বিকল্প ঢেঁড়স চাষ

Agriculture News: বৃষ্টির পরিমাণ কম জেলায়, বিকল্প চাষেও লাভ মিলছে না! জেলায় জেলায় মাথায় হাত চাষিদের

পুরুলিয়া: এক ফসলি জমিতে পরিপূর্ণ রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়া। এই জেলার বেশিরভাগ কৃষকই ধান চাষের উপর নির্ভরশীল। তবে বিভিন্ন কারণে এ বছর ধান চাষ কম হয়েছে জেলায়। আর তাতেই বিকল্প চাষের দিকে ঝুঁকছেন বহু চাষি। ‌নিজেদের জমিতে তাঁরা বিভিন্ন ধরনের বিকল্প চাষের কাজ করে লাভের মুখ দেখছেন। কিন্তু বৃষ্টি কম থাকার কারণে অনেকে আবার বিকল্প চাষ থেকেও লাভ করতে পারছেন না।

পুরুলিয়ার দুই নম্বর ব্লকের পিড়রারা গ্রাম পঞ্চায়েতের পিড়রা গ্রামের চাষি নিজের জমিতে ঢ্যাঁড়শ চাষ করেছেন।‌ আশা করেছিলেন, এই বিকল্প চাষ করে খানিকটা লাভ করতে পারবেন। কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকার কারণে ঢ্যাঁড়শ চাষেও বিশেষ লাভ হয়নি। এ বিষয়ে চাষি বলেন, তিনি বহু বছর থেকে ঢ্যাঁড়শ চাষ করে আসছেন। অন্যান্য বছর এই সময় ঢ্যাঁড়শের দাম অনেকটাই কম থাকত। কিন্তু এবছর ফলন কম হওয়ার কারণে পাইকারি ধরেও ঢ্যাঁড়শের দাম অনেকটাই বেশি রয়েছে।

আরও পড়ুন: মৃতের শেষ ইচ্ছাপূরণে এক হয়ে গেল দুই দেশ, বিএসএফের তৎপরতায় ভাইয়ের শেষ দেখা পেলেন বোন

তাই সেই কারণে তিনি বিশেষভাবে লাভ করতে পারছেন না এই চাষ করেও। ফলন কম হওয়ার কারণে পাইকারি দরে দাম বেশি রয়েছে। তাই সেভাবে লাভ হয়নি তাঁর। ধান চাষ কম হওয়ার কারণে এ বছর মাথায় হাত পড়েছে বহু চাষির। বিকল্প চাষ করে তাঁরা কিছুটা হলেও আর্থিক ক্ষতি লাগু করার চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টির দেখা সেভাবে না মেলায় অনেকেই বিকল্প চাষ করেও লাভ করতে পারছেন না।

সঠিক সময় বৃষ্টি না হওয়ার কারণে এ বছর জেলা পুরুলিয়ায় চাষের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে চাষিদের। অন্যান্য বছরে বিকল্প চাষ করে যে পরিমাণ লাভ করে থাকেন এ বছর সেই জায়গা থেকেও ঘাটতি পড়ছে চাষিদের।‌

শর্মিষ্ঠা ব্যানার্জি