ফাইনালের আগে মেসির চোখে জলের কারণ কী, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

#দোহা: প্রস্তুত মঞ্চ। কাতারের লুসেইল স্টেডিয়াম অপেক্ষায় ২০২২-এর ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নের। রবিবার শেষ হাসি কে হাসবেন লিওনেল মেসির আর্জেন্টিনা না কিলিয়ান এমবাপের ফ্রান্স তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মেসির চোখের জল ২০২২-এ কাতার বিশ্বকাপে হাসিতে বদলায় কিনা তার উত্তর তো দেবে সময়। কিন্তু ফাইনালের আগেই চোখ ছলছল আর্জেন্টিনা অধিনায়কের।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ক্রোয়েশিয়া ম্যাচের পর আর্জেন্টিনার এক সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন মেসি। কিন্তু আশ্চর্যজনকভাবে মেসি কিছু বলছেন না। যা বলছেন ওই সাংবাদিক, মেসি শুধুই শুনে যাচ্ছেন। আসলে মেসির সাক্ষাৎকার নেওয়ার পর ওই সাংবাদিক বলেন,’আমরা সকলেই আপনাকে বিশ্বকাপ জিততে দেখতে চাই। তবে ফলাফল যাই হোক, আপনিই সেরা। আপনি আর্জেন্টিনার প্রতিটি মানুষকে হাসতে ও বাঁচতে শিখিয়েছেন।’

এখানেই থামেননি ওই সাংবাদিক,’আর্জেন্টিনার এমন কোনও শিশু নেই, যার কাছে আপনার জার্সি নেই। হতে পারে সেটা নকল, বা অন্য কিছু দিয়ে তৈরি। সত্যি, আর্জেন্টিনার প্রত্যেকের মনে আপনি জায়গা করে নিয়েছেন। সেটা আমার কাছে বিশ্বকাপ জেতার থেকেও বেশি।’ ভাইরাল ভিডিওতে দেখা যায় মেসি ওই সাংবাদিকের কথা শোনার সময় তার চোখ ছলছল করছে।

 

আরও পড়ুনঃ ট্রান্স মডেলের সঙ্গে প্রেম এখন অতীত, এমবাপের জীবনে এখন নতুন ‘গোলাপ’, দেখুন ছবি

 

 

মেসি নিজেও জানেন ১৮ ডিসেম্বর তার উপর প্রত্যাশার চাপ কতটা। এই শেষ সুযোগ নিজের বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করার ও দেশকে তৃতীয়বার বিশ্ব সেরা করার। তবে ওই সাংবাদিক বুঝিয়ে দিতে চেয়েছেন মেসি মানে একটি আবেগ, একটা অনুভূতি, একটা জেনারেশনের ফুটবল প্রেম, যা একটা ট্রফি দিয়ে বিচার করা যায় না।