প্রতীকী ছবি

Accident: মর্মান্তিক! শিশু সন্তানের উপর দিয়ে গাড়ি চালাল বাবা… সব শেষ! সিসিটিভি ফুটেজ দেখে চমকে উঠছে গোটা দেশ

বেঙ্গালুরু: গাড়ির পাশেই দাঁড়িয়েছিল শিশুকন্যা। লক্ষ্য করেননি বাবা। আচমকাই হুড়মুড় করে নিজের সন্তানের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন তিনি। গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে একরত্তি। অবশ্য গোটা ঘটনাটা ঘটে গিয়েছে শিশুটির বাবার অজান্তেই। গতকাল রাত ১১টা ৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরু এইচএসআর লেআউটে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম তরফে জানা গিয়েছে যে, চান্নাপাতানা এলাকায় এক আত্মীয়ের বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরেছিল পরিবারটি। সঙ্গে থাকা সমস্ত মালপত্র নামিয়ে নিয়ে ঘরেও ঢুকিয়েছিলেন তাঁরা। এরপর যে যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে গাড়ি রাখতে চলে যান ওই শিশুকন্যার বাবা। কিন্তু ইতিমধ্যেই সেই দেড় বছরের শিশুকন্যাও বাবার পিছু নেয়। গাড়ির দরজার পাশেই দাঁড়িয়েছিল সে। অথচ বিষয়টা খেয়ালই করেননি বাবা।

আরও পড়ুন- সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি, বুধবার থেকে ফের তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ ! উত্তরের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

এরপর গাড়ি পিছোতেই বাঁধে বিপত্তি। বাবার গাড়ির তলায় পিষ্ট হয়ে যায় একরত্তি। যদিও সন্তানের গাড়ি চাপা পড়ার বিষয়টা ঘুণাক্ষরেও টের পাননি গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকা ব্যক্তি। পরিবারের সদস্যরা জানানোর পরেই বুঝতে পারেন যে, তাঁর হাত দিয়ে কোন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে!

কোনও রকম সময় নষ্ট না করে শাইজা জন্নত নামে ওই শিশুকন্যাটিকে উদ্ধার করে স্থানীয়রা তাকে নিয়ে হাসপাতালে ছোটেন। সেখানে ভর্তি করা হয় তাকে। সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় শিশুটিকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা শুরু হয়। তবে সমস্ত কিছু বিফল করে দিয়ে মৃত্যু হয় শিশুটির। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনার বিষয়ে এইচএসআর লেআউট ট্রাফিক পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন যে, “আমরা ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারা (গাফিলতির জেরে মৃত্যু)-র আওতায় মৃত শিশুটির বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়ে যান।”