Tag Archives: Jigra

Jigra Controversy: তুমুল বিতর্কের মুখে ‘জিগরা’, শুরুতেই বক্স উফিসে মুখ থুবড়ে পড়ল, বলিউডের আসন কী টলে গেল আলিয়া ভাটের?

মুম্বই: বিগত কয়েক বছর ধরে বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন আলিয়া ভাট।  বক্স অফিসে তাঁর করা সিনেমার ট্র্যাক রেকর্ডও বেশ ভালই।

সমালোচকদের থেকে প্রশংসা তো কুড়িয়ে নিয়েছেনই, সেই সঙ্গে আলিয়া অভিনীত ছবিগুলি বাণিজ্যিক সাফল্যও লাভ করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। তবে তা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে বি-টাউনের অন্দর থেকেই।  ছবিটিও বক্স অফিসে কোনও রকম কামাল দেখাতে পারেনি।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাইওয়ে’ ছবির পর এটাই আলিয়ার কেরিয়ারের সবথেকে খারাপ ওপেনিং। দেখে নেওয়া যাক আলিয়া ভাটের কেরিয়ার গ্রাফ।

প্রাথমিক সাফল্য এবং যুগান্তকারী ছবি:
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন আলিয়া। ওপেনিংয়েই এই ছবির সংগ্রহে এসেছিল ৭.৪৮ কোটি টাকা। এরপর শুধু ভারতেই এই ছবি আয় করেছিল ৭০ কোটি টাকা। গ্ল্যামারাস শানায়ার ভূমিকায় আলিয়ার অভিনয় সকলের নজর কেড়ে নিয়েছিল। বাণিজ্যিক তারকা হিসেবে তাঁর কেরিয়ারের দুর্দান্ত সূচনা হয়েছিল।

এরপর তাঁর বড়সড় হিট ছিল ২০১৪ সালের ২ স্টেটস। ওপেনিংয়েই এই ছবির ঝুলিতে এসেছিল ১২.৪০ কোটি টাকা। ভারতেই শুধু আয় হয়েছিল ১০২ কোটি টাকা।

সমালোচকদের প্রশংসা আর ভাল-মন্দ মিশিয়ে পারফরম্যান্স
২০১৪ সালের ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ দুর্দান্ত হিট হয়েছিল। ভারতে এই ছবির আয় ছিল মোট ৭৬.৮১ কোটি টাকা। তবে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত আলিয়া ভাটের ‘শানদার’ তেমন ভাল ফল করতে পারেনি। ১৩.১০ কোটি টাকার ভাল ওপেনিং সত্ত্বেও এই ছবির তেমন ভাল আয় হয়নি।

এরপর আবার ২০১৬ সালে ‘উড়তা পঞ্জাব’ ছবির হাত ধরে হিট তালিকায় কামব্যাক করেন আলিয়া। এই ছবিতে নিজের কেরিয়ারের সেরা অভিনয়টা দিয়েছিলেন তিনি। ওপেনিংয়ে আয় হয়েছিল ১০.১০ কোটি টাকা। সব মিলিয়ে আয় হয়েছিল মোট ৬০.৩৩ কোটি টাকা।

শুধু বাণিজ্যিক তারকা হিসেবেই নয়, একজন দুর্ধর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন আলিয়া। তাঁর সাফল্যের দৌড় চলতে থাকে। একের পর এক হিট দিতে থাকেন তিনি।

‘রাজি’ আর ‘গলি বয়’-এর সাফল্য:
২০১৮ সালে ‘রাজি’ এবং ২০১৯ সালে ‘গলি বয়’-এর হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন আলিয়া। বলিউডের বহুমুখী প্রতিভার মধ্যে অন্যতম হয়ে ওঠেন তিনি। আলাদা আলাদা ধারার চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম তিনি।

‘কলঙ্ক’ এবং ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’:
২০১৯ সালে কলঙ্ক চিত্রনাট্যের কারণে বক্স অফিসে তেমন ভাল ফলাফল করতে পারেনি। তবে আলিয়া অভিনীত ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিটি পেয়েছিল দুর্ধর্ষ সাফল্য।

‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’:
২০২২ সালে এল আলিয়ার কেরিয়ারের সবথেকে বড় হিট। তাঁর ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ ছবিটি ভারতেই আয় করেছে ২৬৭.২ কোটি টাকা। এরপর ২০২৩ সালে ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ ছবিও বক্স অফিসে দারুণ সাফল্য পায়।

‘জিগরা’:
আলিয়া ভাটের কেরিয়ারের অন্যতম দুর্বল ছবি হল ‘জিগরা’। নানা বিতর্কে বিদ্ধ হয়েছে এই ছবি। তবে এই ছবির দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও আলিয়ার ওভারঅল বক্স অফিস ট্র্যাক রেকর্ড কিন্তু এখনও যথেষ্ট শক্তিশালী।

Jigra: বিতর্কে জেরবার আলিয়া! ফাঁস হয়ে গেল ‘জিগরা’র গোপন তথ্য, কড়া ভাষায় ক্ষোভ উগরে দিলেন ‘মেরি কম’ অভিনেতা

মুম্বই: আলিয়া ভাটের ‘জিগরা’ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে তোপ দেগেছেন দিব্যা খোসলা। এবার আলিয়া ভাটকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ‘মেরি কম’ ছবির অভিনেতা বিজৌ থাঙ্গজম। ওই ছবির বিরুদ্ধে একের পর অভিযোগ উঠেই চলেছে। এবার ‘জিগরা’ ছবির বিরুদ্ধে অভিযোগ, তাতে উত্তর-পূর্বের এক অভিনেতাকে সুযোগ দেওয়া হয়েছিল। অথচ এরপর আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগই করেননি।

নিজের এক্স হ্যান্ডলে বিজৌ বলেন যে, ‘জিগরা’ ছবিতে কাস্টিং সংক্রান্ত কনফার্মেশন পেয়েছিলেন তিনি। এর জন্য বেশ কিছু ছবির অফারও নাকচ করে দিয়েছিলেন। ‘জিগরা’-র টিমের থেকে সেটে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

অথচ কোনও কলই পাননি বিজৌ। এহেন আচরণের সমালোচনা করে তিনি বলেন যে, “উত্তর-পূর্বের একজন অভিনেতা হিসেবে নির্দিষ্ট ভাবে বলতে গেলে বিষয়টা অপমানজনক আর অনেকটাই বৈষম্যমূলক। ২০২৩ সালে একটি চরিত্রে অডিশনের জন্য ওদের কাস্টিং টিম আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রায় চার মাসের ব্যবধানে ২ বার আমি নিজের টেপ পাঠিয়েছিলাম। নভেম্বরের শেষের দিকে ওরা জানায় যে, ডিসেম্বরে আমার শ্যুটিং থাকবে। তবে ওদের তরফ থেকে শ্যুটের কোনও তারিখ জানানো হয়নি। অথচ গোটা ডিসেম্বর মাস জুড়ে ওরা আমায় বুক করে রেখেছিল। তাদের আবার আশা ছিল যে, আমি যে কোনও মুহূর্তে কাজ করতে পারব। তবে মণিপুরের ইম্ফলের বাসিন্দা হিসেবে আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে, আমার যাতায়াতের ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা কোনও বিষয়ই ছিল না।”

আরও পড়ুন-  এই বাঙালি নায়িকার সঙ্গে হোটেলের ঘরে রাত কাটান সুপারস্টার! হাতেনাতে ধরা পড়তেই যা করেন অভিনেতার স্ত্রী… কেঁপে ওঠে গোটা ইন্ডাস্ট্রি

স্মৃতিচারণ করে বিজৌ বলেন যে, “গোটা মাস জুড়ে আমাকে অন্ধকারে রাখা হয়েছিল। কাস্টিং টিম যোগাযোগ করল, অথচ কবে আমায় লাগবে, সেই বিষয়ে কোনও আপডেট দেওয়া হল না। ২৬ ডিসেম্বর শেষ মেসেজটা পেয়েছিলাম আমি। কিন্তু তারপর সব চুপচাপ। ইতিমধ্যেই কয়েকটি কাজ আমার হাতছাড়া হয়েছিল। কারণ আমি তো ওদের উত্তরের অপেক্ষায় বসেছিলাম। কিন্তু সেটা আসেইনি।

আরও পড়ুন-  অভাগা অভিনেত্রী…! বিয়ের ১১ দিনেই গুলিবিদ্ধ স্বামী, ১১ মাস পরই মৃত্যু, এই মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হয়ে চরম সর্বনাশ হয়েছিল, কে এই নায়িকা?

অভিনেতার কথায়, প্রযোজনা সংস্থাগুলি কীভাবে কাজ করা, সেটা তিনি জানেন।” বিজৌয়ের বক্তব্য, “নিঃসন্দেহে পরিচালক অত্যন্ত প্রতিভাশালী। কিন্তু গোটা বিষয়টাকে যেভাবে তিনি সামলেছেন, সেটা ভীষণই অপেশাদার। আমাদের মতো উত্তর-পূর্বের অভিনেতাদের জন্য বিষয়টা খুবই জঘন্য এমনকী বৈষম্যমূলক। আমার সময় তো নষ্ট হলই। সেই সঙ্গে অন্য সুযোগও হাতছাড়া হয়েছে। কারণ ওদের প্রত্যাশা ছিল, যে কোনও মুহূর্তের নোটিসেই আমায় পাওয়া যাবে।”

‘মেরি কম’ অভিনেতা আরও জানান যে, “এই গল্পটা ভাগ করে নেওয়ার পিছনে আমার কোনও উদ্দেশ্য নেই। আমাদের মতো উত্তর-পূর্বের অভিনেতাদের সঙ্গে বড় বড় প্রযোজনা সংস্থাগুলি কেমন ব্যবহার করে, সেই বিষয়ে আলোকপাত করতে চেয়েই এটা সকলকে জানালাম।” তবে ‘জিগরা’ টিম বিজৌয়ের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও রকম প্রতিক্রিয়া প্রকাশ করেনি।

Alia Bhatt Jigra: মিথ্যে বলছেন আলিয়া, ফোটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! জিগরা ছবি নিয়ে তুমুল বিতর্ক

মুম্বই: আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়না অভিনীত ‘জিগরা’ নিয়ে প্রচুর প্রত্যাশা ছিল। কিন্তু মুক্তির সঙ্গে সঙ্গেই তা একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। দেখে নেওয়া যাক জিগরা নিয়ে কী কী বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

স্বজনপোষণ:
সাম্প্রতিক Tried&Refused Productions-এর এক সাক্ষাৎকারে পরিচালক ভাসান বালা ‘জিগরা’ সহ-প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, জিগরা ছবির অসম্পূর্ণ একটি খসড়া সঠিক ভাবে না পর্যালোচনা করেই আলিয়া ভাটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমনকী করণকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন যে, এভাবেই কাজটা হয়। এই ভিডিওটি ছড়িয়ে পড়ায় ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। সকলেই বলতে থাকেন যে, আলিয়ার কেরিয়ারের ২০টির মধ্যে ১৫টি ছবির প্রযোজনা অথবা সহ-প্রযোজনা করেছে করণের ব্যানার। তবে পরে অবশ্য ভাসান বালা এবং করণ জোহর দুজনেই এই বিতর্ক ধামাচাপা দিতে আসরে নামেন।

আরও পড়ুনBollywood Actor Sad Story: হায়রে গ্ল্যামার দুনিয়া! ‘মা আর নেই’, খবর শুনেও ক্যামেরার সামনে হাসতে হয়েছে বলিউড হিরোকে

প্রি-রিলিজ মিডিয়া স্ক্রিনিং আটকে দিয়েছিলেন করণ:
জিগরা-র মুক্তির ঠিক আগেই ধর্মা প্রোডাকশন্সের তরফে ঘোষণা করা হয় যে, প্রি-রিলিজ প্রেস স্ক্রিনিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মা প্রোডাকশনসের একটি সূত্র আইই-কে জানিয়েছে যে, কিছু ফিল্ম সমালোচকের মধ্যে দুর্নীতিকে সূক্ষ্ম ভাবে মোকাবিলা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বক্স অফিস পরিসংখ্যান নিয়ে রিগিংয়ের অভিযোগ এনেছেন দিব্যা খোসলা কুমার:
আলিয়া ভাট ‘জিগরা’ ছবির বক্স অফিস সংক্রান্ত যে পরিসংখ্যান দিয়েছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন দিব্যা খোসলা কুমার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফাঁকা হলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন যে, “সব জায়গায় প্রেক্ষাগৃহ ফাঁকাই যাচ্ছে। আলিয়া ভাটের সত্যিই প্রচুর জিগরা রয়েছে। নিজেই টিকিট কিনেছেন। আর নকল কালেকশন ঘোষণা করে দিয়েছেন। আশ্চর্য হচ্ছি যে, পেইড মিডিয়া এখন কেন চুপ?” সেই সঙ্গে দিব্যা হ্যাশট্যাগ দিয়ে আরও লিখেছেন যে, ‘উই শ্যুড নট ফুল দ্য অডিয়েন্স’, ‘ট্রুথ ওভার লাইজ’, ‘হ্যাপি দশেরা’।

কঙ্গনা রানাউতের রহস্যজনক মন্তব্য:
এমনিতে বরাবরই বলিউডে স্বজনপোষণ নিয়ে বক্তব্য রাখেন কঙ্গনা। তিনি আচমকাই একটি রহস্যজনক পোস্ট করে লিখেছেন যে, “যখন আপনি মহিলা-কেন্দ্রিক ছবি নষ্ট করে দেন এবং এমন ছবি যাতে না চলে, সেটা নিশ্চিত করেন, তখন আপনি নিজে তেমন ছবি বানালেও সেটা চলবে না।” যদিও কারও নাম করেননি কঙ্গনা। তবে অনেকেই বুঝতে পেরেছেন জিগরা বিতর্কের সঙ্গে এর কোথাও মিল আছে।

আরও পড়ুনPaan Dessert : শেষ পাতে পান না চকোলেট? এই নিয়ে দ্বন্দ্ব কাটান, দু’টো একসঙ্গে মিলিয়ে দিন

খারাপ বক্স অফিস পারফরম্যান্স:
বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারছে না ‘জিগরা’। চতুর্থ দিনে মাত্র দেড় কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে এই ছবির ঝুলিতে এসেছে মাত্র ১৮.১০ কোটি টাকা।

নতুন করে অভিযোগ আনলেন বিজৌ থাঙ্গজম:
মণিপুরের বাসিন্দা অভিনেতা সরাসরি ভাবে সর্বসমক্ষে তোপ দাগলেন ‘জিগরা’ টিমের বিরুদ্ধে। তাদের অপেশাদার আচরণ নিয়ে অভিযোগ তুললেন তিনি। বিজৌয়ের অভিযোগ, তাঁকে রোল দেওয়া হবে বলেও আর যোগাযোগ করা হয়নি। সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল তাঁকে।