Tag Archives: South 24 Paraganas News

Budget Travel Plan: এই দিঘিতে বেড়াতে এলেই বিশাল রুই-কাতলা পাবেন! সঙ্গে রাখতে হবে শুধু ‘একটি’ জিনিস, জানুন

রায়দিঘি: আপনি যদি ছিপ নিয়ে মাছ ধরতে ভালবাসেন, তাহলে চলে আসুন রায়দিঘির দিঘিতে। আপনার জন্য প্রতি বৃহস্পতিবার ও রবিবার মাছ ধরার সুযোগ দিচ্ছে ব্লক প্রশাসন।

সেপ্টেম্বরের প্রথম থেকে দিঘি মাছ ধরার জন্য খুলে দেওয়া হচ্ছে। অনলাইন বা অফলাইনে পাস নিয়ে যেতে হবে মাছ ধরতে‌। প্রথম দিনেই মাছ ধরতে জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৎস্যশিকারিরা এসেছিলেন।

আরও পড়ুন: ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, মুহূর্তে বদলাবে আবহাওয়া! বড় খবর

তিন হাজার টাকা দিয়ে পাস নিতে হবে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা মাছ পড়বে সেগুলি আপনার। এরকম ৩০ টি পাস নেওয়া যাবে। সারাদিন মনের আনন্দে মাছ ধরতে পারবেন।

আরও পড়ুন: কলকাতা পুলিশের সদর দফতরের নাম লালবাজার কেন জানেন? কারণটা জানলে চমকে উঠবেন!

প্রথম দিন রায় দিঘির বিধায়ক ড: অলক জলদাতা মাছ ধরা দেখতে গিয়েছিলেন। তিনি নিজেও সেখানে মাছ ধরেন। এ নিয়ে তিনি জানিয়েছেন। এভাবে ব্লক প্রশাসনের উদ্যোগে মাছ ধরার সুযোগ করে দেওয়া এলাকায় প্রথম। যারা মাছ ধরছেন তারা খুবই আনন্দ পাচ্ছেন। সব বড় বড় মাছ পাচ্ছে সকলে। প্রতি বৃহস্পতিবার ও রবিবার এই মাছ ধরার সুযোগ মিলবে। এই প্রতিযোগিতায় অংশ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন।

নবাব মল্লিক

South 24 Parganas News: টানা বৃষ্টিতে বেগুন, লঙ্কা, টম্যাটো চাষে ব্যাপক ক্ষতি! ফের দাম বাড়তে পারে সবজির

দক্ষিণ ২৪ পরগনা : টানা বৃষ্টিতে ধানচাষিদের মুখে হাসি ফুটলেও হতাশ সবজি চাষিরা। জমিতে জল জমায় নষ্ট হচ্ছে ফসল। ফলে, আগামী দিনে বাজারে সবজির জোগান কমতে পারে। সেক্ষেত্রে দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিতে পারে।

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহে তা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। বৃষ্টিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ থেকে চাষিরা। কোথাও কোথাও জল জমে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলার অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে কৃষিকাজের উপর। যার মধ্যে অন্যতম হল সবজি চাষ। কিন্তু, লাগাতার বৃষ্টিতে সবজি চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

বেগুন, লঙ্কা, টম্যাটো, উচ্ছে, পটল, পেঁপে সহ একাধিক সবজির জমিতে জমে রয়েছে জল। ফলে, মাঠে থাকা সজির ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহে পটল ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে তা গিয়ে ঠেকেছে ৩৫ থেকে ৪০ টাকায়। একই ভাবে বেগুন ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে কেজি প্রতি একশো টাকা। ঝিঙে ৪০, ওল একশো টাকা এগুলির দাম ছিল সবই ৪০ টাকার নীচে। পেঁপে গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন শাকের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে।

আরও পড়ুন- গৃহবধূরা এখন স্বনির্ভর, তাঁদের ছোঁয়ায় নজরকাড়া পুজোর পোশাক ফুটে উঠছে

এ প্রসঙ্গে সুন্দরবনের এক চাষি জানান,  ক’দিনের বৃষ্টির জেরে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ফসল নষ্ট হয়েছে।  কৃষিকাজে ব্যবহৃত কয়েক হাজার টাকার সামগ্রী নষ্ট হয়েছে। এর পাশাপাশি পেঁপে গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দফতরের এক কর্তা বলেন, “ভারী বৃষ্টির কারণে চাষিদের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

সুমন সাহা

Aadhaar Problem: আধার কার্ড নম্বর এক হওয়ায় খুবই সমস্যায় জয়শ্রী-বনশ্রী, এবার কী হবে? বিরাট কাণ্ড

কুলপি: কুলপিতে দুই বোনের একটাই আধার কার্ড নম্বর। অথচ দু’জনের রয়েছে আলাদা আধার কার্ড‌। দু’জনের নামও আলাদা। তবুও আধার কার্ড নম্বর এক হওয়ায় অনেক পরিষেবা পাচ্ছেনা তাঁরা।

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রামকৃষ্ণপুর গ্রামের। বড় বোনের নাম জয়শ্রী বিজলি ও অপরজন বনশ্রী বিজলি। জয়শ্রী বিবাহিতা, বনশ্রী এখনও ছাত্রী। ২০১৩ সালে বনশ্রীর আধার কার্ড তৈরি হয়। পরে ২০১৭ সালে দিদি জয়শ্রীর আধার কার্ড তৈরি হয়।

আরও পড়ুন: খাবার গলিয়ে ফেলতে তার ওপর বমি করে মাছি! কীভাবে তাড়াবেন এই বিরক্তিকর ঝামেলাকে?

আজব এই সমস্যার জেরে পরিষেবা পেতে গিয়ে হয়রান হতে হচ্ছে তাদের। সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে দুই বোন। আধার নম্বর এক হওয়ার কারণে এক বোন করোনার ভ্যাকসিন পর্যন্ত পায়নি‌। বন্ধ হয়ে গিয়েছে রেশনও। এবার তো আরও বড় সমস্যা হাজির। উচ্চ মাধ্যমিক পাশ করেছে ছোট বোন, কিন্তু কলেজে ভর্তি হতে গিয়েই পড়েছে সমস্যায়।

আরও পড়ুন: শ্রাবণ সোমবারের উপোস রাখবেন? মেনে চলুন এই বিশেষ রীতি, কোন খাবার ভুলেও ছোঁবেন না জানুন

গত সাত বছর ধরে বিভিন্ন সরকারি দফতরে ঘুরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ দুই বোনের। নম্বর জট কাটাতে রাঁচি পর্যন্ত গিয়েছেন তাঁরা, তাতেও কোনও লাভ হয়নি। এ নিয়ে কুলপির বিডিও সৌরভ গুপ্তও বিস্মিত। তিনি জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট দফতরের। তবে পরিবার তাঁর কাছে এলে তিনি সমাধানের চেষ্টা করবেন। দ্রুত এই সমস্যার সমাধান হোক এখন এটাই চাইছেন পরিবারের লোকজন।

নবাব মল্লিক

Biryani: মাত্র ১ টাকায় পেট ভরা বিরিয়ানি! স্বাদেও দারুণ, পরিমাণও অনেকটা, কোথায় গেলে পাবেন জানেন কি

উত্তর ২৪ পরগনা: মাত্র এক টাকায় হাবরায় মিলছে বিরিয়ানি! মূল্যবৃদ্ধির এই বাজারে অবাক লাগলেও এমনই অফার চালু করেছে হাটথুবা এলাকার হ্যাংলা রেস্টুরেন্ট। আর এই অভিনব বিজনেস স্ট্র্যাটেজি নিয়েই এখন এলাকায় সারা ফেলে দিয়েছে দোকানের দায়িত্ব সামলানো ক্লাস টুয়েলভের ছাত্র অর্কপ্রভ রক্ষিত। কারণ বাবার শারীরিক অসুস্থতার কারণে এখন রেস্টুরেন্ট সামলাতে হচ্ছে তাকেই। পড়াশোনার ফাঁকে দোকান চালাতেই মাথায় আসে এক অভিনব চিন্তা।

রাস্তার ধারে থাকা বিরিয়ানির দোকান দেখলেই ইচ্ছা হয় খাওয়ার। দোকান সামলানো অর্কপ্রভর মাথায় আসে, স্কুলের ছাত্র-ছাত্রী এবং দুস্থ শিশুদের জন্য যদি নামমাত্র টাকায় পেট ভরানো যায়। এভাবেও তো চাইলে মানুষের পাশে থেকে করা যায় সেবা। বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানাতেই, সকলে তার এই চিন্তাকে মান্যতা দেন। এরপরই মাত্র এক টাকার বিনিময়ে, ছাত্র-ছাত্রী সহ ১৬ বছরের নিচে ছেলেমেয়েদের চিকেন বিরিয়ানি খাওয়ানোর অফার চালু করা হয়। যার জন্য মূল্য দিতে হবে মাত্র এক টাকা। তবে এই সুযোগ কিন্তু সবাই পাবেন না। প্রথমে আসা ১০ জনই এই এক টাকার বিরিয়ানি খাওয়ার সুযোগ নিতে পারবে বলেই জানান দোকান মালিক অর্কপ্রভ।

আরও পড়ুন: বাজারে কেমন আছে আলু-পটল-ঝিঙেরা? খোঁজ নিতে সাতসকালে হাজির বিডিও

আরও পড়ুন: লেভেল ক্রসিংয়ের অ্যালার্ম শুনেই গাড়ি নিয়ে ছুটছেন? রেল কী শাস্তি দিতে পারে জানেন?

শুধু বিরিয়ানি নয়, এই অফারে আনলিমিটেড রাইস এবং আলু নিতে পারবে শিশুরা। হ্যাংলা রেস্তোরার সামনেই হাটথুবা আদর্শ বিদ্যাপীঠ স্কুলে টিফিনের ঘন্টা পড়তেই তাই প্রতি শুক্রবার এখন ভিড় জমছে হ্যাংলার বিরিয়ানির দোকানে। স্কুলের ঘন্টা পড়লেই দৌড় দিচ্ছে ছাত্রছাত্রীরা, কে কার আগে এসে পৌঁছবে এই দোকানে। এক টাকায় বিরিয়ানি খাওয়ার সুযোগ নিতে তাই রীতিমতো চলছে কম্পিটিশন। দোকান মালিক যদিও জানাচ্ছেন আগামী দিনে প্রতিদিনই এই এক টাকার বিরিয়ানি পরিষেবা চালুর ইচ্ছে রয়েছে তাঁর।

খাবারের গুণগত মানের দিক থেকেও অন্যান্য দোকানকে রীতিমতো কম্পিটিশন জানাচ্ছে এই হ্যাংলা। পাশাপাশি পূর্বের মতোই সকলের জন্য রয়েছে আনলিমিটেড চিকেন এবং মাটন বিরিয়ানি খাওয়ার সুযোগ। তবে বাচ্চাদের জন্য এই অফার এনে রীতিমতো এলাকায় সাড়া ফেলে দিয়েছে হ্যাংলা রেস্তোরাঁ। এই বিরিয়ানি খাওয়ার জন্য এখন প্রতি শুক্রবারই কচিকাঁচাদের ভিড় জমছে হাবরার এই দোকানে। তাই সন্তানকে নিয়ে আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার ইচ্ছে জাগলে ঘুরে আসতেই পারেন এই রেস্তঁরায়।

রুদ্র নারায়ণ রায়

Rain Alert: ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! হু হু করে বাড়ছে নদী ও সমুদ্রের জল, দিনভর বৃষ্টি-বজ্রপাত, বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে নদী ও সমুদ্রে জলের স্তর বৃদ্ধির সম্ভবনা। সামনেই রয়েছে অমাবস্যার কোটাল। সেজন্য বাড়বে জল।
উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে নদী ও সমুদ্রে জলের স্তর বৃদ্ধির সম্ভবনা। সামনেই রয়েছে অমাবস্যার কোটাল। সেজন্য বাড়বে জল।
এই জলের স্তর বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকার পর্যটকরা বড় ঢেউ দেখতে পাবে। বকখালিতে এই কয়েকদিন সমুদ্রের বড় ঢেউ দেখতে পাওয়া যাবে।
এই জলের স্তর বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকার পর্যটকরা বড় ঢেউ দেখতে পাবে। বকখালিতে এই কয়েকদিন সমুদ্রের বড় ঢেউ দেখতে পাওয়া যাবে।
সোমবার সমস্ত দিন বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে জেলায়। বৃষ্টির সঙ্গে ব্রজপাতের সম্ভবনা রয়েছে।
সোমবার সমস্ত দিন বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে জেলায়। বৃষ্টির সঙ্গে ব্রজপাতের সম্ভবনা রয়েছে।
২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলায়। যার জেরে জলের স্তর বৃদ্ধির সম্ভাবনা আরও বাড়বে।
২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলায়। যার জেরে জলের স্তর বৃদ্ধির সম্ভাবনা আরও বাড়বে।
বৃষ্টির জেরে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যথাক্রমে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির জেরে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যথাক্রমে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী এক সপ্তাহ আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবেনা। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে।
আগামী এক সপ্তাহ আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবেনা। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে।

ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে ছবি! যুবকের প্রতিভা চমকে দেওয়ার মতো

ফেলে দেওয়া ব্লেডের টুকরো জুড়েই আঁকা হল ছবি। সেই ছবি এঁকেই ইতিহাস গড়ল যুবক। ওই যুবকের নাম সায়ন মিদ্যা।

Tiger: মধু ভেঙে নৌকায় সবে খেতে বসেছে…হঠাত্‍ হামলা! কে তুলে নিয়ে গেল যুবককে? শিউরে ওঠার মতো ঘটনা

দক্ষিণ ২৪ পরগনা: আবারও সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘে তুলে নিয়ে গেল এক যুবককে। জঙ্গলে মধু ভাঙতে যাওয়াই হল কাল হল ওই মৎস্যজীবীর, সঙ্গীদের সামনে থেকে জি প্লটের যুবককে তুলে নিয়ে গেল বাঘ। যুবকের খোঁজের শুরু হল তল্লাশি।

বনদফতরের অনুমতি পাওয়ার পর সুন্দরবন বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে মৌলিরা সরকারের নিয়ম মেনে বিভিন্ন এলাকার মানুষজন জঙ্গলে মধু ভাঙতে গিয়েছে।

আরও পড়ুন: ‘পাতালেই’ শেষ ছোট্ট প্রাণ, ১৭ ঘণ্টার নিস্ফল চেষ্টা! ৫০০ ফুট বোরওয়েলে কীভাবে পড়ে গেল দেড় বছরের শিশুকন‍্যা? গুজরাতে মর্মান্তিক কাণ্ড

সেই রকম গত তিনদিন আগেই সাতজন সঙ্গীদের সঙ্গে করে নিয়ে পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকার বছর তিরিশের গোপাল মল্লিক নৌকা নিয়ে জঙ্গলে মধু ভাঙতে যায়, হঠাৎ মধু ভেঙে আজ সকালে নৌকায় বসে যখন খাবার উপক্রম করছিল, তখন দক্ষিণরায় তার উপরে ঝাঁপিয়ে পড়ে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়।

আরও পড়ুুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

তার সঙ্গীরা তার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সঙ্গীরা বহু চেষ্টা করেও যুবককে এখনও উদ্ধার করতে পারেনি। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানা এবং বনদফতরেরকে লিখিত ভাবে জানিয়েছেন।

সুমন সাহা

South 24 Parganas News: এক পক্ষকালে দেবীর ১৫ রূপ! দেখা মেলে জয়নগরের ধন্বন্তরি কালীমন্দিরে পুজো ও মেলা ঘিরে ভক্ত সমাগম

সুমন সাহা, জয়নগর: ১৫ দিন ধরে নানা রূপে ভক্তদের সামনে ভক্তদের মনবাঞ্ছাপূর্ণ করতে ধরা দেন দেবী। বহু প্রাচীনকাল থেকেই এই ঘটনার সাক্ষী হন প্রতিবছর দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার মানুষজন। মায়ের এই রূপ পরিবর্তন উৎসবকে মহাবেশের মেলা বলে থাকে স্থানীয়রা। মায়ের এই রূপ পরিবর্তন দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান জয়নগরের ধন্বন্তরি কালী মায়ের কাছে।

প্রতি বছর বৈশাখ মাসে এই কালী বিগ্রহকে কেন্দ্র করে একপক্ষ সময় ব্যাপী বিশাল মেলা বসে৷ শুক্লা প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত, প্রতিদিন দেবীকে ভিন্ন  রূপে উপস্থাপনা করা হয়৷ এই দিনগুলিতে প্রতিদিন গড়ে ২৫-৩০ হাজার মানুষ দেবীর রূপ ও মেলা দর্শন করেন৷ ‘রূপ’ অর্থে মায়ের ‘বেশ’ পরিবর্তন করা হয় বলে একে বেশ-এর মেলা বলা হয়৷

অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে আদি গঙ্গার মজিলপুর গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হত। কথিত, সেই সময় ভৈরবানন্দ নামে এক তান্ত্রিক সাধক গঙ্গার এক চরার ওপর বসে সাধনা করতেন। বর্তমানে সেখানেই তৈরি হয়েছে মজিলপুরের ধন্বন্তরি কালীমন্দির। একদিন ওই তান্ত্রিক দেবীর স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ মেনে পুকুরে সন্ধান করে, ওই তান্ত্রিক কালো পাথরের কালী মূর্তি পান এবং একটি খড়ের চালার কুটিরে দেবীসম ওই মূর্তি পুজো করতে থাকেন।

আরও পড়ুন : ইউরিক অ্যাসিডের অসহ্য যন্ত্রণায় পা ফেলতে কুঁকড়ে যাচ্ছেন? এই খাবারগুলি খাবেন না! কমবে ইউরিক অ্যাসিড

নিত্যপুজো ছাড়াও প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় এখানে বিশেষ পুজো হয়। শত শত ভক্ত মায়ের পুকুরে স্নান করে রোগমুক্তির জন্য ওষুধ খায় ও পুজো দেন। প্রায় দেড় শতাব্দী আগে পাকা মন্দির গড়ে ওঠে। প্রায় শতাধিক বছর ধরে, ওই আদি পাথরের মূর্তির অনুকরণে একটি কাঠের মূর্তি নির্মাণ করে পুজো করা হচ্ছে। প্রতি বৈশাখ মাসের শুক্লা প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত ওই কাঠের মূর্তিতে বিভিন্ন মাতৃদেবীর মূর্তির রূপদান করা হয়।

দূর দূরান্ত থেকে মানুষ এই বেশ ও মেলা দেখতে ভিড় জমায়। মেলার পর ভাঙা মেলাও বেশ কিছুদিন চলে।বর্তমান মন্দিরের সেবায়েত কালিদাস চক্রবর্তী জানান, মন্দিরটি সাড়ে তিনশো থেকে চারশো বছরের প্রাচীন। মজিলপুর নামের উদ্ভব নিয়ে নদীর মজে যাওয়া তত্ত্বে দ্বিমত নেই তাঁর। রেললাইনের ওপারে মা জয়চন্ডী অধিষ্ঠান করছেন বলে জানান তিনি, এই জয়চন্ডী ধন্বন্তরি মায়ের থেকেও ৪০০-৫০০ বছরের প্রাচীন। তিনি আরও জানান নদী-সংলগ্ন স্থানেই একটি বিরাট শ্মশান ছিল। সেখানে বসবাস করতেন এক সন্ন্যাসী। তিনিই সেবা করতেন মা ধন্বন্তরিকে। নদী মজে যাওয়ার আগে নদীপথেই বাণিজ্য করতেন দেশ-বিদেশের বহু জমিদার।

একদিন রাত হয়ে যাওয়াতে কোনও এক জমিদার ডাকাতের ভয়ে এগোতে পারেননি নদীবক্ষে। নোঙর রেখে আশ্রয় নেন সন্ন্যাসীর কুটিরে। মাকে দেখে ভক্তি জন্মায় ও মাকে প্রতিষ্ঠা করেন। এখনও প্রতিবছর বৈশাখ মাসের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এক পক্ষকাল ধরে এই রূপ পরিবর্তন ও বিশাল মেলা চলে আসছে। যা এলাকায় বেশের মেলা বলে পরিচিত। এই মেলা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে জয়নগরের মজিলপুরে।

২ দিন ধরে নিখোঁজ! কৃষকের এমন পরিণতি মেনে নিতে পারছে না গ্রামের লোকজন

দক্ষিণ ২৪ পরগনা : দু’দিন নিখোঁজ থাকার পর ধান ক্ষেতের মধ্যে থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত গোডাবর এলাকায়।

এক কৃষক, নাম আব্দুল ওয়াব শেখ(৬০) গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে জলা জমিতে তাঁর মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। সাথে সাথে খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে।

আরও পড়ুন- বলুন তো মিস্টার আইপিএল কার ডাক নাম? বিরাট, রোহিতের মতো মহাতারকা তাঁর কাছে ফেল

জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, গ্রামের মধ্যে অন্য এক ব্যাক্তির সঙ্গে ভাগচাষী হিসেবে ধান চাষ করতেন আব্দুল ওয়াব শেখ। ভাগ চাষীর সঙ্গে দীর্ঘ দিনের ঝামেলা তাঁর।

সেই ঝামেলার কারণে খুন বলে দাবি মৃত চাষীর পরিবারের। পুলিশ এই ঘটনায় গ্রামের ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বারুইপুর-এর এসডিপিও অতিস বিশ্বাস।

সুমন সাহা