মুম্বই: বিগত কয়েক বছর ধরে বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন আলিয়া ভাট। বক্স অফিসে তাঁর করা সিনেমার ট্র্যাক রেকর্ডও বেশ ভালই।
সমালোচকদের থেকে প্রশংসা তো কুড়িয়ে নিয়েছেনই, সেই সঙ্গে আলিয়া অভিনীত ছবিগুলি বাণিজ্যিক সাফল্যও লাভ করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। তবে তা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে বি-টাউনের অন্দর থেকেই। ছবিটিও বক্স অফিসে কোনও রকম কামাল দেখাতে পারেনি।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাইওয়ে’ ছবির পর এটাই আলিয়ার কেরিয়ারের সবথেকে খারাপ ওপেনিং। দেখে নেওয়া যাক আলিয়া ভাটের কেরিয়ার গ্রাফ।
প্রাথমিক সাফল্য এবং যুগান্তকারী ছবি:
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন আলিয়া। ওপেনিংয়েই এই ছবির সংগ্রহে এসেছিল ৭.৪৮ কোটি টাকা। এরপর শুধু ভারতেই এই ছবি আয় করেছিল ৭০ কোটি টাকা। গ্ল্যামারাস শানায়ার ভূমিকায় আলিয়ার অভিনয় সকলের নজর কেড়ে নিয়েছিল। বাণিজ্যিক তারকা হিসেবে তাঁর কেরিয়ারের দুর্দান্ত সূচনা হয়েছিল।
এরপর তাঁর বড়সড় হিট ছিল ২০১৪ সালের ২ স্টেটস। ওপেনিংয়েই এই ছবির ঝুলিতে এসেছিল ১২.৪০ কোটি টাকা। ভারতেই শুধু আয় হয়েছিল ১০২ কোটি টাকা।
সমালোচকদের প্রশংসা আর ভাল-মন্দ মিশিয়ে পারফরম্যান্স
২০১৪ সালের ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ দুর্দান্ত হিট হয়েছিল। ভারতে এই ছবির আয় ছিল মোট ৭৬.৮১ কোটি টাকা। তবে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত আলিয়া ভাটের ‘শানদার’ তেমন ভাল ফল করতে পারেনি। ১৩.১০ কোটি টাকার ভাল ওপেনিং সত্ত্বেও এই ছবির তেমন ভাল আয় হয়নি।
এরপর আবার ২০১৬ সালে ‘উড়তা পঞ্জাব’ ছবির হাত ধরে হিট তালিকায় কামব্যাক করেন আলিয়া। এই ছবিতে নিজের কেরিয়ারের সেরা অভিনয়টা দিয়েছিলেন তিনি। ওপেনিংয়ে আয় হয়েছিল ১০.১০ কোটি টাকা। সব মিলিয়ে আয় হয়েছিল মোট ৬০.৩৩ কোটি টাকা।
শুধু বাণিজ্যিক তারকা হিসেবেই নয়, একজন দুর্ধর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন আলিয়া। তাঁর সাফল্যের দৌড় চলতে থাকে। একের পর এক হিট দিতে থাকেন তিনি।
‘রাজি’ আর ‘গলি বয়’-এর সাফল্য:
২০১৮ সালে ‘রাজি’ এবং ২০১৯ সালে ‘গলি বয়’-এর হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন আলিয়া। বলিউডের বহুমুখী প্রতিভার মধ্যে অন্যতম হয়ে ওঠেন তিনি। আলাদা আলাদা ধারার চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম তিনি।
‘কলঙ্ক’ এবং ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’:
২০১৯ সালে কলঙ্ক চিত্রনাট্যের কারণে বক্স অফিসে তেমন ভাল ফলাফল করতে পারেনি। তবে আলিয়া অভিনীত ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিটি পেয়েছিল দুর্ধর্ষ সাফল্য।
‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’:
২০২২ সালে এল আলিয়ার কেরিয়ারের সবথেকে বড় হিট। তাঁর ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ ছবিটি ভারতেই আয় করেছে ২৬৭.২ কোটি টাকা। এরপর ২০২৩ সালে ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ ছবিও বক্স অফিসে দারুণ সাফল্য পায়।
‘জিগরা’:
আলিয়া ভাটের কেরিয়ারের অন্যতম দুর্বল ছবি হল ‘জিগরা’। নানা বিতর্কে বিদ্ধ হয়েছে এই ছবি। তবে এই ছবির দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও আলিয়ার ওভারঅল বক্স অফিস ট্র্যাক রেকর্ড কিন্তু এখনও যথেষ্ট শক্তিশালী।