ব্রাজিলকে কিন্তু সহজে ছেড়ে দেব না ! হুঙ্কার দিয়ে রাখলেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সং

#দোহা: এই মুহূর্তে এশিয়ার সেরা ফুটবলার তাকে বলা যায় চোখ বন্ধ করে। দক্ষিণ কোরিয়া অধিনায়ক সং হিউ মিন নতুন স্বপ্ন দেখছেন কাতারের মাটিতে। শেষ ম্যাচে দুর্দান্ত খেলে রোনাল্ডোর পর্তুগালকে হারিয়েছে তারা। জাপানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬ জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। তাই এক ইঞ্চি জমিও প্রতিপক্ষকে ছাড়তে চান না সং।

সোমবার সামনে ব্রাজিল। বলে দেওয়ার দরকার নেই ফুটবল পণ্ডিতরা এই খেলায় কোন দলকে ফেভারিট ধরবেন। নেইমার ফিরবেন মোটামুটি নিশ্চিত। তাছাড়াও রড্রিগো, ভিনি, রিচারলিসনদের মত বিশ্বের সেরা ফুটবলার রয়েছে হলুদ জার্সিতে। ফুটবল কৌলিন্যের বিচারে তুলনাই হয় না ব্রাজিলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার।

আরও পড়ুন – রোনাল্ডোকে অপমান কোরিয়ার ফুটবলারের! মাঠেই হতে পারত চরম হাতাহাতি

সং হিউ মিন কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন পর্তুগালকে হারানোর পর আমাদের আত্মবিশ্বাস চরমে। ব্রাজিলকে ছেড়ে দেব না সহজে। ওরা বিশ্বের সেরা দল। কিন্তু আমরা জেতার জন্যই নামব। দক্ষিণ কোরিয়া এখন আর পেছনে ফিরে তাকাতে চায় না। পাশাপাশি সং মনে করেন অধিনায়ক হিসেবে তিনি বিশ্বকাপে নিজের সেরা পারফরমেন্স তুলে ধরতে পারেনি এখনও পর্যন্ত।

তবে আশা করছেন ব্রাজিল ম্যাচে জ্বলে উঠবেন। দলের সতীর্থদের মরিয়া লড়াই এবং হার না মানা মনোভাবের প্রশংসা করেছেন টটেনহ্যাম তারকা। কিম, চো, হোওয়াং – এরা নিজেদের জীবন দিয়ে দিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেনটো নিজে একজন পর্তুগিজ।

পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে কার্ড দেখার কারণে গ্যালারিতে ছিলেন। কিন্তু ছেলেদের লড়াই দেখে তিনি মুগ্ধ। প্রবল পরাক্রমশালী ব্রাজিলকে নকআউট ম্যাচে এশিয়ার বাঘেরা যে ১ ইঞ্চি জমি ছেড়ে দেবে না সেটা দর্থহীন ভাষায় জানিয়ে দিলেন তিনি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সামনে। কিন্তু ভয় নেই দক্ষিণ কোরিয়ার। তাদের হারানোর কিছু নেই, সবটাই পাওয়ার আছে।