ধান খেতে থেকে উদ্ধার কৃষকের দেহ

২ দিন ধরে নিখোঁজ! কৃষকের এমন পরিণতি মেনে নিতে পারছে না গ্রামের লোকজন

দক্ষিণ ২৪ পরগনা : দু’দিন নিখোঁজ থাকার পর ধান ক্ষেতের মধ্যে থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত গোডাবর এলাকায়।

এক কৃষক, নাম আব্দুল ওয়াব শেখ(৬০) গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে জলা জমিতে তাঁর মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। সাথে সাথে খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে।

আরও পড়ুন- বলুন তো মিস্টার আইপিএল কার ডাক নাম? বিরাট, রোহিতের মতো মহাতারকা তাঁর কাছে ফেল

জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, গ্রামের মধ্যে অন্য এক ব্যাক্তির সঙ্গে ভাগচাষী হিসেবে ধান চাষ করতেন আব্দুল ওয়াব শেখ। ভাগ চাষীর সঙ্গে দীর্ঘ দিনের ঝামেলা তাঁর।

সেই ঝামেলার কারণে খুন বলে দাবি মৃত চাষীর পরিবারের। পুলিশ এই ঘটনায় গ্রামের ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বারুইপুর-এর এসডিপিও অতিস বিশ্বাস।

সুমন সাহা