শরীরের কোন অংশ কখনও আগুনে জ্বলে না? শরীরের হাড় আগুনে পোড়ে না। হাড় পোড়ার জন্য, ১২৯২ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ একটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা প্রয়োজন। তবে এই এই তাপমাত্রায়, যে ক্যালসিয়াম ফসফেট থেকে হাড় তৈরি হয় তা সম্পূর্ণ ছাইতে পরিণত হবে না।

Fire: মর্মান্তিক…! আগুনে ঝলসে মৃত্যু হল মা-ছেলের, হাসপাতালে বাবা! রাতে ঘুমন্ত অবস্থায় ‘পুড়িয়ে মারার চেষ্টা’?

বোলপুর: রাতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আগুন ঝলসে মৃত্যু হল মা ও ছেলের, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে।

সূত্রের খবর, ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া করে এক তলা বাড়িতে জানলা খুলে ছোটো ছেলে আয়ান শেখ (৪) ও স্ত্রী রুপা বিবি (৩০)-কে নিয়ে ঘুমাচ্ছিলেন শেখ আবদুল আলিম (৩৮)। আর এই সুযোগকে কাজে লাগিয়েই কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় বলে অভিযোগ। তাঁদের চিৎকারে চেঁচামেচিতে উঠে আসে পাশের ঘরে শুয়ে থাকা বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসেন গ্রামের লোকজন। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে যান বলে গ্রামবাসীদের অভিযোগ।

আরও পড়ুন: প্রতিদিন দই খেলে শরীরে কী হয় জানেন…? চমকে দেবে বিশেষজ্ঞের মত! দ্বিতীয়বার খাওয়ার আগে দশবার ভাবুন!

গুরুতর জখম তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাঁদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোটো ছেলে আয়ানের মৃত্যু ঘটে। ঠিক তার পরে মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসীদের সূত্রে খবর। যদিও এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা শেখ আবদুল আলিম।

এই ঘটানায় গতকাল গভীর রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকায় মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। আদতে কী ঘটেছিল? প্রতিহিংসাপরায়ণ হয়ে খুনের চেষ্টা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চক্রান্ত? খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ।

ইন্দ্রজিৎ রুজ