মুম্বই: আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়না অভিনীত ‘জিগরা’ নিয়ে প্রচুর প্রত্যাশা ছিল। কিন্তু মুক্তির সঙ্গে সঙ্গেই তা একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। দেখে নেওয়া যাক জিগরা নিয়ে কী কী বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
স্বজনপোষণ:
সাম্প্রতিক Tried&Refused Productions-এর এক সাক্ষাৎকারে পরিচালক ভাসান বালা ‘জিগরা’ সহ-প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, জিগরা ছবির অসম্পূর্ণ একটি খসড়া সঠিক ভাবে না পর্যালোচনা করেই আলিয়া ভাটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমনকী করণকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন যে, এভাবেই কাজটা হয়। এই ভিডিওটি ছড়িয়ে পড়ায় ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। সকলেই বলতে থাকেন যে, আলিয়ার কেরিয়ারের ২০টির মধ্যে ১৫টি ছবির প্রযোজনা অথবা সহ-প্রযোজনা করেছে করণের ব্যানার। তবে পরে অবশ্য ভাসান বালা এবং করণ জোহর দুজনেই এই বিতর্ক ধামাচাপা দিতে আসরে নামেন।
প্রি-রিলিজ মিডিয়া স্ক্রিনিং আটকে দিয়েছিলেন করণ:
জিগরা-র মুক্তির ঠিক আগেই ধর্মা প্রোডাকশন্সের তরফে ঘোষণা করা হয় যে, প্রি-রিলিজ প্রেস স্ক্রিনিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মা প্রোডাকশনসের একটি সূত্র আইই-কে জানিয়েছে যে, কিছু ফিল্ম সমালোচকের মধ্যে দুর্নীতিকে সূক্ষ্ম ভাবে মোকাবিলা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বক্স অফিস পরিসংখ্যান নিয়ে রিগিংয়ের অভিযোগ এনেছেন দিব্যা খোসলা কুমার:
আলিয়া ভাট ‘জিগরা’ ছবির বক্স অফিস সংক্রান্ত যে পরিসংখ্যান দিয়েছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন দিব্যা খোসলা কুমার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফাঁকা হলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন যে, “সব জায়গায় প্রেক্ষাগৃহ ফাঁকাই যাচ্ছে। আলিয়া ভাটের সত্যিই প্রচুর জিগরা রয়েছে। নিজেই টিকিট কিনেছেন। আর নকল কালেকশন ঘোষণা করে দিয়েছেন। আশ্চর্য হচ্ছি যে, পেইড মিডিয়া এখন কেন চুপ?” সেই সঙ্গে দিব্যা হ্যাশট্যাগ দিয়ে আরও লিখেছেন যে, ‘উই শ্যুড নট ফুল দ্য অডিয়েন্স’, ‘ট্রুথ ওভার লাইজ’, ‘হ্যাপি দশেরা’।
কঙ্গনা রানাউতের রহস্যজনক মন্তব্য:
এমনিতে বরাবরই বলিউডে স্বজনপোষণ নিয়ে বক্তব্য রাখেন কঙ্গনা। তিনি আচমকাই একটি রহস্যজনক পোস্ট করে লিখেছেন যে, “যখন আপনি মহিলা-কেন্দ্রিক ছবি নষ্ট করে দেন এবং এমন ছবি যাতে না চলে, সেটা নিশ্চিত করেন, তখন আপনি নিজে তেমন ছবি বানালেও সেটা চলবে না।” যদিও কারও নাম করেননি কঙ্গনা। তবে অনেকেই বুঝতে পেরেছেন জিগরা বিতর্কের সঙ্গে এর কোথাও মিল আছে।
আরও পড়ুনPaan Dessert : শেষ পাতে পান না চকোলেট? এই নিয়ে দ্বন্দ্ব কাটান, দু’টো একসঙ্গে মিলিয়ে দিন
খারাপ বক্স অফিস পারফরম্যান্স:
বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারছে না ‘জিগরা’। চতুর্থ দিনে মাত্র দেড় কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে এই ছবির ঝুলিতে এসেছে মাত্র ১৮.১০ কোটি টাকা।
নতুন করে অভিযোগ আনলেন বিজৌ থাঙ্গজম:
মণিপুরের বাসিন্দা অভিনেতা সরাসরি ভাবে সর্বসমক্ষে তোপ দাগলেন ‘জিগরা’ টিমের বিরুদ্ধে। তাদের অপেশাদার আচরণ নিয়ে অভিযোগ তুললেন তিনি। বিজৌয়ের অভিযোগ, তাঁকে রোল দেওয়া হবে বলেও আর যোগাযোগ করা হয়নি। সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল তাঁকে।