Tag Archives: Extra Marital Affair

আবার সেই ‘রাজমিস্ত্রি কাণ্ড’! এমন ঘটনা ঘটালেন গৃহবধূ, ভাবনা-চিন্তার বাইরে

মুর্শিদাবাদ: প্রেম বড় মধূর। আবার তা যদি হয় পরকীয়া! তা হলে তো আর কথাই নেই।

রাজমিস্ত্রির প্রেমে পাগল গৃহবধূ। নিজের আট বছরের সন্তানকে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে গেল মা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার শ্যামপুরের বাসিন্দা এক গৃহবধূ এমন কাণ্ড ঘটালেন।

সেই গৃহবধূর ১০ বছর আগে বিয়ে হয় কাটোয়া থানার আলমপুরের এক যুবকের সঙ্গে। কিন্তু বাড়িতে রাজমিস্ত্রির কাজ করাতে গিয়ে ওই গৃহবধূর সঙ্গে সালার থানার পিলখুণ্ডী গ্রামের যুবকের পরিচয় হয়।

আরও পড়ুন- বিপুল জনসংযোগ! ট্রেন যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন পার্থ ভৌমিক…

পিলখুন্ডি গ্রামের যুবক গৃহবধূর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূর সঙ্গে। তার পর থেকেই চলে গদগদ প্রেমের সম্পর্ক।

রাজমিস্ত্রি যুবকের সঙ্গে প্রেমের টানেই বাড়ি ছেড়ে হঠাৎই পালিয়ে যায় গৃহবধূ। এর পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে খোঁজাখুজি শুরু করে। স্বামীকে আইন অনুযায়ী ডির্ভোস না দিয়ে অন্য যুবকের সঙ্গে গৃহবধূ পালিয়ে যেতেই হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- এত গুণী মানুষ থাকেন এখানে, প্রতি ঘরে তৈরি হচ্ছে কাঠের পুতুল, প্রাণ পাচ্ছে নতুন

পরিবারের এক সদস্য জানান, আমাদের বাড়ির বউ যে এই রকম ঘটনা করে বসবে তা ভাবতে পারিনি। আট বছরের সন্তান রেখে রাজমিস্ত্রির প্রেমে পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আমরা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি।

কৌশিক অধিকারী

গলায়-গলায় বন্ধু! সেই বন্ধুর স্ত্রীর সঙ্গে লুকিয়ে প্রেম! ক্রিকেটারের পিঠে ছুরি মারে বন্ধুই

কলকাতা: মাঠে একসঙ্গে অনেক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি। শ্রীলঙ্কার ওপেনিং জুটি উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান। কিন্তু খুব কম মানুষই জানেন, উপুল থারাঙ্গা সতীর্থ দিলশানের সঙ্গে প্রতারণা করেছেন। মাঠে বিতর্ক থেকে দূরে থাকা থারাঙ্গার ব্যক্তিগত জীবন বিতর্কে ঘেরা।

উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান ছিলেন গলায়-গলায় বন্ধু। দিলশানের স্ত্রী নীলঙ্কা বিথানেগের প্রেমে পড়েছিলেন থারাঙ্গা। একটা সময় প্রিয় বন্ধুর সঙ্গে প্রতারনা করেন থারাঙ্গা।

শেষ পর্যন্ত নীলঙ্কাকে বিয়ে করেছিলেন থারাঙ্গা। তবে অনেকেই থারাঙ্গাকে আসলে দিলশান ও তাঁর স্ত্রীর মধ্যে বিবাদের কারণ হিসেবে বলেন। তাঁর জন্যই নাকি দিলশানের বিয়ে ভাঙে। থারাঙ্গার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন দিলশানও।

আরও পড়ুন- KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে কেকেআরের বড় চিন্তা! কোন পথে হাঁটলেন গম্ভীররা?

দিলশান এবং তাঁর স্ত্রী নীলাঙ্কা বিথানেজের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল। তাঁরা দুজনেই কিছু সময়ের জন্য আলাদা থাকতে শুরু করেন। সেই সময়েই উপুল থারাঙ্গা এবং দিলশানের স্ত্রী ঘনিষ্ঠ হয়ে ওঠেন।

থারাঙ্গা প্রায়ই তাঁর বন্ধু দিলশানের বাড়িতে যেতেন। বন্ধুর স্ত্রীর সাথে দেখা করতেন নিয়মিত। দিলশান যখন এই বিষয়ে জানতে পারেন, তখন তিনি স্ত্রীকে বিববাহবিচ্ছেদের জন্য চাপ দেন।

নীলাঙ্কা ও দিলশানের একটি ছেলেও রয়েছে। দিলশানের ছেলে এখন থারাঙ্গা ও তাঁর স্ত্রীর সঙ্গে থাকে। বিবাহবিচ্ছেদের পর দিলশান তাঁর বন্ধু মঞ্জুলাকে ২০০৮ সালে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে।

স্ত্রী ও ছেলের সঙ্গে দিলশান।
স্ত্রী ও ছেলের সঙ্গে দিলশান।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ওপেনিংয়ে বড় চমক!রোহিতের পার্টনার কে?জানুন বিস্তারিত

আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেট মাঠে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নতুন কিছু নয়। টিম ইন্ডিয়ার খেলোয়াড় দীনেশ কার্তিকের স্ত্রী নীকিতা একটা সময় মুরলি বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ান।

Extra Marital Affair:পরকীয়ায় কেন মজে মন? বিয়ের বাইরে প্রেম মানেই কি দাম্পত্যে ভাঙন? নাকি এতেই মঙ্গল? জানুন

পরকীয়ায় সংসার বানভাসি হওয়ার উদাহরণ ভূরি ভূরি। আবার অনেকে ভারসাম্য রাখার চেষ্টাও করেন। সংসার বা প্রেম কোনওটাকেই ছেড়ে যেতে চান না।
পরকীয়ায় সংসার বানভাসি হওয়ার উদাহরণ ভূরি ভূরি। আবার অনেকে ভারসাম্য রাখার চেষ্টাও করেন। সংসার বা প্রেম কোনওটাকেই ছেড়ে যেতে চান না।

 

বিয়ের পর অন্য সম্পর্ক কেন হয়, তার কারণ নিয়ে বহু দিন ধরেই কাঁটাছেড়া চলছে। কিন্তু পরকীয়ারও রকমফের হয়, তাঁর ইউটিউব চ্যানেলে বলছেন মনোবিদ নেহা মেহতা।
বিয়ের পর অন্য সম্পর্ক কেন হয়, তার কারণ নিয়ে বহু দিন ধরেই কাঁটাছেড়া চলছে। কিন্তু পরকীয়ারও রকমফের হয়, তাঁর ইউটিউব চ্যানেলে বলছেন মনোবিদ নেহা মেহতা।

 

নেহার মতে, সবথেকে প্রচলিত পরকীয়া হল ইমোশনাল এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। সেখানে শারীরিক সম্পর্ক না থাকলেও আবেগগত দিক দিয়ে সঙ্গী ও সঙ্গিনী একে অন্যের উপর নির্ভরশীল হন।
নেহার মতে, সবথেকে প্রচলিত পরকীয়া হল ইমোশনাল এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। সেখানে শারীরিক সম্পর্ক না থাকলেও আবেগগত দিক দিয়ে সঙ্গী ও সঙ্গিনী একে অন্যের উপর নির্ভরশীল হন।

 

স্বামী স্ত্রীর যদি একে অন্যের জন্য সময় না থাকে, যদি কোয়ালিটি টাইম কাটানো না হয়, তাহলে বিয়ের বাইরে কারওর প্রতি আকৃষ্ট হতে পারেন স্বামী স্ত্রী। সঙ্গী বা সঙ্গিনী একে অন্যের মনের দিক থেকে ভরসার জায়গা হয়ে ওঠেন
স্বামী স্ত্রীর যদি একে অন্যের জন্য সময় না থাকে, যদি কোয়ালিটি টাইম কাটানো না হয়, তাহলে বিয়ের বাইরে কারওর প্রতি আকৃষ্ট হতে পারেন স্বামী স্ত্রী। সঙ্গী বা সঙ্গিনী একে অন্যের মনের দিক থেকে ভরসার জায়গা হয়ে ওঠেন

 

মনোবিদ নেহা মনে করেন এই সম্পর্কে বিয়ে ভাঙার বিপদের লাল সতর্কতা নেই। বরং স্বামী বা স্ত্রী যদি একে অন্যকে সময় দেন, নিজের স্বভাবে পরিবর্তন আনেন, তাহলে তাঁরাও হয়ে উঠতে পারেন আবেগের ভরসার ঠাঁই।
মনোবিদ নেহা মনে করেন এই সম্পর্কে বিয়ে ভাঙার বিপদের লাল সতর্কতা নেই। বরং স্বামী বা স্ত্রী যদি একে অন্যকে সময় দেন, নিজের স্বভাবে পরিবর্তন আনেন, তাহলে তাঁরাও হয়ে উঠতে পারেন আবেগের ভরসার ঠাঁই।

 

দেখা যায় ‘ওনলি লাস্ট অ্যাফেয়ার’। সেখানে সাধারণত সম্পর্ক তৈরি হয় যে সঙ্গী সঙ্গিনীর মধ্যে তাঁদের বয়সের ফারাক বিস্তর। লাস্ট বলতে এখানে শরীরী আকর্ষণ এবং অর্থকেও ইঙ্গিত করা হয়েছে। আর্থিক, শারীরিক চাহিদা মেটাতে তৈরি হয় এই সম্পর্ক। এই সম্পর্ক থাকলে দাম্পত্যে দ্বিতীয় সুযোগ দেওয়া কঠিন বলে মনে করেন মনোবিদ।
দেখা যায় ‘ওনলি লাস্ট অ্যাফেয়ার’। সেখানে সাধারণত সম্পর্ক তৈরি হয় যে সঙ্গী সঙ্গিনীর মধ্যে তাঁদের বয়সের ফারাক বিস্তর। লাস্ট বলতে এখানে শরীরী আকর্ষণ এবং অর্থকেও ইঙ্গিত করা হয়েছে। আর্থিক, শারীরিক চাহিদা মেটাতে তৈরি হয় এই সম্পর্ক। এই সম্পর্ক থাকলে দাম্পত্যে দ্বিতীয় সুযোগ দেওয়া কঠিন বলে মনে করেন মনোবিদ।

 

উল্লেখ করা হয়েছে রিভেঞ্জ ওনলি রিলেশনশিপের কথা। মনোবিদের মতে, দাম্পত্য কলহ এই সম্পর্কের অন্যতম কারণ। স্বামী বা স্ত্রী একে অন্যকে দেখিয়ে দিতে চান অন্যদের কাছেও তাঁর কদর আছে। মূলত আক্রোশ মেটাতেই তৈরি হয় বিবাহ বহির্ভূত এই সম্পর্ক।
উল্লেখ করা হয়েছে রিভেঞ্জ ওনলি রিলেশনশিপের কথা। মনোবিদের মতে, দাম্পত্য কলহ এই সম্পর্কের অন্যতম কারণ। স্বামী বা স্ত্রী একে অন্যকে দেখিয়ে দিতে চান অন্যদের কাছেও তাঁর কদর আছে। মূলত আক্রোশ মেটাতেই তৈরি হয় বিবাহ বহির্ভূত এই সম্পর্ক।

 

সবার শেষে আসে বডি সোল অ্যাফেয়ার। মনোবিদের মতে এই সম্পর্ক বিয়ের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। কারণ এক্ষেত্রে মানসিক ও শারীরিক-দু’ রকমের টানই থাকে সঙ্গী বা সঙ্গিনীর প্রতি। এই সম্পর্ক থাকলে স্বামী বা স্ত্রীর উচিত বিয়ে থেকে বেরিয়ে যাওয়া। পরামর্শ মনোবিদ নেহার।
সবার শেষে আসে বডি সোল অ্যাফেয়ার। মনোবিদের মতে এই সম্পর্ক বিয়ের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। কারণ এক্ষেত্রে মানসিক ও শারীরিক-দু’ রকমের টানই থাকে সঙ্গী বা সঙ্গিনীর প্রতি। এই সম্পর্ক থাকলে স্বামী বা স্ত্রীর উচিত বিয়ে থেকে বেরিয়ে যাওয়া। পরামর্শ মনোবিদ নেহার।

 

রয়েছে সাইকোটিক ইম্যাজিনারি অ্যাফেয়ার্স। এখানে সঙ্গী বা সঙ্গিনীর প্রকৃত অস্তিত্ব হয়তো নেই। কিন্তু বিবাহিত পুরুষ বা মহিলা মনে করছেন তাঁর প্রেয়সী বা প্রেমিক আছেন।
রয়েছে সাইকোটিক ইম্যাজিনারি অ্যাফেয়ার্স। এখানে সঙ্গী বা সঙ্গিনীর প্রকৃত অস্তিত্ব হয়তো নেই। কিন্তু বিবাহিত পুরুষ বা মহিলা মনে করছেন তাঁর প্রেয়সী বা প্রেমিক আছেন।

 

শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্যেও বিয়ের বাইরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেক্ষেত্রে ভাল লাগার মানুষের মুখে প্রশংসা শুনেই দাম্পত্যের একঘেয়েমি কাটাতে পছন্দ করেন।
শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্যেও বিয়ের বাইরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেক্ষেত্রে ভাল লাগার মানুষের মুখে প্রশংসা শুনেই দাম্পত্যের একঘেয়েমি কাটাতে পছন্দ করেন।

প্রেমিকাকে গুলি, আত্মঘাতী প্রেমিক! বিবাহবহির্ভূত সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি বারুইপুরে

অর্পণ মণ্ডল, বারুইপুর: প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হলেন প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাইপাস সংলগ্ন এলাকায়। মৃতদের নাম উত্তম মণ্ডল (৪৮) ও অপর্ণা মণ্ডল (৪২)।

বুধবার বিকেলে ভাড়া ঘর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা বারুইপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মৃতদেহ দুটি উদ্ধার করে। উত্তমের হাত থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল। পুলিশের অনুমান মঙ্গলবার রাতেই এই ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ‘মা খেয়ে নিও, বাবাকেও খেতে বলো!’ উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বার্তা পুড়শুড়ার জয়দেবের

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিগত ছয় মাস ধরে এই বাইপাস সংলগ্ন এলাকায় দেবেন নস্করের বাড়িতে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া থাকছিলেন উত্তম ও অপর্ণা। উত্তমের বাড়ি উস্থি থানার রসা এলাকায়। পেশায় ট্রাকচালক উত্তমের স্ত্রী ও সন্তান রয়েছে। দীর্ঘ তিন বছর ধরে অপর্ণার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। অপর্ণার বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ধামুয়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবারই তাঁদেরকে শেষবারের মতো দেখা গিয়েছিল।

তবে কী কারণে এই খুন সেই বিষয়টি পরিষ্কার নয়। গত সোমবার উস্থির বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল উত্তম। তারপর আর বাড়ি ফেরেননি। পুলিশের প্রাথমিক অনুমান, অপর্ণাকে গুলি করার পর নিজেও গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী হন উত্তম। তবে উত্তমই এই কাণ্ড ঘটিয়েছে না এর পিছনে অন্য রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

১৯-এর তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বৃদ্ধ, সাতসকালে আঁতকে উঠল ধুপগুড়ি

রকি চৌধুরী, ধুপগুড়ি: একজনের বয়স ৬৫, অন্যজনের ১৯৷ একই এলাকার বাসিন্দা এক বৃদ্ধ এবং কিশোরীর মধ্যে গড়ে উঠেছিল ঘনিষ্ঠতা৷ অভিযোগ, নিজের থেকে অনেক ছোট ১৯ বছর বয়সি ওই তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বৃদ্ধ৷ অসম বয়সের এমন প্রেমের পরিণতি হল মারাত্মক৷ জলপাইগুড়ির ধুপগুড়িতে এ দিন গাছের ডাল থেকে দু জনের ঝুলন্ত দেহ উদ্ধার হল৷

জানা গিয়েছে, ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ ধুপগুড়ি পুরসভার ১ নম্বর চাকলাপাড়া এলাকার বাসিন্দা৷ যার সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে উঠেছিল, ১৯ বছর বয়সি সেই কিশোরীর বাড়ি লাগোয়া ৮ নম্বর ওয়ার্ডে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই কিশোরীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বৃদ্ধ৷

আরও পড়ুন: চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী

শেষ পর্যন্ত দিন দুয়েক আগে দু জনে বাড়ি থেকে পালিয়ে যান৷ এর পর আজ সকালে ওই বৃদ্ধের বাড়ির উঠোনে তাঁঁর এবং ওই তরুণীর দেহ উদ্ধার হয়৷ বৃদ্ধের ছেলেই প্রথম দু জনকে ঝুলন্ত অবস্থায় দেখে৷

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বৃদ্ধের বাড়ির সামনে ভিড় জমে যায়৷ পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ স্থানীয়রা বলছেন, তাঁদের সম্পর্ক দুই পরিবার বা সামাজিক ভাবে মেেন নেওয়া হবে না বুঝতে পেরেই সেই হতাশা থেকে সম্ভবত দু জনে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন৷