বিয়ের অনুষ্ঠান 

বিয়ে বাড়ির অনুষ্ঠানে অভিনব ছবি, রিটার্ন গিফটের বহর দেখলে অবাক হবেন

পূর্ব বর্ধমান: এবার বিয়ে বাড়িতে ধরা পড়ল অভিনব ছবি। পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত একটি বিয়ে বাড়িতে যে কাণ্ড ঘটল তা দেখলে যে কেউ অবাক হবে।

বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের দেওয়া হল উপহার। সাধারণত বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাঁরা আমন্ত্রিত থাকেন তাঁরাই শুধুমাত্র উপহার দিয়ে থাকেন। কিন্তু এবার দেখা গেল আলাদা ছবি। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ৪০০ জনের হাতে তুলে দেওয়া হল উপহার।

অতিথিদের রিটার্ন গিফট হিসেবে দেওয়া হল গাছের চারা। এই বিষয়ে সুজিত সিংহ রায় বলেন, পরিবেশের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছি। পরিবেশ রক্ষা করা সকলের কর্তব্যের মধ্যে পড়ে। দিন দিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলছে তাতে গাছ লাগানো ছাড়া কোনও উপায় নেই।”

দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। তীব্র গরম থেকে বাঁচতে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। আর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজেদের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে প্রত্যেক আমন্ত্রিতদের হাতে একটি করে গাছের চারা তুলে দিল নব দম্পতি।

আরও পড়ুন- এসি আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানীদের বড় দাবি, শুনলে মাথায় হাত দেবেন

পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মাদ্রা এলাকার নব দম্পতি মিঠু মালাকার এবং সুজিত সিংহ রায় যা করলেন তাতে সবাই অবাক। শুক্রবার রাতে আয়োজিত পূর্বস্থলীর পারুলিয়া বাজার এলাকার একটি অনুষ্ঠান হলে দুজনেই  আমন্ত্রিতদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী এক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েতের প্রধান অপর্না চ্যাটার্জি সহ আরও অনেকে।

আরও পড়ুন- আপনার বাড়ির টিভিও কি দেওয়ালে লাগানো? তলে তলে বারোটা বাজছে না তো? সাবধান হন

আমন্ত্রিতদের হাতে একটি করে মেহগনি গাছের চারা তুলে দেয় নব দম্পতি। বিয়ের অনুষ্ঠানে এহেন আয়োজনের কারণে অনেকেই অবাক হয়েছেন। তবে উপহার হিসেবে গাছের চারা পেয়ে খুশি হয়েছেন সকল আমন্ত্রিত অতিথি।

বনোয়ারীলাল চৌধুরী