপের কথা। মনোবিদের মতে, দাম্পত্য কলহ এই সম্পর্কের অন্যতম কারণ। স্বামী বা স্ত্রী একে অন্যকে দেখিয়ে দিতে চান অন্যদের কাছেও তাঁর কদর আছে। মূলত আক্রোশ মেটাতেই তৈরি হয় বিবাহ বহির্ভূত এই সম্পর্ক।
উল্লেখ করা হয়েছে রিভেঞ্জ ওনলি রিলেশনশিপের কথা। মনোবিদের মতে, দাম্পত্য কলহ এই সম্পর্কের অন্যতম কারণ। স্বামী বা স্ত্রী একে অন্যকে দেখিয়ে দিতে চান অন্যদের কাছেও তাঁর কদর আছে। মূলত আক্রোশ মেটাতেই তৈরি হয় বিবাহ বহির্ভূত এই সম্পর্ক।

 

সবার শেষে আসে বডি সোল অ্যাফেয়ার। মনোবিদের মতে এই সম্পর্ক বিয়ের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। কারণ এক্ষেত্রে মানসিক ও শারীরিক-দু’ রকমের টানই থাকে সঙ্গী বা সঙ্গিনীর প্রতি। এই সম্পর্ক থাকলে স্বামী বা স্ত্রীর উচিত বিয়ে থেকে বেরিয়ে যাওয়া। পরামর্শ মনোবিদ নেহার।
সবার শেষে আসে বডি সোল অ্যাফেয়ার। মনোবিদের মতে এই সম্পর্ক বিয়ের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। কারণ এক্ষেত্রে মানসিক ও শারীরিক-দু’ রকমের টানই থাকে সঙ্গী বা সঙ্গিনীর প্রতি। এই সম্পর্ক থাকলে স্বামী বা স্ত্রীর উচিত বিয়ে থেকে বেরিয়ে যাওয়া। পরামর্শ মনোবিদ নেহার।

 

রয়েছে সাইকোটিক ইম্যাজিনারি অ্যাফেয়ার্স। এখানে সঙ্গী বা সঙ্গিনীর প্রকৃত অস্তিত্ব হয়তো নেই। কিন্তু বিবাহিত পুরুষ বা মহিলা মনে করছেন তাঁর প্রেয়সী বা প্রেমিক আছেন।
রয়েছে সাইকোটিক ইম্যাজিনারি অ্যাফেয়ার্স। এখানে সঙ্গী বা সঙ্গিনীর প্রকৃত অস্তিত্ব হয়তো নেই। কিন্তু বিবাহিত পুরুষ বা মহিলা মনে করছেন তাঁর প্রেয়সী বা প্রেমিক আছেন।

 

শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্যেও বিয়ের বাইরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেক্ষেত্রে ভাল লাগার মানুষের মুখে প্রশংসা শুনেই দাম্পত্যের একঘেয়েমি কাটাতে পছন্দ করেন।
শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্যেও বিয়ের বাইরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেক্ষেত্রে ভাল লাগার মানুষের মুখে প্রশংসা শুনেই দাম্পত্যের একঘেয়েমি কাটাতে পছন্দ করেন।