Fan Speed Electric Bill Cost: ফ্যানের জন্য ঘণ্টা পিছু কত খরচ? স্পিডের উপর বিল নির্ভর করে? সত্যি চমকে দেবে আপনাকে

প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন ধরে মানুষের সঙ্গী ফ্যান৷ এসি তো সর্বত্র সম্ভব নয়, সেই কারণে সাধারণ মানুষের কাছে ফ্যানই হল একমাত্র সঙ্গী৷ কিন্তু অনেকেই জানেন না, ঠিক কোন নিয়ম মেনে ফ্যান চালালে সবচেয়ে কম খরচা হয়৷
প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন ধরে মানুষের সঙ্গী ফ্যান৷ এসি তো সর্বত্র সম্ভব নয়, সেই কারণে সাধারণ মানুষের কাছে ফ্যানই হল একমাত্র সঙ্গী৷ কিন্তু অনেকেই জানেন না, ঠিক কোন নিয়ম মেনে ফ্যান চালালে সবচেয়ে কম খরচা হয়৷
গরমে সাধারণত ফ্যান ও এসি চালিয়ে অনেকটা বিল গুণতে হয়৷ কিন্তু কোন সময়ে কতটা ফ্যান চালালে কতটা খরচ হয়, সেটি জানেন কি? অনেকেই হয়ত জানেন না, ফ্যানের দ্রুত গতি বা ধীরগতির উপর বিদ্যুতের খরচ নির্ভর করে৷
গরমে সাধারণত ফ্যান ও এসি চালিয়ে অনেকটা বিল গুণতে হয়৷ কিন্তু কোন সময়ে কতটা ফ্যান চালালে কতটা খরচ হয়, সেটি জানেন কি? অনেকেই হয়ত জানেন না, ফ্যানের দ্রুত গতি বা ধীরগতির উপর বিদ্যুতের খরচ নির্ভর করে৷
সেই কারণেই বিদ্যুত কম খরচের জন্য অনেকে ৫-এ চালানোর বদলে ৩ বা ৪-এ ফ্যান চালান৷ কারণ তাঁরা মনে করেন, ধীর গতিতে ফ্যান চালালে বিদ্যুতের সাশ্রয় হবে৷ কিন্তু সত্যিই কি তাই? একবার দেখে নিন আসল সত্যিটা৷
সেই কারণেই বিদ্যুত কম খরচের জন্য অনেকে ৫-এ চালানোর বদলে ৩ বা ৪-এ ফ্যান চালান৷ কারণ তাঁরা মনে করেন, ধীর গতিতে ফ্যান চালালে বিদ্যুতের সাশ্রয় হবে৷ কিন্তু সত্যিই কি তাই? একবার দেখে নিন আসল সত্যিটা৷
ফ্যান চালালে যে গতির খরচ হয়, তা অনেকটাই নির্ভর করে কতটা শক্তি খরচ হচ্ছে, সেটি৷ পাখাটা কত গতিতে ঘুরছে, তার দ্বারাই নির্ধারিত হবে কতটা বিদ্যুৎ বাঁচানো সম্ভব হবে৷ তবে অনেক ফ্যানে এমন রেগুলেটর আছে, যে গুলো ভোল্টের কমিয়ে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে৷
ফ্যান চালালে যে গতির খরচ হয়, তা অনেকটাই নির্ভর করে কতটা শক্তি খরচ হচ্ছে, সেটি৷ পাখাটা কত গতিতে ঘুরছে, তার দ্বারাই নির্ধারিত হবে কতটা বিদ্যুৎ বাঁচানো সম্ভব হবে৷ তবে অনেক ফ্যানে এমন রেগুলেটর আছে, যে গুলো ভোল্টের কমিয়ে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে৷
আপনার ফ্যানের গতি যদি ভোল্টেজ কমিয়ে দেওয়া যায়, তা হলেই আপনার ফোন কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করবে৷ আগের চেয়ে এই রেগুলেটরগুলি উন্নত প্রযুক্তিতে কাজ করে৷ বাজারে এমন অনেক রেগুলেটর পাওয়া যায়, যেগুলি ভোল্টেজ নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করে৷
আপনার ফ্যানের গতি যদি ভোল্টেজ কমিয়ে দেওয়া যায়, তা হলেই আপনার ফোন কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করবে৷ আগের চেয়ে এই রেগুলেটরগুলি উন্নত প্রযুক্তিতে কাজ করে৷ বাজারে এমন অনেক রেগুলেটর পাওয়া যায়, যেগুলি ভোল্টেজ নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করে৷